কাতার বিশ্বকাপের গ্রুপ-‘সি’ এর সমীকরণ বেশ জটিল। আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব-চারটি দলের সামনেই রয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ। কেননা গ্রুপের চারটি দলই ন্যুনতম একটি করে জয় পেয়েছে। কোন দুটো দল শেষ ষোলোতে যাবে, তা জানতে অপেক্ষা হবে আজ মধ্যরাত পর্যন্ত।
‘সি’ গ্রুপের শেষ দুটো ম্যাচ হবে আজ। যেখানে স্টেডিয়াম ৯৭৪ এ মুখোমুখি হবে পোল্যান্ড-আর্জেন্টিনা। আর লুসাইলে খেলবে মেক্সিকো-সৌদি আরব। যদি আর্জেন্টিনা, সৌদি আরব-এই দুটো দল তাদের নিজেদের শেষ ম্যাচ জেতে, তাহলে সমীকরণ ছাড়াই তারা চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। তবে যদি কেউ হারে বা কোনো ম্যাচ ড্র হয়, তখনই ম্যাচ দুটো একে অন্যের সঙ্গে জড়িয়ে যাবে। পয়েন্ট তো আছেই, মোট গোল, গোল ব্যবধান, মুখোমুখি ফল-এই জিনিসগুলোও তখন পার্থক্য গড়ে দেবে।
পয়েন্ট টেবিলে ‘সি’ গ্রুপে শীর্ষে থাকা পোল্যান্ডের পয়েন্ট ৪। আর্জেন্টিনা, সৌদি আরব দুটো দলেরই পয়েন্ট তিন। তবে আর্জেন্টিনা রয়েছে দুইয়ে আর তিনে রয়েছে সৌদি আরব। কারণ আর্জেন্টিনার গোল ব্যবধান: + ১ আর সৌদি আরবের গোল ব্যবধান:-১। আর ১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে মেক্সিকো এবং তাদের গোল ব্যবধান:-২। শেষ ম্যাচ আর্জেন্টিনা হারলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে পোল্যান্ড। একই সঙ্গে লিওনেল মেসিদেরও বিদায় নিশ্চিত হয়ে যাবে। তখন সৌদি আরব-মেক্সিকো ম্যাচ ড্র হলে সৌদি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে, বাদ পড়বে মেক্সিকো। আর যদি আর্জেন্টিনা-পোল্যান্ড ড্র হয়, তখন আর্জেন্টিনার পয়েন্ট হবে ৪ এবং পোল্যান্ড পাবে ৫ পয়েন্ট। পোল্যান্ড নিশ্চিত করলেও আর্জেন্টিনার ভাগ্য তখন মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ওপর নির্ভর করবে। মেক্সিকানরা যদি সৌদিকে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে হারায়, তাহলে আকাশী-নীলরা নিশ্চিত বাদ পড়বে।
২২ নভেম্বর লুসাইলে সি-গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় সৌদি আরব। যাকে ধরা হয় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসেবে। ওইদিনই স্টেডিয়াম ৯৭৪ এ মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ হয় গোলশূন্য ড্র। এরপর ২৬ নভেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে সৌদিকে ২-০ গোলে হারায় পোল্যান্ড। একই দিন লুসাইলে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।
কাতার বিশ্বকাপের গ্রুপ-‘সি’ এর সমীকরণ বেশ জটিল। আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব-চারটি দলের সামনেই রয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ। কেননা গ্রুপের চারটি দলই ন্যুনতম একটি করে জয় পেয়েছে। কোন দুটো দল শেষ ষোলোতে যাবে, তা জানতে অপেক্ষা হবে আজ মধ্যরাত পর্যন্ত।
‘সি’ গ্রুপের শেষ দুটো ম্যাচ হবে আজ। যেখানে স্টেডিয়াম ৯৭৪ এ মুখোমুখি হবে পোল্যান্ড-আর্জেন্টিনা। আর লুসাইলে খেলবে মেক্সিকো-সৌদি আরব। যদি আর্জেন্টিনা, সৌদি আরব-এই দুটো দল তাদের নিজেদের শেষ ম্যাচ জেতে, তাহলে সমীকরণ ছাড়াই তারা চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। তবে যদি কেউ হারে বা কোনো ম্যাচ ড্র হয়, তখনই ম্যাচ দুটো একে অন্যের সঙ্গে জড়িয়ে যাবে। পয়েন্ট তো আছেই, মোট গোল, গোল ব্যবধান, মুখোমুখি ফল-এই জিনিসগুলোও তখন পার্থক্য গড়ে দেবে।
পয়েন্ট টেবিলে ‘সি’ গ্রুপে শীর্ষে থাকা পোল্যান্ডের পয়েন্ট ৪। আর্জেন্টিনা, সৌদি আরব দুটো দলেরই পয়েন্ট তিন। তবে আর্জেন্টিনা রয়েছে দুইয়ে আর তিনে রয়েছে সৌদি আরব। কারণ আর্জেন্টিনার গোল ব্যবধান: + ১ আর সৌদি আরবের গোল ব্যবধান:-১। আর ১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে মেক্সিকো এবং তাদের গোল ব্যবধান:-২। শেষ ম্যাচ আর্জেন্টিনা হারলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে পোল্যান্ড। একই সঙ্গে লিওনেল মেসিদেরও বিদায় নিশ্চিত হয়ে যাবে। তখন সৌদি আরব-মেক্সিকো ম্যাচ ড্র হলে সৌদি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে, বাদ পড়বে মেক্সিকো। আর যদি আর্জেন্টিনা-পোল্যান্ড ড্র হয়, তখন আর্জেন্টিনার পয়েন্ট হবে ৪ এবং পোল্যান্ড পাবে ৫ পয়েন্ট। পোল্যান্ড নিশ্চিত করলেও আর্জেন্টিনার ভাগ্য তখন মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ওপর নির্ভর করবে। মেক্সিকানরা যদি সৌদিকে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে হারায়, তাহলে আকাশী-নীলরা নিশ্চিত বাদ পড়বে।
২২ নভেম্বর লুসাইলে সি-গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় সৌদি আরব। যাকে ধরা হয় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসেবে। ওইদিনই স্টেডিয়াম ৯৭৪ এ মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ হয় গোলশূন্য ড্র। এরপর ২৬ নভেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে সৌদিকে ২-০ গোলে হারায় পোল্যান্ড। একই দিন লুসাইলে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে