ম্যাচ জিতেও যেন হেরে গেছে ব্রাজিল। গিনির বিপক্ষে ৪-১ গোলের জয় পেলেও মহৎ উদ্দেশ্যে হেরে গেছে তারা। লা লিগায় বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়রের পাশে দাঁড়াতে গতকাল কালো জার্সি পরেছিল সেলেসাওরা। কিন্তু সেই ম্যাচেই আবার মাঠের বাইরে বর্ণবাদের থাবা পড়েছে।
বাইরে ভিনির এক বন্ধুর সঙ্গে বর্ণবাদী আচরণ করায় সফল না হওয়ার কথা বলা হচ্ছে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘যখন মাঠে ঐতিহাসিক কালো জার্সিতে খেলছিলাম এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, তখন স্টেডিয়ামের প্রবেশপথে আমার বন্ধুকে অপমান ও উপহাস করা হয়েছিল। এমন আচরণ দুঃখজন। ব্যাকস্টেজ জঘন্য। সবকিছু প্রকাশ্যে আনতে জিজ্ঞেস করতে চাই, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ কোথায়?’
খেলা শুরুর আগে প্রবেশপথে ভিনিসিয়ুসের বন্ধু ও উপদেষ্টা ফিলিপে সিলভার সঙ্গে এমন আচরণ করেছেন এক নিরাপত্তাকর্মী। ব্রাজিলিয়ান তারকার বন্ধুর উদ্দেশে পকেট থেকে কলা বের করে নিরাপত্তারক্ষী বলেন, ‘হাত ওপরে তোলো, তোমার জন্য এটাই আমার পিস্তল।’
ইতিহাসে প্রথমবারে মতো গতকাল কালো জার্সিতে খেলেছে সেলেসাওরা। তবে পুরো ম্যাচ নয়, শুধু প্রথমার্ধে। পরে হলুদ জার্সিতে খেলেছে তারা। ম্যাচ শুরুর আগে দুই দল বর্ণবাদবিরোধী স্লোগান ‘বর্ণবাদ নিয়ে কোনো খেলা নয়’ লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
টানা দুই ম্যাচ হারার পর গতকাল জয়ে ফিরেছে ব্রাজিল। সেটিও আবার নিজেদের চিরচেনা আধিপত্য দেখিয়ে। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। অভিষেকে গোল করে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন জোয়েলিন্টন। ২৭ মিনিটে নিউক্যাসল তারকার করা গোলের তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ২ গোলে পিছিয়ে পড়ে ৩৬ মিনিটে ১ গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল গিনি। গোলটি করেন সেরহাউ গুইরাসি।
দ্বিতীয়ার্ধে অবশ্য গিনির ম্যাচে ফেরার ইঙ্গিত সফল হয়নি। উল্টো আরও দুই গোল হজম করে তারা। ৪৭ মিনিটে এদের মিলিতোর গোলের পর পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস। প্রথমবারে মতো কাল ১০ নম্বর জার্সি পরা রিয়াল মাদ্রিদ তারকা ম্যাচের ৮৮ মিনিটে সফল স্পটকিকটি নেন।
ম্যাচ জিতেও যেন হেরে গেছে ব্রাজিল। গিনির বিপক্ষে ৪-১ গোলের জয় পেলেও মহৎ উদ্দেশ্যে হেরে গেছে তারা। লা লিগায় বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়রের পাশে দাঁড়াতে গতকাল কালো জার্সি পরেছিল সেলেসাওরা। কিন্তু সেই ম্যাচেই আবার মাঠের বাইরে বর্ণবাদের থাবা পড়েছে।
বাইরে ভিনির এক বন্ধুর সঙ্গে বর্ণবাদী আচরণ করায় সফল না হওয়ার কথা বলা হচ্ছে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘যখন মাঠে ঐতিহাসিক কালো জার্সিতে খেলছিলাম এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, তখন স্টেডিয়ামের প্রবেশপথে আমার বন্ধুকে অপমান ও উপহাস করা হয়েছিল। এমন আচরণ দুঃখজন। ব্যাকস্টেজ জঘন্য। সবকিছু প্রকাশ্যে আনতে জিজ্ঞেস করতে চাই, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ কোথায়?’
খেলা শুরুর আগে প্রবেশপথে ভিনিসিয়ুসের বন্ধু ও উপদেষ্টা ফিলিপে সিলভার সঙ্গে এমন আচরণ করেছেন এক নিরাপত্তাকর্মী। ব্রাজিলিয়ান তারকার বন্ধুর উদ্দেশে পকেট থেকে কলা বের করে নিরাপত্তারক্ষী বলেন, ‘হাত ওপরে তোলো, তোমার জন্য এটাই আমার পিস্তল।’
ইতিহাসে প্রথমবারে মতো গতকাল কালো জার্সিতে খেলেছে সেলেসাওরা। তবে পুরো ম্যাচ নয়, শুধু প্রথমার্ধে। পরে হলুদ জার্সিতে খেলেছে তারা। ম্যাচ শুরুর আগে দুই দল বর্ণবাদবিরোধী স্লোগান ‘বর্ণবাদ নিয়ে কোনো খেলা নয়’ লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।
টানা দুই ম্যাচ হারার পর গতকাল জয়ে ফিরেছে ব্রাজিল। সেটিও আবার নিজেদের চিরচেনা আধিপত্য দেখিয়ে। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। অভিষেকে গোল করে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন জোয়েলিন্টন। ২৭ মিনিটে নিউক্যাসল তারকার করা গোলের তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ২ গোলে পিছিয়ে পড়ে ৩৬ মিনিটে ১ গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল গিনি। গোলটি করেন সেরহাউ গুইরাসি।
দ্বিতীয়ার্ধে অবশ্য গিনির ম্যাচে ফেরার ইঙ্গিত সফল হয়নি। উল্টো আরও দুই গোল হজম করে তারা। ৪৭ মিনিটে এদের মিলিতোর গোলের পর পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়ুস। প্রথমবারে মতো কাল ১০ নম্বর জার্সি পরা রিয়াল মাদ্রিদ তারকা ম্যাচের ৮৮ মিনিটে সফল স্পটকিকটি নেন।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে