নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মূল দলের র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য আকাশ-পাতাল। ১৯২ র্যাঙ্কিংয়ের বাংলাদেশের চেয়ে ১০৭ এগিয়ে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। সুযোগ-সুবিধা আর অবকাঠামোর যেখানে কোনো তুলনাই চলে না।
তবে বয়সভিত্তিক ফুটবলে র্যাঙ্কিং যে বড় কোনো পার্থক্য গড়ে না, সেটা প্রমাণ করে দিলেন বাংলাদেশের যুবারা। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে বাহরাইনকে গতকাল রাতে তাদের মাঠেই গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে জয়ের সমান এক ড্র পেয়েছে লাল-সবুজের অনূর্ধ্ব-২০ দল।
ছয় গ্রুপ থেকে গ্রুপ-সেরা হয়ে একটি দল সরাসরি খেলবে মূল পর্বে। সেরা পাঁচ রানার্সআপও পাবে মূল পর্বে খেলার টিকিট। র্যাঙ্কিংয়ের বিচারে কাতারের পর বাছাইপর্বের ‘বি’ দ্বিতীয় সেরা দল বাহরাইন, তলানিতে বাংলাদেশ। তবে কিছুদিন আগেই সাফের রানার্সআপ হওয়ার আত্মবিশ্বাসে বাহরাইনকে রুখে দিয়ে তানভীর হোসেনরা জানান দিয়ে রাখলেন, মূল পর্বে খেলার সুযোগ আছে তাঁদেরও।
আরাদের শেখ আল খলিফা স্টেডিয়ামে ম্যাচের স্বাগতিক হলেও দর্শক সমর্থনে বাহরাইনের থেকে এগিয়ে ছিলেন বাংলাদেশের ফুটবলাররাই। তানভীর-পিয়াস আহমেদদের সমর্থন জোগাতে প্রবাসী বাংলাদেশিরা গ্যালারিতে তুললেন ‘বাংলাদেশ, বাংলাদেশ’ রব। নিজেদের দর্শকদের সমর্থনে শুরুর দিকে বেশ গোছানো ফুটবল খেলেছেন বাংলাদেশের যুবারা। গতি ছিল আক্রমণেও।
এরপর সময় যত গড়িয়েছে, ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে স্বাগতিক বাহরাইন। তবে খেলার ফলকে বাহরাইনের হতে দেননি বাংলাদেশ গোলরক্ষক শান্ত কুমার রায়। পোস্টের নিচে বাহরাইনকে একাই হতাশ করেছেন বাংলাদেশ গোলরক্ষক। মানবদেয়াল হয়ে ঠেকিয়ে দিয়েছেন স্বাগতিকদের নিশ্চিত ৪টি গোলের সুযোগ। গোলরক্ষকের দৃঢ়তায় বাংলাদেশ পেয়েছে মূল্যবান ১ পয়েন্ট। ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ ফুটবলারদের উচ্ছ্বাসই বুঝিয়ে দিয়েছে, এই পয়েন্ট কতটা দামি তাঁদের জন্য।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল, অর্থাৎ সোমবার ভুটানের বিপক্ষে বাংলাদেশ। একই গ্রুপে বাংলাদেশের মুখোমুখি হওয়ার অপেক্ষায় নেপাল ও কাতারের যুবারা।
মূল দলের র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য আকাশ-পাতাল। ১৯২ র্যাঙ্কিংয়ের বাংলাদেশের চেয়ে ১০৭ এগিয়ে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। সুযোগ-সুবিধা আর অবকাঠামোর যেখানে কোনো তুলনাই চলে না।
তবে বয়সভিত্তিক ফুটবলে র্যাঙ্কিং যে বড় কোনো পার্থক্য গড়ে না, সেটা প্রমাণ করে দিলেন বাংলাদেশের যুবারা। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে বাহরাইনকে গতকাল রাতে তাদের মাঠেই গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে জয়ের সমান এক ড্র পেয়েছে লাল-সবুজের অনূর্ধ্ব-২০ দল।
ছয় গ্রুপ থেকে গ্রুপ-সেরা হয়ে একটি দল সরাসরি খেলবে মূল পর্বে। সেরা পাঁচ রানার্সআপও পাবে মূল পর্বে খেলার টিকিট। র্যাঙ্কিংয়ের বিচারে কাতারের পর বাছাইপর্বের ‘বি’ দ্বিতীয় সেরা দল বাহরাইন, তলানিতে বাংলাদেশ। তবে কিছুদিন আগেই সাফের রানার্সআপ হওয়ার আত্মবিশ্বাসে বাহরাইনকে রুখে দিয়ে তানভীর হোসেনরা জানান দিয়ে রাখলেন, মূল পর্বে খেলার সুযোগ আছে তাঁদেরও।
আরাদের শেখ আল খলিফা স্টেডিয়ামে ম্যাচের স্বাগতিক হলেও দর্শক সমর্থনে বাহরাইনের থেকে এগিয়ে ছিলেন বাংলাদেশের ফুটবলাররাই। তানভীর-পিয়াস আহমেদদের সমর্থন জোগাতে প্রবাসী বাংলাদেশিরা গ্যালারিতে তুললেন ‘বাংলাদেশ, বাংলাদেশ’ রব। নিজেদের দর্শকদের সমর্থনে শুরুর দিকে বেশ গোছানো ফুটবল খেলেছেন বাংলাদেশের যুবারা। গতি ছিল আক্রমণেও।
এরপর সময় যত গড়িয়েছে, ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে স্বাগতিক বাহরাইন। তবে খেলার ফলকে বাহরাইনের হতে দেননি বাংলাদেশ গোলরক্ষক শান্ত কুমার রায়। পোস্টের নিচে বাহরাইনকে একাই হতাশ করেছেন বাংলাদেশ গোলরক্ষক। মানবদেয়াল হয়ে ঠেকিয়ে দিয়েছেন স্বাগতিকদের নিশ্চিত ৪টি গোলের সুযোগ। গোলরক্ষকের দৃঢ়তায় বাংলাদেশ পেয়েছে মূল্যবান ১ পয়েন্ট। ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ ফুটবলারদের উচ্ছ্বাসই বুঝিয়ে দিয়েছে, এই পয়েন্ট কতটা দামি তাঁদের জন্য।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল, অর্থাৎ সোমবার ভুটানের বিপক্ষে বাংলাদেশ। একই গ্রুপে বাংলাদেশের মুখোমুখি হওয়ার অপেক্ষায় নেপাল ও কাতারের যুবারা।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেছে জাতীয় দল। ম্যাচটা ছিল নেহাতই ঝালিয়ে নেওয়ার। তবে ক্রিকেটাররা খেলেছেন যথেষ্ট সিরিয়াস মুডে।
৮ ঘণ্টা আগেফ্ল্যাশিং মিডোয় এবারই লাকোস্ত জ্যাকেটে প্রথম দেখা গেল নোভাক জোকোভিচকে। রাফায়েল নাদালের অনুকরণে হাতাকাটা পোশাক পরেছেন জ্যাক ড্র্যাপার। লাকোস্ত জ্যাকেট নিয়ে যতটা না সার্বিয়ান জোকোভিচ কিংবা হাতাকাটা পোশাক পরে ব্রিটিশ ড্র্যাপার আলোচিত, তার চেয়ে নিজের নতুন লুক নিয়ে অনেক বেশি আলোচিত কার্লোস আলকারাস।
১০ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। হাতে আছে ৬ মাস। প্রস্তুতি নিতে পরিকল্পনাও গুছিয়ে ফেলেছে বাফুফে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান কাপের প্রস্তুতি। আজ বাফুফে ভবনে এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১১ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে আজ ভারতে পা রেখেছে বাংলাদেশ হকি দল। কলকাতা থেকে রাতে টুর্নামেন্টের মূল ভেন্যু বিহারের রাজগীরে পৌঁছানোর কথা তাদের।
১৪ ঘণ্টা আগে