ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে সময়টা কাটছে স্বপ্নের মতো। গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন। চলতি বছর পেশাদার ফুটবলে গোলের ফিফটি পূরণ করেছেন। তবে রোনালদো যে এতেই তৃপ্ত নন। গোলের সংখ্যা আরও বাড়িয়ে নিতে চান পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
আল শাবাব ক্লাব স্টেডিয়ামে গত রাতে কিং কাপের কোয়ার্টারে মুখোমুখি হয় আল নাসর ও আল শাবাব। ম্যাচের স্কোরলাইনই বলে দিচ্ছে ম্যাচে কতটা দাপট দেখিয়ে খেলে আল নাসর। আল শাবাবকে ৫-২ গোলে উড়িয়ে কিং কাপের সেমিতে পৌঁছে গেছে আল নাসর। ১৭ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আল নাসর মিডফিল্ডার সেকো ফোফানা। এরপর ২৮ মিনিট ও অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আল নাসরের ব্যবধান বাড়িয়ে দেন সাদিও মানে ও আবদুল রহমান ঘারিব। ৭৪ মিনিটে ওতাভিওর পাস থেকে দলের চতুর্থ গোল করেন রোনালদো। তাতে এ বছর পেশাদার ফুটবলে রোনালদো করেন ৫০তম গোল।
গোলের ফিফটি পূরণ করেও যে রোনালদোর গোলক্ষুধা মিটছে না। তিনি চান আরও গোল। তাঁর সেই সুযোগ রয়েছে। এ বছর সৌদি প্রো লিগে কমপক্ষে আরও তিন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘দুর্দান্ত জয় ও ২০২৩ সালে নিজের ৫০তম গোল করতে পেরে বেশ রোমাঞ্চিত। সতীর্থ, ভক্ত-সমর্থক, পরিবারের অকুণ্ঠ সমর্থনের জন্য তা সম্ভব হয়েছে। এই বছর আরও গোলের সুযোগ রয়েছে।’
এ বছরের শুরু থেকে আল নাসরে খেলছেন রোনালদো। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচে করেছেন ৩৪ গোল ও ১২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে ১৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে সময়টা কাটছে স্বপ্নের মতো। গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন। চলতি বছর পেশাদার ফুটবলে গোলের ফিফটি পূরণ করেছেন। তবে রোনালদো যে এতেই তৃপ্ত নন। গোলের সংখ্যা আরও বাড়িয়ে নিতে চান পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
আল শাবাব ক্লাব স্টেডিয়ামে গত রাতে কিং কাপের কোয়ার্টারে মুখোমুখি হয় আল নাসর ও আল শাবাব। ম্যাচের স্কোরলাইনই বলে দিচ্ছে ম্যাচে কতটা দাপট দেখিয়ে খেলে আল নাসর। আল শাবাবকে ৫-২ গোলে উড়িয়ে কিং কাপের সেমিতে পৌঁছে গেছে আল নাসর। ১৭ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আল নাসর মিডফিল্ডার সেকো ফোফানা। এরপর ২৮ মিনিট ও অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আল নাসরের ব্যবধান বাড়িয়ে দেন সাদিও মানে ও আবদুল রহমান ঘারিব। ৭৪ মিনিটে ওতাভিওর পাস থেকে দলের চতুর্থ গোল করেন রোনালদো। তাতে এ বছর পেশাদার ফুটবলে রোনালদো করেন ৫০তম গোল।
গোলের ফিফটি পূরণ করেও যে রোনালদোর গোলক্ষুধা মিটছে না। তিনি চান আরও গোল। তাঁর সেই সুযোগ রয়েছে। এ বছর সৌদি প্রো লিগে কমপক্ষে আরও তিন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘দুর্দান্ত জয় ও ২০২৩ সালে নিজের ৫০তম গোল করতে পেরে বেশ রোমাঞ্চিত। সতীর্থ, ভক্ত-সমর্থক, পরিবারের অকুণ্ঠ সমর্থনের জন্য তা সম্ভব হয়েছে। এই বছর আরও গোলের সুযোগ রয়েছে।’
এ বছরের শুরু থেকে আল নাসরে খেলছেন রোনালদো। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচে করেছেন ৩৪ গোল ও ১২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে ১৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে