পল পগবাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের চিন্তার যেন শেষ হচ্ছে না! গত মৌসুম থেকে পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না! এদিকে অন্য জায়ান্টগুলোও হাত বাড়িয়েছে পগবার দিকে। তবে ইউনাইটেড কোচ ওলে গুনার সুলসারের আশা শিগগির নতুন চুক্তি সম্পন্ন হবে দুই পক্ষের মধ্যে। পগবার সঙ্গে আরও কাজ করতে উন্মুখ হয়ে আছেন ম্যানইউ কোচ।
ইউনাইটেডের সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি আছে পগবার। নতুন চুক্তি করতে ব্যর্থ হলে আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই ফরাসি তারকা। গত মৌসুম থেকে তাই পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। তবে নতুন ক্লাবের চ্যালেঞ্জ নিতে ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হননি পগবা। এরপরও অবশ্য পগবার ইউনাইটেডে থাকা নিয়ে আশাবাদী কোচ সুলসার। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে ইউনাইটেড। এই ম্যাচ শেষে পগবার চুক্তি নিয়ে কথা বলেছেন সুলসার।
সুলসার জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে কথা খুব ভালোভাবেই এগোচ্ছে। তবে পগবা এই মুহূর্তে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় আছেন। ৪৮ বছর বয়সী ইউনাইটেড কোচ বলেছেন, ‘আমি তাকে সব সময় ইউনাইটেডে চাই। ক্লাবের আগ্রহের কথাও সে (পগবা) খুব ভালোভাবেই অনুভব করে। আমরা তার সেরাটা দেখেছি। তার সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করি। আশা করি, সামনেও আমরা একসঙ্গে কাজ করতে পারব।’
তবে পগবার এজেন্টের বক্তব্য অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ দিচ্ছে না ইউনাইটেড সমর্থকদের। জানা গেছে, নতুন মৌসুম শুরুর আগে দুই পক্ষের মধ্যে কয়েক ধাপ আলোচনায়ও চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহ দেখাননি পগবা। গত মৌসুমে ফরাসি মিডফিল্ডারের এজেন্ট মিনো রাইওলা জানিয়েছিলেন, পগবা আর ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান না। নতুন কোনো ক্লাবে খেলার চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন পগবা। এর মধ্যে শোনা যাচ্ছে, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পগবাকে দলে টানার ব্যাপারে উঠেপড়ে লেগেছে। তবে পগবাকে যে ইউনাইটেড সহজে ছাড়ছে না, তা কোচ সুলসারের কথায় পরিষ্কার।
পল পগবাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের চিন্তার যেন শেষ হচ্ছে না! গত মৌসুম থেকে পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না! এদিকে অন্য জায়ান্টগুলোও হাত বাড়িয়েছে পগবার দিকে। তবে ইউনাইটেড কোচ ওলে গুনার সুলসারের আশা শিগগির নতুন চুক্তি সম্পন্ন হবে দুই পক্ষের মধ্যে। পগবার সঙ্গে আরও কাজ করতে উন্মুখ হয়ে আছেন ম্যানইউ কোচ।
ইউনাইটেডের সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি আছে পগবার। নতুন চুক্তি করতে ব্যর্থ হলে আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই ফরাসি তারকা। গত মৌসুম থেকে তাই পগবার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। তবে নতুন ক্লাবের চ্যালেঞ্জ নিতে ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হননি পগবা। এরপরও অবশ্য পগবার ইউনাইটেডে থাকা নিয়ে আশাবাদী কোচ সুলসার। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে ইউনাইটেড। এই ম্যাচ শেষে পগবার চুক্তি নিয়ে কথা বলেছেন সুলসার।
সুলসার জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে কথা খুব ভালোভাবেই এগোচ্ছে। তবে পগবা এই মুহূর্তে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় আছেন। ৪৮ বছর বয়সী ইউনাইটেড কোচ বলেছেন, ‘আমি তাকে সব সময় ইউনাইটেডে চাই। ক্লাবের আগ্রহের কথাও সে (পগবা) খুব ভালোভাবেই অনুভব করে। আমরা তার সেরাটা দেখেছি। তার সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করি। আশা করি, সামনেও আমরা একসঙ্গে কাজ করতে পারব।’
তবে পগবার এজেন্টের বক্তব্য অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ দিচ্ছে না ইউনাইটেড সমর্থকদের। জানা গেছে, নতুন মৌসুম শুরুর আগে দুই পক্ষের মধ্যে কয়েক ধাপ আলোচনায়ও চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহ দেখাননি পগবা। গত মৌসুমে ফরাসি মিডফিল্ডারের এজেন্ট মিনো রাইওলা জানিয়েছিলেন, পগবা আর ওল্ড ট্রাফোর্ডে থাকতে চান না। নতুন কোনো ক্লাবে খেলার চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন পগবা। এর মধ্যে শোনা যাচ্ছে, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পগবাকে দলে টানার ব্যাপারে উঠেপড়ে লেগেছে। তবে পগবাকে যে ইউনাইটেড সহজে ছাড়ছে না, তা কোচ সুলসারের কথায় পরিষ্কার।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে