ক্যাম্প ন্যুয়ে তখন ম্যাচের ৮৩ মিনিট চলছিল। এই সময়ের মধ্যে ১০ জনের রিয়াল বেতিসের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে বার্সেলোনা। ঠিক এ সময়ই গাভিকে বদলি করে একজন ফুটবলার নামালেন জাভি হার্নান্দেজ। যাঁকে নামানো হলো, তাঁর চোখে মুখে কৈশোরের ছাপ এখন লেগে আছে।
কৈশোর না পেরোনো সেই কিশোর হচ্ছেন লামিনে ইয়ামাল। বদলি নেমেই বার্সেলোনার হয়ে ইতিহাস গড়েছেন এই ফরোয়ার্ড। ১৫ বছর ২৯০ দিন বয়সে খেলতে নেমে কাতালান ক্লাবের সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি। আগের রেকর্ডটি ছিল আরমান্দো মার্তিনেজ সাগির। ১৯২২ সালের ২ এপ্রিল মাত্র ১৫ বছর ৩৩৯ দিন বয়সে রিয়াল গিজনের বিপক্ষে মাঠে নেমে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
ইয়ামালের রাতে লজ্জার রেকর্ড গড়েছেন বেতিসের এদগার গনঞ্জালেস। আন্তনিও হিদালগো ও লিওনেল স্কালোনির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে লা লিগায় বদলি নেমে দুই হলুদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ৩৩ মিনিটে তাঁর কপাল পোড়ার সঙ্গে সঙ্গে দলেরও কপাল পুড়েছে। এই ডিফেন্ডার মাঠে থাকা অবস্থায় বেতিস ১ গোল হজম করলেও ম্যাচ শেষে তারা বার্সার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে।
১৪ মিনিটে আন্দ্রেস ক্রিস্টিয়ানসনের গোলের পর ৩ মিনিটে ২ গোল করেন রবার্ট লেভানডভস্কি ও রাফিনিয়া। ৩৬ মিনিটে পোলিশ স্ট্রাইকারের পর ৩৯ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাফিনিয়া। আর নিজেদের জালে গোল দিয়ে শেষটা করেন বেতিসের মিডফিল্ডার গুইদো রদ্রিগেজ।
এই জয়ে শিরোপার আরও কাছে চলে এসেছে বার্সা। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। অন্যদিকে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১। সমান ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৬৮।
ক্যাম্প ন্যুয়ে তখন ম্যাচের ৮৩ মিনিট চলছিল। এই সময়ের মধ্যে ১০ জনের রিয়াল বেতিসের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে বার্সেলোনা। ঠিক এ সময়ই গাভিকে বদলি করে একজন ফুটবলার নামালেন জাভি হার্নান্দেজ। যাঁকে নামানো হলো, তাঁর চোখে মুখে কৈশোরের ছাপ এখন লেগে আছে।
কৈশোর না পেরোনো সেই কিশোর হচ্ছেন লামিনে ইয়ামাল। বদলি নেমেই বার্সেলোনার হয়ে ইতিহাস গড়েছেন এই ফরোয়ার্ড। ১৫ বছর ২৯০ দিন বয়সে খেলতে নেমে কাতালান ক্লাবের সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি। আগের রেকর্ডটি ছিল আরমান্দো মার্তিনেজ সাগির। ১৯২২ সালের ২ এপ্রিল মাত্র ১৫ বছর ৩৩৯ দিন বয়সে রিয়াল গিজনের বিপক্ষে মাঠে নেমে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
ইয়ামালের রাতে লজ্জার রেকর্ড গড়েছেন বেতিসের এদগার গনঞ্জালেস। আন্তনিও হিদালগো ও লিওনেল স্কালোনির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে লা লিগায় বদলি নেমে দুই হলুদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ৩৩ মিনিটে তাঁর কপাল পোড়ার সঙ্গে সঙ্গে দলেরও কপাল পুড়েছে। এই ডিফেন্ডার মাঠে থাকা অবস্থায় বেতিস ১ গোল হজম করলেও ম্যাচ শেষে তারা বার্সার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে।
১৪ মিনিটে আন্দ্রেস ক্রিস্টিয়ানসনের গোলের পর ৩ মিনিটে ২ গোল করেন রবার্ট লেভানডভস্কি ও রাফিনিয়া। ৩৬ মিনিটে পোলিশ স্ট্রাইকারের পর ৩৯ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাফিনিয়া। আর নিজেদের জালে গোল দিয়ে শেষটা করেন বেতিসের মিডফিল্ডার গুইদো রদ্রিগেজ।
এই জয়ে শিরোপার আরও কাছে চলে এসেছে বার্সা। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। অন্যদিকে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১। সমান ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৬৮।
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২৩ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে