Ajker Patrika

ড্রেসিংরুমের ঝগড়া নেইমারের কাছে প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৫০
ড্রেসিংরুমের ঝগড়া নেইমারের কাছে প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো

দল হারলে ড্রেসিংরুম, ডাগআউটে কথা-কাটাকাটি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ড্রেসিংরুমে কদিন আগে তেমনই এক কথা-কাটাকাটি হয়েছিল। নেইমারের কাছে এসব ঘটনা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো।

গত শনিবার লুইজ টু স্টেডিয়ামে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও মোনাকো। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে—এ দুই তারকা ফুটবলার ছাড়া খেলেছিল পিএসজি। মোনাকের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছিল প্যারিসিয়ানরা। ম্যাচ শেষে পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইজ ক্যাম্পোসের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়েছিলেন নেইমার ও মার্কিনিওস। 

এমন ঘটনাকে প্রেমিক-প্রেমিকার সম্পর্কের সঙ্গে তুলনা করেছেন নেইমার, যেখানে অনেক সময় কথা-কাটাকাটি হলেও পরক্ষণেই সব ঠিক হয়ে যায়। সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার বলেন, ‘একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। সে ব্যাপারে আমরা একমত ছিলাম না। এটা ফুটবলেরই অংশ। প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটে। আমি এই ব্যাপারগুলো পছন্দ করি। এটা অনেকটা প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো। ফুটবলে শুধু ভালোবাসা আর বন্ধুত্বই থাকে না। এখানে কিছু বিষয় নিয়ে মতের অমিল থাকবে, সে বিষয় নিয়ে আলোচনা হবে। ফুটবলারদের উন্নতির স্বার্থে মাঝেমধ্যে এর প্রয়োজন হয়।’ 

গণমাধ্যমে ড্রেসিংরুম নিয়ে গুঞ্জনই বেশি শোনা যায় বলে দাবি করেছেন নেইমার। পিএসজির এই ফরোয়ার্ড বলেন, ‘মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যায়। আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। এ ঘটনা সংবাদমাধ্যমে আসা ঠিক নয়, এটা নিজেদের মধ্যেই থাকা উচিত ছিল। আমাদের একসঙ্গে এগোতে হবে। এ ধরনের সংবাদ ড্রেসিংরুমের বাইরে গেলে আমরা রেগে যাই। আমি নিশ্চিত করে বলতে পারি, ড্রেসিংরুমের যেসব খবর সংবাদমাধ্যমে আসে, সেগুলোর বেশিরভাগই মিথ্যা। খুব অল্প ঘটনাই সত্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত