ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে সময়টা কাটছে স্বপ্নের মতো। গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন। চলতি বছর পেশাদার ফুটবলে গোলের ফিফটি পূরণ করেছেন। তবে রোনালদো যে এতেই তৃপ্ত নন। গোলের সংখ্যা আরও বাড়িয়ে নিতে চান পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
আল শাবাব ক্লাব স্টেডিয়ামে গত রাতে কিং কাপের কোয়ার্টারে মুখোমুখি হয় আল নাসর ও আল শাবাব। ম্যাচের স্কোরলাইনই বলে দিচ্ছে ম্যাচে কতটা দাপট দেখিয়ে খেলে আল নাসর। আল শাবাবকে ৫-২ গোলে উড়িয়ে কিং কাপের সেমিতে পৌঁছে গেছে আল নাসর। ১৭ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আল নাসর মিডফিল্ডার সেকো ফোফানা। এরপর ২৮ মিনিট ও অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আল নাসরের ব্যবধান বাড়িয়ে দেন সাদিও মানে ও আবদুল রহমান ঘারিব। ৭৪ মিনিটে ওতাভিওর পাস থেকে দলের চতুর্থ গোল করেন রোনালদো। তাতে এ বছর পেশাদার ফুটবলে রোনালদো করেন ৫০তম গোল।
গোলের ফিফটি পূরণ করেও যে রোনালদোর গোলক্ষুধা মিটছে না। তিনি চান আরও গোল। তাঁর সেই সুযোগ রয়েছে। এ বছর সৌদি প্রো লিগে কমপক্ষে আরও তিন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘দুর্দান্ত জয় ও ২০২৩ সালে নিজের ৫০তম গোল করতে পেরে বেশ রোমাঞ্চিত। সতীর্থ, ভক্ত-সমর্থক, পরিবারের অকুণ্ঠ সমর্থনের জন্য তা সম্ভব হয়েছে। এই বছর আরও গোলের সুযোগ রয়েছে।’
এ বছরের শুরু থেকে আল নাসরে খেলছেন রোনালদো। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচে করেছেন ৩৪ গোল ও ১২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে ১৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে সময়টা কাটছে স্বপ্নের মতো। গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন। চলতি বছর পেশাদার ফুটবলে গোলের ফিফটি পূরণ করেছেন। তবে রোনালদো যে এতেই তৃপ্ত নন। গোলের সংখ্যা আরও বাড়িয়ে নিতে চান পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
আল শাবাব ক্লাব স্টেডিয়ামে গত রাতে কিং কাপের কোয়ার্টারে মুখোমুখি হয় আল নাসর ও আল শাবাব। ম্যাচের স্কোরলাইনই বলে দিচ্ছে ম্যাচে কতটা দাপট দেখিয়ে খেলে আল নাসর। আল শাবাবকে ৫-২ গোলে উড়িয়ে কিং কাপের সেমিতে পৌঁছে গেছে আল নাসর। ১৭ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন আল নাসর মিডফিল্ডার সেকো ফোফানা। এরপর ২৮ মিনিট ও অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আল নাসরের ব্যবধান বাড়িয়ে দেন সাদিও মানে ও আবদুল রহমান ঘারিব। ৭৪ মিনিটে ওতাভিওর পাস থেকে দলের চতুর্থ গোল করেন রোনালদো। তাতে এ বছর পেশাদার ফুটবলে রোনালদো করেন ৫০তম গোল।
গোলের ফিফটি পূরণ করেও যে রোনালদোর গোলক্ষুধা মিটছে না। তিনি চান আরও গোল। তাঁর সেই সুযোগ রয়েছে। এ বছর সৌদি প্রো লিগে কমপক্ষে আরও তিন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘দুর্দান্ত জয় ও ২০২৩ সালে নিজের ৫০তম গোল করতে পেরে বেশ রোমাঞ্চিত। সতীর্থ, ভক্ত-সমর্থক, পরিবারের অকুণ্ঠ সমর্থনের জন্য তা সম্ভব হয়েছে। এই বছর আরও গোলের সুযোগ রয়েছে।’
এ বছরের শুরু থেকে আল নাসরে খেলছেন রোনালদো। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচে করেছেন ৩৪ গোল ও ১২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে ১৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১০ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে