Ajker Patrika

সিঙ্গাপুর জয় করে দেশে ফিরল বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২৩, ১৫: ৪৬
সিঙ্গাপুর জয় করে দেশে ফিরল বাংলাদেশের মেয়েরা

আনন্দ উদ্‌যাপন করার সময়টুকুও ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ মেয়েদের। রাস্তার পাশে দাঁড়িয়ে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে ভালোবাসা প্রকাশ করলেন, তাড়া থাকায় কেবল হাত নেড়ে জবাবটা দিয়ে ছুটতে হলো টিম হোটেলে। সেখানেও বিশ্রামের সুযোগ ছিল না। দ্রুত ছুটতে হলো বিমানবন্দরে, কারণ সেখানে অপেক্ষায় বাংলাদেশের বিমান। 

গতকাল রাতে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এমন একটা সাফল্যের পর সিঙ্গাপুরে থাকা প্রবাসীদের অভিনন্দন নিয়েই টিম হোটেলে ফেরে বাংলাদেশ দল। আজ ভোর ৩টায় রওনা হয়ে সকাল ৬.৩০ মিনিটে ইউএস বাংলার বিমানে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান নারী ফুটবলাররা। 

নারী ফুটবলারদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। মিষ্টিমুখ করিয়েছেন সবাইকে। তবে ছুটির দিন থাকায় বাফুফের অন্য কর্মকর্তারা এদিন আসেননি বিমানবন্দরে। সিঙ্গাপুর জয়ী মেয়েদের বোনাস দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত আগামীকাল বাফুফের কার্যনির্বাহী সভায় হতে পারে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ইমরান। 

বাছাইপর্বে বাংলাদেশ খেলেছে  ‘ডি’ গ্রুপে। তুর্কমিনিস্তান ও সিঙ্গাপুরের জালে বাংলাদেশ দুই ম্যাচে গোল দিয়েছে ৯টি। বাছাইয়ের দ্বিতীয় পর্ব হবে সেপ্টেম্বরে। আট দলের লড়াইয়ে চারের মধ্যে থাকতে পারলে ২০২৪ সালের মূল পর্বে খেলার সুযোগ পাবে গোলাম রব্বানী ছোটনের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত