Ajker Patrika

ক্রিকেটারের স্ত্রীর সঙ্গেও শারীরিক সম্পর্কে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৩: ৪৮
ক্রিকেটারের স্ত্রীর সঙ্গেও শারীরিক সম্পর্কে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি

সাবেক বান্ধবী কেট গ্রেভিলে ও তাঁর বোন এমাকে নির্যাতনের অভিযোগে বিচার চলছে রায়ান গিগসের বিরুদ্ধে। বিচারের শুনানিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তির বিরুদ্ধে জানা যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। কিছুদিন আগে জানা গিয়েছিল সাবেক বান্ধবীকে নগ্ন অবস্থায় হোটেল থেকে বের করে দিয়েছিলেন এই ফুটবলার। এবার তাঁর বিরুদ্ধে সাবেক বান্ধবী গুরুতর এক অভিযোগ করেছেন। সম্পর্কে থাকা অবস্থায় এক ক্রিকেটারের স্ত্রীর সঙ্গেও শারীরিক সম্পর্কে ছিলেন গিগস। 

গ্রেভিলে তাঁর সাবেকের উদ্দেশে লেখা এক চিঠিতে এই অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, ‘দেখা হওয়ার দিন থেকেই জানতাম আমার অবর্তমানে অন্য নারীদের সঙ্গে যা করেছ, মন সর্বদা বলছিল তোমাকে বিশ্বাস করা যাবে না। তুমি একজন বাধ্যতামূলক মিথ্যুক ও ধারাবাহিক প্রতারক ছিলে। তোমার সম্পর্কে গভীরভাবে জানার পর বিশ্বাস করতে চাইনি। তোমাকে খুব ভালোবাসতাম। এ জন্য তুমি যা বলতে তাই বিশ্বাস করতাম। কিন্তু তুমি বহু নারীকে বলা একই কথা আমাকেও বলতে। তোমার কাছে বিশেষ কেউ ছিলাম না।’ 

সাবেক প্রেমিকা কেট গ্রেভিলের ওপর অমানবিক নির্যাতন চালান রায়ান গিগস। গ্রেভিলের ঠোঁটে আঘাতের চিহ্ন স্পষ্টএর পরেই গ্রেভিলে এক ক্রিকেটারের স্ত্রী সম্পর্কে গিগসের শারীরিক সম্পর্কের অভিযোগ তোলেন। স্টিভ নামের ওই নারী সম্পর্কে বললেও ক্রিকেটারের নাম প্রকাশ করেননি তিনি। ৩৮ বছর বয়সী গ্রেভিলে লিখেছেন, ‘স্টিভ সম্পর্কে সব জানতাম। সে বিবাহিত ছিল এটা তুমিও জানতে। ওয়াশিংটন সফরে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলে।’ 

ম্যান ইউনাইটেডে খেলার সময় থেকেই গ্রেভিলের সঙ্গে সম্পর্কে জড়ান গিগস। ২০১৭ সাল থেকে দুজনের সম্পর্কে অবনতির শুরু হয় এবং ২০২০ সালের শেষ দিকে গিগসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন গ্রেভিলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত