ক্রীড়া ডেস্ক
এই না হলে এল ক্লাসিকো! বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচের স্কোরলাইন ৪-৩ বলেই শুধু নয়। উত্তেজনায় পরিপূর্ণ এল ক্লাসিকোতে রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজও পড়েছেন বিতর্কের মুখে।
এস্তাদিও অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে গত রাতে বিতর্কিত রেফারিংয়ের ঘটনা ঘটেছে ৮০ মিনিটের পরে। ৭৭ মিনিটে বদলি হিসেবে নামা বার্সেলোনা মিডফিল্ডার ফারমিন লোপেজ নামতে না নামতেই আক্রমণ শুরু করেন। লোপেজের পাস রিসিভ করে ফেরান তোরেস ভলিতে শট করতেই তাতে বাধা দেন রিয়াল ডিফেন্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। সেখানে চুয়ামেনি হ্যান্ডবল করেছেন কিনা, সেটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে দেখা হয়। ভিএআর দেখে এরপর পেনাল্টি দেওয়া হয়নি। উপরন্তু লোপেজকে দেখানো হয় হলুদ কার্ড। ম্যাচ শেষে রেফারিং নিয়ে গাভি বলেন, ‘অনেক বিতর্কিত মুহূর্ত আছে। তবে সেগুলো নিয়ে কিছু বলতে চাই না।’
২-০ গোলে পিছিয়ে থেকে ৪-৩ গোলে অবিশ্বাস্য ম্যাচ জিতল বার্সেলোনা। তাতে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক ভেস্তে গেল। বার্সেলোনার চার গোলের মধ্যে রাফিনিয়া করেছেন ২ গোল। একটি করে গোল করেন এরিক গার্সিয়া ও লামিনে ইয়ামাল। গাভির মতে জয়ের ধারা বজায় রাখতে বার্সার প্রাণপণ চেষ্টা করা উচিত। বার্সা মিডফিল্ডার বলেন, ‘যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে, আমরা জিতেছি। জয়ের ধারা বজায় রাখতে আমাদের আরও চেষ্টা করা উচিত।’
বার্সেলোনা অবশ্য গত রাতে ম্যাচটা ৫-৩ ব্যবধানে জিততে পারত। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে গোল করেন লোপেজ। তবে ভিএআরে দেখা যায়, গোল করার সময় বার্সা মিডফিল্ডারের হ্যান্ডবল হয়েছে। এল ক্লাসিকো ৪-৩ গোলে জিতে বার্সেলোনা লা লিগায় এক হাত দিয়েই রেখেছে বলা যায়। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে এবারের লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৭০ ও ৬৪। সবাই ৩৫টি করে ম্যাচ খেলেছে। হাতে থাকা তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।
মাঠে নামার আগেই অবশ্য ২০২৪-২৫ মৌসুমের লা লিগার শিরোপা জিততে পারে বার্সেলোনা। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ রিয়াল হারলে ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫ থাকবে। এরপর হাতে থাকা দুই ম্যাচ জিতলে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট হবে ৮১। যেখানে বার্সা এরই মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে বসে আছে। এবার চ্যাম্পিয়ন হলে লা লিগায় ২৮তম শিরোপা জিতবে বার্সা। সবশেষ লা লিগা ক্লাবটি জিতেছে ২০২২-২৩ মৌসুমে।
চলতি মৌসুমে চারটি এল ক্লাসিকোর প্রত্যেকটিতেই জিতেছে বার্সেলোনা। যার মধ্যে রয়েছে দুটি লা লিগা এবং একটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ম্যাচ। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ—মেজর দুটি শিরোপাই বার্সা এবার জিতেছে রিয়ালকে কাঁদিয়ে। এস্তাদিও অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে গত রাতে ৪-৩ গোলে হারের পর কার্লো আনচেলত্তির কাছে প্রশ্ন, এটাই কি তাঁর শেষ এল ক্লাসিকো কিনা। রিয়াল কোচ উত্তর দিলেন, ‘এটা মৌসুমের শেষ ক্লাসিকো। এখনো তিন ম্যাচ বাকি। আমাদের বাকি সব কয়টা ম্যাচে জিততে হবে।’
এই না হলে এল ক্লাসিকো! বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচের স্কোরলাইন ৪-৩ বলেই শুধু নয়। উত্তেজনায় পরিপূর্ণ এল ক্লাসিকোতে রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজও পড়েছেন বিতর্কের মুখে।
এস্তাদিও অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে গত রাতে বিতর্কিত রেফারিংয়ের ঘটনা ঘটেছে ৮০ মিনিটের পরে। ৭৭ মিনিটে বদলি হিসেবে নামা বার্সেলোনা মিডফিল্ডার ফারমিন লোপেজ নামতে না নামতেই আক্রমণ শুরু করেন। লোপেজের পাস রিসিভ করে ফেরান তোরেস ভলিতে শট করতেই তাতে বাধা দেন রিয়াল ডিফেন্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। সেখানে চুয়ামেনি হ্যান্ডবল করেছেন কিনা, সেটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে দেখা হয়। ভিএআর দেখে এরপর পেনাল্টি দেওয়া হয়নি। উপরন্তু লোপেজকে দেখানো হয় হলুদ কার্ড। ম্যাচ শেষে রেফারিং নিয়ে গাভি বলেন, ‘অনেক বিতর্কিত মুহূর্ত আছে। তবে সেগুলো নিয়ে কিছু বলতে চাই না।’
২-০ গোলে পিছিয়ে থেকে ৪-৩ গোলে অবিশ্বাস্য ম্যাচ জিতল বার্সেলোনা। তাতে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক ভেস্তে গেল। বার্সেলোনার চার গোলের মধ্যে রাফিনিয়া করেছেন ২ গোল। একটি করে গোল করেন এরিক গার্সিয়া ও লামিনে ইয়ামাল। গাভির মতে জয়ের ধারা বজায় রাখতে বার্সার প্রাণপণ চেষ্টা করা উচিত। বার্সা মিডফিল্ডার বলেন, ‘যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে, আমরা জিতেছি। জয়ের ধারা বজায় রাখতে আমাদের আরও চেষ্টা করা উচিত।’
বার্সেলোনা অবশ্য গত রাতে ম্যাচটা ৫-৩ ব্যবধানে জিততে পারত। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে গোল করেন লোপেজ। তবে ভিএআরে দেখা যায়, গোল করার সময় বার্সা মিডফিল্ডারের হ্যান্ডবল হয়েছে। এল ক্লাসিকো ৪-৩ গোলে জিতে বার্সেলোনা লা লিগায় এক হাত দিয়েই রেখেছে বলা যায়। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে এবারের লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৭০ ও ৬৪। সবাই ৩৫টি করে ম্যাচ খেলেছে। হাতে থাকা তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।
মাঠে নামার আগেই অবশ্য ২০২৪-২৫ মৌসুমের লা লিগার শিরোপা জিততে পারে বার্সেলোনা। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ রিয়াল হারলে ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫ থাকবে। এরপর হাতে থাকা দুই ম্যাচ জিতলে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট হবে ৮১। যেখানে বার্সা এরই মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে বসে আছে। এবার চ্যাম্পিয়ন হলে লা লিগায় ২৮তম শিরোপা জিতবে বার্সা। সবশেষ লা লিগা ক্লাবটি জিতেছে ২০২২-২৩ মৌসুমে।
চলতি মৌসুমে চারটি এল ক্লাসিকোর প্রত্যেকটিতেই জিতেছে বার্সেলোনা। যার মধ্যে রয়েছে দুটি লা লিগা এবং একটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ম্যাচ। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ—মেজর দুটি শিরোপাই বার্সা এবার জিতেছে রিয়ালকে কাঁদিয়ে। এস্তাদিও অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে গত রাতে ৪-৩ গোলে হারের পর কার্লো আনচেলত্তির কাছে প্রশ্ন, এটাই কি তাঁর শেষ এল ক্লাসিকো কিনা। রিয়াল কোচ উত্তর দিলেন, ‘এটা মৌসুমের শেষ ক্লাসিকো। এখনো তিন ম্যাচ বাকি। আমাদের বাকি সব কয়টা ম্যাচে জিততে হবে।’
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল রোমাঞ্চকর জয় পেয়েছিল বাংলাদেশ। বোলিং ভেলকিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছিল বাংলাদেশ। ২৪ ঘণ্টা ব্যবধানে বাংলাদেশের ছেলেদের ইমার্জিং ক্রিকেট দল আজ হারাল দক্ষিণ আফ্রিকাকে।
১ ঘণ্টা আগেদাবা খেলাকে জুয়ার উৎস হিসেবে বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, এক ক্রীড়া কর্মকর্তার বরাতে দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।
১ ঘণ্টা আগেভুটানে মেয়েদের লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। উদ্বোধনী ম্যাচে থিম্পু সিটির হয়ে গোলের দেখা পান মারিয়া মান্দা। এ ছাড়া তিনটি অ্যাসিস্ট করেন শামসুন্নাহার সিনিয়র। আজ ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন কৃষ্ণা রানি সরকার। গোল পেয়েছেন মাসুরা পারভীনও।
২ ঘণ্টা আগেশিরোপাশূন্য মৌসুম কাটানোর পথে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির সঙ্গে লস ব্লাঙ্কোসদের অধ্যায়ও শেষ হচ্ছে জুনে—কদিন ধরে এটাই হচ্ছিল আলোচনা। ইতালিয়ান কোচের পর রিয়ালের হাল ধরবেন কে? এ দৌড়ে একজনের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল—জাভি আলোনসো।
২ ঘণ্টা আগে