সাবেক বান্ধবী কেট গ্রেভিলে ও তাঁর বোন এমাকে নির্যাতনের অভিযোগে বিচার চলছে রায়ান গিগসের বিরুদ্ধে। বিচারের শুনানিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তির বিরুদ্ধে জানা যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। কিছুদিন আগে জানা গিয়েছিল সাবেক বান্ধবীকে নগ্ন অবস্থায় হোটেল থেকে বের করে দিয়েছিলেন এই ফুটবলার। এবার তাঁর বিরুদ্ধে সাবেক বান্ধবী গুরুতর এক অভিযোগ করেছেন। সম্পর্কে থাকা অবস্থায় এক ক্রিকেটারের স্ত্রীর সঙ্গেও শারীরিক সম্পর্কে ছিলেন গিগস।
গ্রেভিলে তাঁর সাবেকের উদ্দেশে লেখা এক চিঠিতে এই অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, ‘দেখা হওয়ার দিন থেকেই জানতাম আমার অবর্তমানে অন্য নারীদের সঙ্গে যা করেছ, মন সর্বদা বলছিল তোমাকে বিশ্বাস করা যাবে না। তুমি একজন বাধ্যতামূলক মিথ্যুক ও ধারাবাহিক প্রতারক ছিলে। তোমার সম্পর্কে গভীরভাবে জানার পর বিশ্বাস করতে চাইনি। তোমাকে খুব ভালোবাসতাম। এ জন্য তুমি যা বলতে তাই বিশ্বাস করতাম। কিন্তু তুমি বহু নারীকে বলা একই কথা আমাকেও বলতে। তোমার কাছে বিশেষ কেউ ছিলাম না।’
এর পরেই গ্রেভিলে এক ক্রিকেটারের স্ত্রী সম্পর্কে গিগসের শারীরিক সম্পর্কের অভিযোগ তোলেন। স্টিভ নামের ওই নারী সম্পর্কে বললেও ক্রিকেটারের নাম প্রকাশ করেননি তিনি। ৩৮ বছর বয়সী গ্রেভিলে লিখেছেন, ‘স্টিভ সম্পর্কে সব জানতাম। সে বিবাহিত ছিল এটা তুমিও জানতে। ওয়াশিংটন সফরে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলে।’
ম্যান ইউনাইটেডে খেলার সময় থেকেই গ্রেভিলের সঙ্গে সম্পর্কে জড়ান গিগস। ২০১৭ সাল থেকে দুজনের সম্পর্কে অবনতির শুরু হয় এবং ২০২০ সালের শেষ দিকে গিগসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন গ্রেভিলে।
সাবেক বান্ধবী কেট গ্রেভিলে ও তাঁর বোন এমাকে নির্যাতনের অভিযোগে বিচার চলছে রায়ান গিগসের বিরুদ্ধে। বিচারের শুনানিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তির বিরুদ্ধে জানা যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। কিছুদিন আগে জানা গিয়েছিল সাবেক বান্ধবীকে নগ্ন অবস্থায় হোটেল থেকে বের করে দিয়েছিলেন এই ফুটবলার। এবার তাঁর বিরুদ্ধে সাবেক বান্ধবী গুরুতর এক অভিযোগ করেছেন। সম্পর্কে থাকা অবস্থায় এক ক্রিকেটারের স্ত্রীর সঙ্গেও শারীরিক সম্পর্কে ছিলেন গিগস।
গ্রেভিলে তাঁর সাবেকের উদ্দেশে লেখা এক চিঠিতে এই অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, ‘দেখা হওয়ার দিন থেকেই জানতাম আমার অবর্তমানে অন্য নারীদের সঙ্গে যা করেছ, মন সর্বদা বলছিল তোমাকে বিশ্বাস করা যাবে না। তুমি একজন বাধ্যতামূলক মিথ্যুক ও ধারাবাহিক প্রতারক ছিলে। তোমার সম্পর্কে গভীরভাবে জানার পর বিশ্বাস করতে চাইনি। তোমাকে খুব ভালোবাসতাম। এ জন্য তুমি যা বলতে তাই বিশ্বাস করতাম। কিন্তু তুমি বহু নারীকে বলা একই কথা আমাকেও বলতে। তোমার কাছে বিশেষ কেউ ছিলাম না।’
এর পরেই গ্রেভিলে এক ক্রিকেটারের স্ত্রী সম্পর্কে গিগসের শারীরিক সম্পর্কের অভিযোগ তোলেন। স্টিভ নামের ওই নারী সম্পর্কে বললেও ক্রিকেটারের নাম প্রকাশ করেননি তিনি। ৩৮ বছর বয়সী গ্রেভিলে লিখেছেন, ‘স্টিভ সম্পর্কে সব জানতাম। সে বিবাহিত ছিল এটা তুমিও জানতে। ওয়াশিংটন সফরে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলে।’
ম্যান ইউনাইটেডে খেলার সময় থেকেই গ্রেভিলের সঙ্গে সম্পর্কে জড়ান গিগস। ২০১৭ সাল থেকে দুজনের সম্পর্কে অবনতির শুরু হয় এবং ২০২০ সালের শেষ দিকে গিগসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন গ্রেভিলে।
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
১২ মিনিট আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
১ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
২ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ ঘণ্টা আগে