অবশেষে গুঞ্জনই সত্যি হচ্ছে। পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। চলতি মৌসুম শেষে ‘পিএসজি প্রজেক্ট’ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি।
মেসির পিএসজি ছাড়ায় বিষয়টি আজ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ জানান, আগামী শনিবার ক্লেরমঁ ফুতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন ৩৫ বছর বয়সী তারকা।
গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’
বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে প্যারিসে আসেন মেসি। পিএসজির হয়ে টানা দুটি ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছেন তিনি। গত সপ্তাহে মেসির গোলে স্ত্রাসবুর্গের মাঠে ড্র করে চলতি মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করে গালতিয়েরের দল।
পিএসজি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদি আরব সফরে যাওয়ায় গত মাসের শুরুর দিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি। দুই পক্ষের সম্পর্কের টানাপোড়েন হওয়ায় তখনই শোনা গিয়েছিল, মৌসুম শেষে পার্ক দে প্রিন্সেস ছাড়ছেন তিনি। সেই গুঞ্জনই এখন সত্যি হওয়ার পথে। অবশ্য মেসি নিষেধাজ্ঞা পাওয়ার পর ক্ষমা চান। তাঁর নিষেধাজ্ঞাও কমে আসে এক ম্যাচে। পিসএজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে ৩০ জুন।
আগামী শনিবার নিজেদের মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলবে পিএসজি। ম্যাচ শেষে পার্কে দে প্রিন্সেসে রেকর্ড ১৩ম লিগ জয়ের উৎসবও সারবে ফরাসি জায়ান্টরা। এই ম্যাচ দিয়ে ঘরের সমর্থক ও সতীর্থদের কাছ থেকে বিদায় নেবেন মেসি।
রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে জোরেশোরে শোনা যাচ্ছে আল-হিলালের নাম। ইতিমধ্যে সৌদি প্রো লিগের ক্লাবটি থেকে বিশ্ব রেকর্ড গড়া চুক্তিরও প্রস্তাব পেয়েছেন মেসি। তাঁর সম্ভাব্য গন্তব্যের তালিকায় আছে মেজর সকাল লিগের ক্লাব ইন্টার মিয়ামিও। তবে সম্ভাবনা কমে এসেছে বার্সায় ফেরার।
অবশেষে গুঞ্জনই সত্যি হচ্ছে। পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। চলতি মৌসুম শেষে ‘পিএসজি প্রজেক্ট’ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি।
মেসির পিএসজি ছাড়ায় বিষয়টি আজ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ জানান, আগামী শনিবার ক্লেরমঁ ফুতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন ৩৫ বছর বয়সী তারকা।
গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’
বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে প্যারিসে আসেন মেসি। পিএসজির হয়ে টানা দুটি ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছেন তিনি। গত সপ্তাহে মেসির গোলে স্ত্রাসবুর্গের মাঠে ড্র করে চলতি মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করে গালতিয়েরের দল।
পিএসজি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদি আরব সফরে যাওয়ায় গত মাসের শুরুর দিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি। দুই পক্ষের সম্পর্কের টানাপোড়েন হওয়ায় তখনই শোনা গিয়েছিল, মৌসুম শেষে পার্ক দে প্রিন্সেস ছাড়ছেন তিনি। সেই গুঞ্জনই এখন সত্যি হওয়ার পথে। অবশ্য মেসি নিষেধাজ্ঞা পাওয়ার পর ক্ষমা চান। তাঁর নিষেধাজ্ঞাও কমে আসে এক ম্যাচে। পিসএজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে ৩০ জুন।
আগামী শনিবার নিজেদের মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলবে পিএসজি। ম্যাচ শেষে পার্কে দে প্রিন্সেসে রেকর্ড ১৩ম লিগ জয়ের উৎসবও সারবে ফরাসি জায়ান্টরা। এই ম্যাচ দিয়ে ঘরের সমর্থক ও সতীর্থদের কাছ থেকে বিদায় নেবেন মেসি।
রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে জোরেশোরে শোনা যাচ্ছে আল-হিলালের নাম। ইতিমধ্যে সৌদি প্রো লিগের ক্লাবটি থেকে বিশ্ব রেকর্ড গড়া চুক্তিরও প্রস্তাব পেয়েছেন মেসি। তাঁর সম্ভাব্য গন্তব্যের তালিকায় আছে মেজর সকাল লিগের ক্লাব ইন্টার মিয়ামিও। তবে সম্ভাবনা কমে এসেছে বার্সায় ফেরার।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে