গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইতালি। সুইসদের বিপক্ষে জয় না পেলেও এই ম্যাচ দিয়েই ইতিহাস গড়েছে আজ্জুরিরা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন মানচিনির শিষ্যদের দখলে।
এর আগে আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল ব্রাজিলের। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ব্রাজিলের এই রেকর্ডে ভাগ বসায় স্পেন।
ব্রাজিল-স্পেনের সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার এই রেকর্ড ইতালি যে ভাঙতে পারে—সেই আভাস ইউরো থেকে পাওয়া যাচ্ছিল।। মানচিনির অধীনে ইউরোতে ইতালি আবির্ভূত হয়েছে অন্য চেহারায়। শেষ পর্যন্ত তো শিরোপাই জিতে নিয়েছিল চিরো ইম্মোবিল-জর্জিও কিয়েল্লিনিরা।
ইতালি যে ভাঙতে পারে—সেই আভাস ইউরো থেকে পাওয়া যাচ্ছিল।
১৯৩৫ থেকে ১৯৩৯ মাঝের এই তিন বছরও দুর্দান্ত ফুটবল খেলেছিল ইতালি। তখনকার কোচ ভিত্তোরিও পাজ্জোর অধীনে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। গত ইউরোতে অস্ট্রিয়ার বিপক্ষে জিতে নিজেদের ৮২ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ইতালি। পরে বেলজিয়াম, স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে জিতে ইউরো জয়ের পাশাপাশি সংখ্যাটা ৩৪–এ নিয়েছিল মানচিনির দল।
ইউরো জয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে ইতালি। ৩ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সর্বোচ্চ ৩৫ ম্যাচ অপরাজিত থাকা ব্রাজিল, স্পেনকে ছুঁয়ে ফেলেছিল ইতালি। আর কাল রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ই রচনা করল আজ্জুরিরা।
সুইজারল্যান্ডের বিপক্ষে ফেবারিট হিসেবেই কাল নেমেছিল ইতালি। ম্যাচের শুরু থেকে আক্রমণেও এগিয়ে ছিল তারা। একের পর এক সুযোগ তৈরি করে ফিনিশিংয়ে দুর্বলতা আর সুইস গোলরক্ষক ইয়ান সুমেরের দৃঢ়তায় গোলমুখ খুলতে পারছিলেন না ইনসিনিয়া-ইম্মোবিলরা।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে ইতালি। পেনাল্টিতে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন জর্জিনিও। শেষ পর্যন্ত ওই পেনাল্টি মিসেই গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইতালি। সুইসদের বিপক্ষে জয় না পেলেও এই ম্যাচ দিয়েই ইতিহাস গড়েছে আজ্জুরিরা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন মানচিনির শিষ্যদের দখলে।
এর আগে আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল ব্রাজিলের। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ব্রাজিলের এই রেকর্ডে ভাগ বসায় স্পেন।
ব্রাজিল-স্পেনের সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার এই রেকর্ড ইতালি যে ভাঙতে পারে—সেই আভাস ইউরো থেকে পাওয়া যাচ্ছিল।। মানচিনির অধীনে ইউরোতে ইতালি আবির্ভূত হয়েছে অন্য চেহারায়। শেষ পর্যন্ত তো শিরোপাই জিতে নিয়েছিল চিরো ইম্মোবিল-জর্জিও কিয়েল্লিনিরা।
ইতালি যে ভাঙতে পারে—সেই আভাস ইউরো থেকে পাওয়া যাচ্ছিল।
১৯৩৫ থেকে ১৯৩৯ মাঝের এই তিন বছরও দুর্দান্ত ফুটবল খেলেছিল ইতালি। তখনকার কোচ ভিত্তোরিও পাজ্জোর অধীনে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। গত ইউরোতে অস্ট্রিয়ার বিপক্ষে জিতে নিজেদের ৮২ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ইতালি। পরে বেলজিয়াম, স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে জিতে ইউরো জয়ের পাশাপাশি সংখ্যাটা ৩৪–এ নিয়েছিল মানচিনির দল।
ইউরো জয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে ইতালি। ৩ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সর্বোচ্চ ৩৫ ম্যাচ অপরাজিত থাকা ব্রাজিল, স্পেনকে ছুঁয়ে ফেলেছিল ইতালি। আর কাল রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ই রচনা করল আজ্জুরিরা।
সুইজারল্যান্ডের বিপক্ষে ফেবারিট হিসেবেই কাল নেমেছিল ইতালি। ম্যাচের শুরু থেকে আক্রমণেও এগিয়ে ছিল তারা। একের পর এক সুযোগ তৈরি করে ফিনিশিংয়ে দুর্বলতা আর সুইস গোলরক্ষক ইয়ান সুমেরের দৃঢ়তায় গোলমুখ খুলতে পারছিলেন না ইনসিনিয়া-ইম্মোবিলরা।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে ইতালি। পেনাল্টিতে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন জর্জিনিও। শেষ পর্যন্ত ওই পেনাল্টি মিসেই গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে