নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের সংস্কারকাজ। তবে নজর সবার মাঠের দিকে। সব ঠিক থাকলে এখানে দেশের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন হামজা চৌধুরী।
কাল দুপুরে দেখা গেল মাঠের পরিচর্যায় ব্যস্ত মাঠকর্মীরা। চার বছর ধরে জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ চালাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। বর্তমানে ঘাসের বিষয়টি দেখভাল করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্র জানিয়েছে, মাঠে গতকাল নতুন করে সার দিয়েছে তারা। ঘাস পুরোপুরি সতেজ হয়ে উঠতে দরকার পানি। দিনে দুবার ঘাসে পানি দেওয়ার কথা জানিয়েছে ক্রীড়া পরিষদ। বাফুফে অপেক্ষা করছে প্রবল বৃষ্টির। তাতে সার গলতে খুব একটা সময় লাগবে না। মাঠের যে জায়গায় ঘাস ছিল না, সেখানে নতুন করে ঘাস বসানো হয়েছে। ইতিমধ্যে একবার রোলার ব্যবহার করেছেন মাঠকর্মীরা। আরও দুবার ব্যবহার করা হবে বলে জানা গেছে। কাজ শেষ হতে ১৫ দিনের মতো লেগে যাতে পারে।
মাঠের একপাশে যে সীমানা আছে, সেটির আঘাতে খেলোয়াড়দের চোটে পড়ার শঙ্কা থাকতে পারে। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলেছে বাফুফে। সীমানায় কৃত্রিম ঘাস ও রাবারজাতীয় কিছু দিয়ে ঢেকে দেবে ক্রীড়া পরিষদ। ঘাসের পাশাপাশি ফ্লাডলাইটের কাজও এখনো শেষ হয়নি। জাতীয় স্টেডিয়াম প্রকল্পের পরিচালক আজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ফ্লাডলাইটের চারটি টাওয়ার আমরা কাল (আজ) পরীক্ষা করব। ঠিকাদারি প্রতিষ্ঠান বলেছে, এখানে ১৬০০ বা ১৮০০ লাক্স আলো আছে। ক্যানোপি লাইটের কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। আমার মনে হয়, আগামী জুনে ম্যাচের আগে ক্যানোপির কাজ শেষ হবে।’
১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ৩১ মে শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। ২২ মের মধ্যে স্টেডিয়াম বুঝে পেতে ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে বাফুফে। আজমুল হক বলেন, ‘আমাদের প্রজেক্টটা ৩০ জুন পর্যন্ত। আমরা ইনশা আল্লাহ ৩০ মের ভেতর এটা (স্টেডিয়াম) বুঝিয়ে দেব। ২২ মে পর্যন্ত সময় নিলেও রং করার কিছু কাজ বাকি থাকতে পারে। সেটা আমরা ৩০ মের মধ্যে শেষ করতে পারব। আমাদের কাজ শেষ পর্যায়ে। ঘাসের কাজটা বাফুফে নিজস্বভাবে করছে, যেহেতু তারা এ ব্যাপারে বিশেষজ্ঞ।’
সাংবাদিকদের কাজ করার জায়গা প্রেসবক্সে যেভাবে চেয়ার বসানো, তা নিয়ে রয়েছে জটিলতা। আজমুল হক বলেন, ‘চেয়ারগুলো মুভেবল (নড়াচড়া করা) নয়। চেয়ার পরিবর্তনের ক্ষেত্রে (চেয়ার) পাওয়া না পাওয়ার পাশাপাশি ফান্ডের বিষয় আছে। আমরা যদি প্রেসবক্সের মতো চেয়ার নাও দিতে পারি। আপাতত সিঙ্গেল চেয়ার দেব। এ নিয়ে ঠিকাদারদের আমরা চাপ দিচ্ছি।’
নতুন অবকাঠামোতে ২২ হাজার ৬৯০টি আসন রয়েছে গ্যালারিতে। সিঙ্গাপুর ম্যাচের জন্য ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। তবে হসপিটালিটি বক্সে চেয়ার বসানোর কাজ এখনো বাকি রয়েছে। এই প্রসঙ্গে ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা বলেন, ‘ম্যাচের আগে কাজ সম্পন্ন না হওয়ার কিছু দেখছি না। সব কাজ শেষ পর্যায়ে আছে। তবে হসপিটালিটি বক্সে ৫৪০টি চেয়ার বসানো বাকি আছে। সেখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে। তারা চলে গেলে এই কাজ শেষ করতে মোটামুটি দুই সপ্তাহ লাগবে।’
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আশাবাদী, ঠিক সময়ে কাজ শেষ হবে, ‘কাজের যে গতি আশা করি, ঠিক সময়ে সব হয়ে যাবে।
জাতীয় স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের সংস্কারকাজ। তবে নজর সবার মাঠের দিকে। সব ঠিক থাকলে এখানে দেশের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন হামজা চৌধুরী।
কাল দুপুরে দেখা গেল মাঠের পরিচর্যায় ব্যস্ত মাঠকর্মীরা। চার বছর ধরে জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ চালাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। বর্তমানে ঘাসের বিষয়টি দেখভাল করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্র জানিয়েছে, মাঠে গতকাল নতুন করে সার দিয়েছে তারা। ঘাস পুরোপুরি সতেজ হয়ে উঠতে দরকার পানি। দিনে দুবার ঘাসে পানি দেওয়ার কথা জানিয়েছে ক্রীড়া পরিষদ। বাফুফে অপেক্ষা করছে প্রবল বৃষ্টির। তাতে সার গলতে খুব একটা সময় লাগবে না। মাঠের যে জায়গায় ঘাস ছিল না, সেখানে নতুন করে ঘাস বসানো হয়েছে। ইতিমধ্যে একবার রোলার ব্যবহার করেছেন মাঠকর্মীরা। আরও দুবার ব্যবহার করা হবে বলে জানা গেছে। কাজ শেষ হতে ১৫ দিনের মতো লেগে যাতে পারে।
মাঠের একপাশে যে সীমানা আছে, সেটির আঘাতে খেলোয়াড়দের চোটে পড়ার শঙ্কা থাকতে পারে। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলেছে বাফুফে। সীমানায় কৃত্রিম ঘাস ও রাবারজাতীয় কিছু দিয়ে ঢেকে দেবে ক্রীড়া পরিষদ। ঘাসের পাশাপাশি ফ্লাডলাইটের কাজও এখনো শেষ হয়নি। জাতীয় স্টেডিয়াম প্রকল্পের পরিচালক আজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ফ্লাডলাইটের চারটি টাওয়ার আমরা কাল (আজ) পরীক্ষা করব। ঠিকাদারি প্রতিষ্ঠান বলেছে, এখানে ১৬০০ বা ১৮০০ লাক্স আলো আছে। ক্যানোপি লাইটের কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। আমার মনে হয়, আগামী জুনে ম্যাচের আগে ক্যানোপির কাজ শেষ হবে।’
১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ৩১ মে শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। ২২ মের মধ্যে স্টেডিয়াম বুঝে পেতে ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে বাফুফে। আজমুল হক বলেন, ‘আমাদের প্রজেক্টটা ৩০ জুন পর্যন্ত। আমরা ইনশা আল্লাহ ৩০ মের ভেতর এটা (স্টেডিয়াম) বুঝিয়ে দেব। ২২ মে পর্যন্ত সময় নিলেও রং করার কিছু কাজ বাকি থাকতে পারে। সেটা আমরা ৩০ মের মধ্যে শেষ করতে পারব। আমাদের কাজ শেষ পর্যায়ে। ঘাসের কাজটা বাফুফে নিজস্বভাবে করছে, যেহেতু তারা এ ব্যাপারে বিশেষজ্ঞ।’
সাংবাদিকদের কাজ করার জায়গা প্রেসবক্সে যেভাবে চেয়ার বসানো, তা নিয়ে রয়েছে জটিলতা। আজমুল হক বলেন, ‘চেয়ারগুলো মুভেবল (নড়াচড়া করা) নয়। চেয়ার পরিবর্তনের ক্ষেত্রে (চেয়ার) পাওয়া না পাওয়ার পাশাপাশি ফান্ডের বিষয় আছে। আমরা যদি প্রেসবক্সের মতো চেয়ার নাও দিতে পারি। আপাতত সিঙ্গেল চেয়ার দেব। এ নিয়ে ঠিকাদারদের আমরা চাপ দিচ্ছি।’
নতুন অবকাঠামোতে ২২ হাজার ৬৯০টি আসন রয়েছে গ্যালারিতে। সিঙ্গাপুর ম্যাচের জন্য ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। তবে হসপিটালিটি বক্সে চেয়ার বসানোর কাজ এখনো বাকি রয়েছে। এই প্রসঙ্গে ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা বলেন, ‘ম্যাচের আগে কাজ সম্পন্ন না হওয়ার কিছু দেখছি না। সব কাজ শেষ পর্যায়ে আছে। তবে হসপিটালিটি বক্সে ৫৪০টি চেয়ার বসানো বাকি আছে। সেখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে। তারা চলে গেলে এই কাজ শেষ করতে মোটামুটি দুই সপ্তাহ লাগবে।’
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আশাবাদী, ঠিক সময়ে কাজ শেষ হবে, ‘কাজের যে গতি আশা করি, ঠিক সময়ে সব হয়ে যাবে।
হারারে থেকে চট্টগ্রাম—দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে প্রায় চার বছর। ২০২১ সালে হারারেতে সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এরপর ২৬ ইনিংসে পাননি সেঞ্চুরির দেখা। অবশেষে আজ সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদমান তুলে নিলেন
১৩ মিনিট আগেচেহারার মধ্যে তাঁর শিশুসুলভ সারল্য। বলা হচ্ছে বৈভব সূর্যবংশীর কথা। অথচ, সূর্যবংশীর ব্যাটিং দেখে কে বলবেন, তাঁর বয়স ১৪। চারের চেয়ে ছক্কা মারতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মনে হয় যেন তিনি ভিডিও গেমস খেলছেন।
৩১ মিনিট আগেযে জিতবে, তার হাতেই উঠবে ডিপিএল শিরোপা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই সমীকরণ নিয়েই খেলতে নেমেছে আবাহনী-মোহামেডান। আবাহনী নামছে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। চ্যাম্পিয়ন হতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ২৪১ রান করতে হবে আবাহনী।
১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদকে ভড়কে দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কাটল আর্সেনাল। আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনাল খেলবে পিএসজির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্সেনাল-পিএসজি। ডিপিএলে সুপার লিগে খেলছে আবাহনী-মোহামেডান। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের
২ ঘণ্টা আগে