
পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে গতকাল বিদায় নেওয়ার হতাশাই এখনো কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এমন খারাপ সময়ই আবার বড় দুঃসংবাদ পেল কাতালান ক্লাবটি। আগামী বছর হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা হয়নি তাদের।
এতে লাভ হয়েছে আতলেতিকো মাদ্রিদের। যদিও গতকাল চ্যাম্পিয়নস লিগের শেষ আটের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে তারাও হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আগামী ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে টিকিট পেয়েছে কোচ ডিয়েগো সিমিওনের দল।
প্রথমবারের মতো আগামী বছর যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ইউরোপ থেকে সুযোগ পাবে ১২টি দল। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ৬ টি,৪টি করে দল সুযোগ পাবে আফ্রিকা, এশিয়া এবং উত্তর-মধ্য আমেরিকা মহাদেশ থেকে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের এবং অন্যটি স্বাগতিক দেশের।
টুর্নামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেদিক থেকেই চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ এবং চেলসির টিকিট নিশ্চিত হয়েছে। এদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পাওয়া দলের তালিকা আজ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা। সুযোগ পাওয়া বাকি দলগুলো হচ্ছে—বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড, আতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, পোর্তো এবং ওশেনিয়া মহাদেশ থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসি। আগামী ১ জুন এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লন্ডনে যে দল জিতবে তারাও সুযোগ পাবে ফিফা ক্লাব বিশ্বকাপে।
প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে গতকাল রাতে শেষ আটের দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা। নিজেদের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলতে নেমে পিএসজির কাছে ৪-১ ব্যবধানের হার দেখেছে কাতালান ক্লাব। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে পিএসজি। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়া আতলেতিকো মাদ্রিদও হার দেখেছে দ্বিতীয় লেগে। সিগন্যাল ইদুনা পার্কে গতকাল ডর্টমুন্ডের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে কোচ ডিয়েগো সিমিওনের দল। দুই লেগ মিলিয়ে আতলেতিকো মাদ্রিদকে ৫-৪ গোলে হারিয়ে ১১ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাব।

পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে গতকাল বিদায় নেওয়ার হতাশাই এখনো কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এমন খারাপ সময়ই আবার বড় দুঃসংবাদ পেল কাতালান ক্লাবটি। আগামী বছর হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা হয়নি তাদের।
এতে লাভ হয়েছে আতলেতিকো মাদ্রিদের। যদিও গতকাল চ্যাম্পিয়নস লিগের শেষ আটের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে তারাও হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আগামী ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে টিকিট পেয়েছে কোচ ডিয়েগো সিমিওনের দল।
প্রথমবারের মতো আগামী বছর যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ইউরোপ থেকে সুযোগ পাবে ১২টি দল। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ৬ টি,৪টি করে দল সুযোগ পাবে আফ্রিকা, এশিয়া এবং উত্তর-মধ্য আমেরিকা মহাদেশ থেকে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের এবং অন্যটি স্বাগতিক দেশের।
টুর্নামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেদিক থেকেই চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ এবং চেলসির টিকিট নিশ্চিত হয়েছে। এদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পাওয়া দলের তালিকা আজ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা। সুযোগ পাওয়া বাকি দলগুলো হচ্ছে—বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড, আতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, পোর্তো এবং ওশেনিয়া মহাদেশ থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসি। আগামী ১ জুন এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লন্ডনে যে দল জিতবে তারাও সুযোগ পাবে ফিফা ক্লাব বিশ্বকাপে।
প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে গতকাল রাতে শেষ আটের দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা। নিজেদের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলতে নেমে পিএসজির কাছে ৪-১ ব্যবধানের হার দেখেছে কাতালান ক্লাব। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে পিএসজি। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়া আতলেতিকো মাদ্রিদও হার দেখেছে দ্বিতীয় লেগে। সিগন্যাল ইদুনা পার্কে গতকাল ডর্টমুন্ডের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে কোচ ডিয়েগো সিমিওনের দল। দুই লেগ মিলিয়ে আতলেতিকো মাদ্রিদকে ৫-৪ গোলে হারিয়ে ১১ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাব।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১১ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
১২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
১২ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১৩ ঘণ্টা আগে