Ajker Patrika

প্যারিস অধ্যায় শেষ মেসির, জানালেন পিএসজি কোচ

প্যারিস অধ্যায় শেষ মেসির, জানালেন পিএসজি কোচ

অবশেষে গুঞ্জনই সত্যি হচ্ছে। পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। চলতি মৌসুম শেষে ‘পিএসজি প্রজেক্ট’ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। 

মেসির পিএসজি ছাড়ায় বিষয়টি আজ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ জানান, আগামী শনিবার ক্লেরমঁ ফুতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন ৩৫ বছর বয়সী তারকা। 

গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’ 

বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে প্যারিসে আসেন মেসি। পিএসজির হয়ে টানা দুটি ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছেন তিনি। গত সপ্তাহে মেসির গোলে স্ত্রাসবুর্গের মাঠে ড্র করে চলতি মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করে গালতিয়েরের দল। 

পিএসজি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদি আরব সফরে যাওয়ায় গত মাসের শুরুর দিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি। দুই পক্ষের সম্পর্কের টানাপোড়েন হওয়ায় তখনই শোনা গিয়েছিল, মৌসুম শেষে পার্ক দে প্রিন্সেস ছাড়ছেন তিনি। সেই গুঞ্জনই এখন সত্যি হওয়ার পথে। অবশ্য মেসি নিষেধাজ্ঞা পাওয়ার পর ক্ষমা চান। তাঁর নিষেধাজ্ঞাও কমে আসে এক ম্যাচে। পিসএজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে ৩০ জুন। 

আগামী শনিবার নিজেদের মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলবে পিএসজি। ম্যাচ শেষে পার্কে দে প্রিন্সেসে রেকর্ড ১৩ম লিগ জয়ের উৎসবও সারবে ফরাসি জায়ান্টরা। এই ম্যাচ দিয়ে ঘরের সমর্থক ও সতীর্থদের কাছ থেকে বিদায় নেবেন মেসি। 

রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সম্ভাব্য গন্তব্য হিসেবে জোরেশোরে শোনা যাচ্ছে আল-হিলালের নাম। ইতিমধ্যে সৌদি প্রো লিগের ক্লাবটি থেকে বিশ্ব রেকর্ড গড়া চুক্তিরও প্রস্তাব পেয়েছেন মেসি। তাঁর সম্ভাব্য গন্তব্যের তালিকায় আছে মেজর সকাল লিগের ক্লাব ইন্টার মিয়ামিও। তবে সম্ভাবনা কমে এসেছে বার্সায় ফেরার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত