যুক্তরাষ্ট্রের মাঠে ‘এল ক্লাসিকো’তে জেতা যেন দারুণ এক অভ্যাসে পরিণত করেছে বার্সেলোনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে সংখ্যাটা ‘চারে চার’ করল বার্সা।
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচটা ছিল নতুন মৌসুম শুরুর আগে ক্লাব ফুটবলের প্রীতি ম্যাচ। ম্যাচে লড়াইটা হয়েছে সমানে সমানে। ৫১ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল মাদ্রিদ। বার্সার লক্ষ্য বরাবর ৩ শট নেয় লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ৪৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৬ শট। মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ জিতে যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকোর চার ম্যাচের চারটিতেই জিতল বার্সা।
তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে গত রাতে একাদশ সাজিয়েছে রিয়াল। থিবো কোর্তোয়া, লুকা মদরিচ, এদের মিলিতাওদের মতো অভিজ্ঞরা ছিলেন। তরুণদের মধ্যে ছিলেন আর্দা গুলার এবং এনদ্রিক। বার্সার অভিজ্ঞদের মধ্যে ছিলেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন, আন্দ্রেস ক্রিস্টিয়েনসেন ও রবার্ট লেভানডফস্কি।
ম্যাচের প্রথম থেকেই রিয়ালের রক্ষণভাগ কাঁপানো শুরু করে বার্সেলোনা। ৭ মিনিটে এগিয়ে যেতে পারত বার্সা। পাবলো তোরের ক্রস থেকে হেড দেন পাউ ভিক্টর। তবে ভিক্টরের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। গোল না পেলেও লাগাতার চাপ তৈরি করতে থাকে বার্সা। ৪২ মিনিটে ম্যাচে গোলমুখ খোলেন বার্সা ফরোয়ার্ড ভিক্টর। অ্যালেক্স ভ্যালের ক্রসে বল পেয়ে বক্সে শট নেন লেভানডফস্কি। লেভার অ্যাসিস্ট থেকে হেডে এবার ঠিকই বল জালে জড়াতে পেরেছেন ভিক্টর।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করার পর বার্সেলোনা দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে। ৫৪ মিনিটে ভ্যালের অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিক্টর। ৮২ মিনিটে এসে গোলের দেখা পায় রিয়াল। আর্দা গুলারের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন নিকো পাজ। কার্লো আনচেলত্তির শিষ্যরা পরবর্তীতে আর সমতায় ফিরতে পারেননি।
যুক্তরাষ্ট্রের মাঠে প্রথম এল ক্লাসিকো হয়েছিল ২০১৭ সালে। মায়ামিতে সেই ম্যাচে বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে। পাঁচ বছর পর লাস ভেগাসে ২০২২ সালে বার্সা জেতে ১-০ গোলে। ডালাসে গত বছর রিয়াল রীতিমতো উড়ে গিয়েছিল বার্সার কাছে। বার্সা পেয়েছিল ৩-০ গোলের জয়।
যুক্তরাষ্ট্রের মাঠে ‘এল ক্লাসিকো’তে জেতা যেন দারুণ এক অভ্যাসে পরিণত করেছে বার্সেলোনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে সংখ্যাটা ‘চারে চার’ করল বার্সা।
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচটা ছিল নতুন মৌসুম শুরুর আগে ক্লাব ফুটবলের প্রীতি ম্যাচ। ম্যাচে লড়াইটা হয়েছে সমানে সমানে। ৫১ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল মাদ্রিদ। বার্সার লক্ষ্য বরাবর ৩ শট নেয় লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ৪৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৬ শট। মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ জিতে যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকোর চার ম্যাচের চারটিতেই জিতল বার্সা।
তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে গত রাতে একাদশ সাজিয়েছে রিয়াল। থিবো কোর্তোয়া, লুকা মদরিচ, এদের মিলিতাওদের মতো অভিজ্ঞরা ছিলেন। তরুণদের মধ্যে ছিলেন আর্দা গুলার এবং এনদ্রিক। বার্সার অভিজ্ঞদের মধ্যে ছিলেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন, আন্দ্রেস ক্রিস্টিয়েনসেন ও রবার্ট লেভানডফস্কি।
ম্যাচের প্রথম থেকেই রিয়ালের রক্ষণভাগ কাঁপানো শুরু করে বার্সেলোনা। ৭ মিনিটে এগিয়ে যেতে পারত বার্সা। পাবলো তোরের ক্রস থেকে হেড দেন পাউ ভিক্টর। তবে ভিক্টরের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। গোল না পেলেও লাগাতার চাপ তৈরি করতে থাকে বার্সা। ৪২ মিনিটে ম্যাচে গোলমুখ খোলেন বার্সা ফরোয়ার্ড ভিক্টর। অ্যালেক্স ভ্যালের ক্রসে বল পেয়ে বক্সে শট নেন লেভানডফস্কি। লেভার অ্যাসিস্ট থেকে হেডে এবার ঠিকই বল জালে জড়াতে পেরেছেন ভিক্টর।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করার পর বার্সেলোনা দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে। ৫৪ মিনিটে ভ্যালের অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিক্টর। ৮২ মিনিটে এসে গোলের দেখা পায় রিয়াল। আর্দা গুলারের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন নিকো পাজ। কার্লো আনচেলত্তির শিষ্যরা পরবর্তীতে আর সমতায় ফিরতে পারেননি।
যুক্তরাষ্ট্রের মাঠে প্রথম এল ক্লাসিকো হয়েছিল ২০১৭ সালে। মায়ামিতে সেই ম্যাচে বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে। পাঁচ বছর পর লাস ভেগাসে ২০২২ সালে বার্সা জেতে ১-০ গোলে। ডালাসে গত বছর রিয়াল রীতিমতো উড়ে গিয়েছিল বার্সার কাছে। বার্সা পেয়েছিল ৩-০ গোলের জয়।
তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
৪০ মিনিট আগেখেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
৩ ঘণ্টা আগেলাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগস্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবশ্যার চাঁদ’-এর মতো।
৫ ঘণ্টা আগে