বুন্দেসলিগায় একক আধিপত্য বায়ার্ন মিউনিখের। তবে সর্বশেষ মৌসুমে লিগ জিততে তাদের নাভিশ্বাস উঠেছিল। টানা ১১ লিগ জেতার মৌসুমে স্ট্রাইকারদের গোল-খরা তাদের ভুগিয়েছে। রবার্ট লেভানডভস্কি ক্লাব ছাড়ায় এমন কঠিন বিপদে পড়তে হয়েছে তাদের।
বায়ার্নের হয়ে সর্বশেষ সাত মৌসুমের প্রতিটিতে কমপক্ষে ৪০টি করে গোল করেছেন লেভানডভস্কি। পোলিশ স্ট্রাইকারের সেই জায়গা পূরণ করতেই হ্যারি কেইনকে কিনতে আগ্রহী লিগ চ্যাম্পিয়নরা। তবে নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বর্তমান স্ট্রাইকাররা যা করেছেন, তাতে মনে হয় ইংলিশ অধিনায়ককে না কিনলেও চলবে।
প্রাক্-মৌসুম প্রস্তুতিতে গতকাল হোটাফ ইগানকে উড়িয়ে দেওয়া বললেও যেন কম বলা হবে। জার্মান ফুটবলের নবম স্তরের দলকে ২৭ গোল দিয়েছে বায়ার্ন। জার্মান ক্লাবের গোল উৎসবের হিসাব রাখতে গিয়ে হয়তো বিপদেই পড়েছিলেন স্কোরাররা। সাধারণত এক ম্যাচ চার কিংবা পাঁচজন খেলোয়াড় গোল করে থাকেন। কিন্তু গতকাল বায়ার্নের হয়ে ১৩ জন খেলোয়াড় স্কোরশিটে নাম তুলেছেন। এই নামগুলো লিখতে হয়তো স্কোরাররা কিছুটা তালগোল পাকিয়েছেন। আর তা যদি না-ও হয়, রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই খুশি হয়েছেন স্কোরাররা।
৫টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, মার্সেল সাবিতজার ও মাথিস তেল। সঙ্গে সার্জ নাব্রি করেছেন ৩টি। আর বাকি ৯ গোল করেছেন ৯ জন খেলোয়াড়। সানে, মানে কোম্যানরাও গোল পেয়েছেন। ৩ মিনিটে শুরুটা করেছিলেন মুসিয়ালা আর ৯০ মিনিটে শেষ করেছিলেন মানে।
ইগানকে এবারই প্রথম বায়ার্ন এত গোল দিল এমনটা অবশ্য নয়। তবে আগের থেকে বেশি দিয়েছে এই ম্যাচে। ২০১৮ সালে ২০–২ গোলে জয় পেয়েছিল বায়ার্ন। আর ২০১৯ সালের জয়টি ছিল ২৩–০ ব্যবধানের। এবার সেই সব ছাড়িয়ে গেছেন কোচ টমাস টুখেলের শিষ্যরা। অর্থাৎ, তিন ম্যাচে ৭০ গোল দিয়েছে বায়ার্ন। হজম করেছে ২টি।
ইগানকে বিধ্বস্ত করলেও সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বায়ার্নের। ২৬ জুলাই চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে তারা। আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষেও ম্যাচ রয়েছে তাদের। আর নিজেদের নতুন মৌসুম শুরু হবে ১২ আগস্ট জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের মুখোমুখি হয়ে।
বুন্দেসলিগায় একক আধিপত্য বায়ার্ন মিউনিখের। তবে সর্বশেষ মৌসুমে লিগ জিততে তাদের নাভিশ্বাস উঠেছিল। টানা ১১ লিগ জেতার মৌসুমে স্ট্রাইকারদের গোল-খরা তাদের ভুগিয়েছে। রবার্ট লেভানডভস্কি ক্লাব ছাড়ায় এমন কঠিন বিপদে পড়তে হয়েছে তাদের।
বায়ার্নের হয়ে সর্বশেষ সাত মৌসুমের প্রতিটিতে কমপক্ষে ৪০টি করে গোল করেছেন লেভানডভস্কি। পোলিশ স্ট্রাইকারের সেই জায়গা পূরণ করতেই হ্যারি কেইনকে কিনতে আগ্রহী লিগ চ্যাম্পিয়নরা। তবে নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বর্তমান স্ট্রাইকাররা যা করেছেন, তাতে মনে হয় ইংলিশ অধিনায়ককে না কিনলেও চলবে।
প্রাক্-মৌসুম প্রস্তুতিতে গতকাল হোটাফ ইগানকে উড়িয়ে দেওয়া বললেও যেন কম বলা হবে। জার্মান ফুটবলের নবম স্তরের দলকে ২৭ গোল দিয়েছে বায়ার্ন। জার্মান ক্লাবের গোল উৎসবের হিসাব রাখতে গিয়ে হয়তো বিপদেই পড়েছিলেন স্কোরাররা। সাধারণত এক ম্যাচ চার কিংবা পাঁচজন খেলোয়াড় গোল করে থাকেন। কিন্তু গতকাল বায়ার্নের হয়ে ১৩ জন খেলোয়াড় স্কোরশিটে নাম তুলেছেন। এই নামগুলো লিখতে হয়তো স্কোরাররা কিছুটা তালগোল পাকিয়েছেন। আর তা যদি না-ও হয়, রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই খুশি হয়েছেন স্কোরাররা।
৫টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, মার্সেল সাবিতজার ও মাথিস তেল। সঙ্গে সার্জ নাব্রি করেছেন ৩টি। আর বাকি ৯ গোল করেছেন ৯ জন খেলোয়াড়। সানে, মানে কোম্যানরাও গোল পেয়েছেন। ৩ মিনিটে শুরুটা করেছিলেন মুসিয়ালা আর ৯০ মিনিটে শেষ করেছিলেন মানে।
ইগানকে এবারই প্রথম বায়ার্ন এত গোল দিল এমনটা অবশ্য নয়। তবে আগের থেকে বেশি দিয়েছে এই ম্যাচে। ২০১৮ সালে ২০–২ গোলে জয় পেয়েছিল বায়ার্ন। আর ২০১৯ সালের জয়টি ছিল ২৩–০ ব্যবধানের। এবার সেই সব ছাড়িয়ে গেছেন কোচ টমাস টুখেলের শিষ্যরা। অর্থাৎ, তিন ম্যাচে ৭০ গোল দিয়েছে বায়ার্ন। হজম করেছে ২টি।
ইগানকে বিধ্বস্ত করলেও সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বায়ার্নের। ২৬ জুলাই চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে তারা। আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষেও ম্যাচ রয়েছে তাদের। আর নিজেদের নতুন মৌসুম শুরু হবে ১২ আগস্ট জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের মুখোমুখি হয়ে।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে