সর্বশেষ মৌসুমে বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন লামিনে ইয়ামাল। কৈশোর না পেরোনো ইয়ামাল ১৫ বছর ২৯০ দিন বয়সে রিয়াল বেতিসের বিপক্ষে কাতালান ক্লাবের হয়ে খেলতে নামে।
গতকাল কাদিজের বিপক্ষে খেলতে নেমে আরেকটি রেকর্ড গড়েছেন ইয়ামাল। এটিও সর্বকনিষ্ঠের। লা লিগায় একুশ শতকে একাদশে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড। ১৬ বছর ৩৮ দিন বয়সে রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ক্যামেরুন ফরোয়ার্ড ফ্যাব্রিস ওলিঙ্গার। ১৬ বছর ১১২ দিন বয়সে মালাগার হয়ে রেকর্ডটি গড়েছিলেন ২০১২ সালে।
রেকর্ডের দিনকে স্মরণীয় করে রাখতে পারতেন ইয়ামাল। কাদিজের গোলরক্ষক জেরেমিয়াস লেডেসমার দৃঢ়তায় তা করতে না পারলেও সতীর্থরা তাঁকে ২–০ গোলের জয় উপহার দিয়েছেন। ২৯ মিনিটে তাঁর নেওয়া শটকে জালে জড়াতে দেননি লেডেসমা। তবে ৮৫ মিনিটে বদল হওয়ার আগে দুর্দান্ত খেলেছেন তিনি। ইয়ামালকে পারলেও শেষ দিকে পেদ্রি ও ফেরান তোরেসকে রুখতে পারেননি কাদিজের গোলরক্ষক।
ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার পথে, ঠিক তখনই দলকে আনন্দের উপলক্ষ এনে দেন পেদ্রি। ৮২ মিনিটে ইলকায় গুন্দোয়ানের পাস থেকে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার। আর যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন বদলি নামা ফেরান তোরেস। বার্সার ব্যবধানটা আরেক গোলের হতে পারত। যদি ৮৯ মিনিটে বদলি নামা আনসু ফাতির গোলটি অফসাইডে বাতিল না হতো।
ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে খেলতে নেমে জয় পেয়েছে বার্সা। ক্যাম্প ন্যুয়ে অবশ্য নয়। ক্যাম্প ন্যুয়ে সংস্কারকাজ চলায় অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়াম এখন হোম ভেন্যু লা লিগার চ্যাম্পিয়নদের।
সর্বশেষ মৌসুমে বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন লামিনে ইয়ামাল। কৈশোর না পেরোনো ইয়ামাল ১৫ বছর ২৯০ দিন বয়সে রিয়াল বেতিসের বিপক্ষে কাতালান ক্লাবের হয়ে খেলতে নামে।
গতকাল কাদিজের বিপক্ষে খেলতে নেমে আরেকটি রেকর্ড গড়েছেন ইয়ামাল। এটিও সর্বকনিষ্ঠের। লা লিগায় একুশ শতকে একাদশে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড। ১৬ বছর ৩৮ দিন বয়সে রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ক্যামেরুন ফরোয়ার্ড ফ্যাব্রিস ওলিঙ্গার। ১৬ বছর ১১২ দিন বয়সে মালাগার হয়ে রেকর্ডটি গড়েছিলেন ২০১২ সালে।
রেকর্ডের দিনকে স্মরণীয় করে রাখতে পারতেন ইয়ামাল। কাদিজের গোলরক্ষক জেরেমিয়াস লেডেসমার দৃঢ়তায় তা করতে না পারলেও সতীর্থরা তাঁকে ২–০ গোলের জয় উপহার দিয়েছেন। ২৯ মিনিটে তাঁর নেওয়া শটকে জালে জড়াতে দেননি লেডেসমা। তবে ৮৫ মিনিটে বদল হওয়ার আগে দুর্দান্ত খেলেছেন তিনি। ইয়ামালকে পারলেও শেষ দিকে পেদ্রি ও ফেরান তোরেসকে রুখতে পারেননি কাদিজের গোলরক্ষক।
ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার পথে, ঠিক তখনই দলকে আনন্দের উপলক্ষ এনে দেন পেদ্রি। ৮২ মিনিটে ইলকায় গুন্দোয়ানের পাস থেকে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার। আর যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন বদলি নামা ফেরান তোরেস। বার্সার ব্যবধানটা আরেক গোলের হতে পারত। যদি ৮৯ মিনিটে বদলি নামা আনসু ফাতির গোলটি অফসাইডে বাতিল না হতো।
ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে খেলতে নেমে জয় পেয়েছে বার্সা। ক্যাম্প ন্যুয়ে অবশ্য নয়। ক্যাম্প ন্যুয়ে সংস্কারকাজ চলায় অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়াম এখন হোম ভেন্যু লা লিগার চ্যাম্পিয়নদের।
নেপাল সফর সামনে রেখে চলছে জাতীয় দলের ক্যাম্প। কোচ হাভিয়ের কাবরেরা অনুশীলন করাচ্ছেন বসুন্ধরা কিংসের ফুটবলারদের ছাড়াই। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়েরা খেলে থাকেন বসুন্ধরায়।
১৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তিন বছর পর ফিরেও কিছু করতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিং সব বিভাগেই তিনি নিয়মিত ব্যর্থ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ব্যর্থ হলেও এবার জিতেছে তাঁর দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।
১ ঘণ্টা আগেখেলা মাঠে গড়াতে এখনো এক মাস বাকি। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় লিগের টি-টোয়েন্টি পর্ব আর অক্টোবরের মাঝামাঝি মাঠে গড়াবে চার দিনের আসর। তিন ভেন্যুতে হতে যাওয়া ২০ ওভারের প্রতিযোগিতার প্রস্তুতি চলছে।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর বাংলাদেশ ‘এ’ দল চার দিনের একটি ম্যাচ খেলবে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০২৬ সালে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর সামনে রেখে নির্বাচকদের পরিকল্পনা হলো, চার দিনের ম্যাচে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে সুযোগ দেওয়া।
১ ঘণ্টা আগে