ফিলিপ্পে কুতিনহোকে ধরা হচ্ছিল সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে। লিভারপুলে একসময় দারুণ ছন্দে ছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতেও নেইমারের পর সবচেয়ে বড় তারকা ছিলেন কুতিনহো। কিন্তু ২০১৮ সালে লিভারপুল ছেড়ে বড় শিরোপার আশায় বার্সেলোনায় যাওয়ার পরই ছন্দপতন ঘটে কুতিনহোর।
লিভারপুল এই সময়ের মধ্যে সব শিরোপা জিতলেও কুতিনহোর ক্যারিয়ারে নামে ধস। বার্সায় আলো ছড়াতে না পেরে ধারে খেলতে যান বায়ার্নে। সেখান থেকে আবার ফিরে আসেন বার্সায়। থিতু হতে না পেরে এখন আবার ধারে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যম সারির ক্লাব অ্যাস্টন ভিলায়। কিন্তু ফুটবল ক্যারিয়ারের ঠিক বিপরীতমুখী গ্রাফ তাঁর প্রেমের ক্যারিয়ারে। তাঁর প্রেমকাহিনিকে ফুটবলে এই সময়ের সেরা প্রেমকাহিনির একটি হিসেবেও বিবেচনা করা হয়।
একসময়ের প্রেমিকা ও বর্তমানে স্ত্রী আইনের সঙ্গে কুতিনহোর পরিচয় ২০০৭ সালে। দুজনেরই পরিচিত এক বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তাঁদের। কুতিনহোর বয়স তখন ১৪ আর আইনের বয়স ১৩। এরপর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে একসঙ্গে বেড়ে ওঠেন তাঁরা। একসময় তাঁরা একই ছাদের নিচেও বসবাস করতে শুরু করেন। পরের সময়টাতে কুতিনহো উত্থান-পতনের মধ্য দিয়ে এগোলেও তাঁর হাত ছাড়েননি আইনে।
ক্যারিয়ারের শুরুর সময় থেকেই কুতিনহোর সঙ্গে সব ম্যাচ দেখতে চলে যেতেন আইনে। এরপর কুতিনহো ইন্টার মিলানে যোগ দিলে আইনে তাঁর পড়াশোনা বন্ধ করে কুতিনহোর সঙ্গে ইতালি চলে যান। ধারণা করা হয়, ২০১২ সালে কুতিনহো এস্পানিওলে ধারে খেলতে গেলে তখন কিছু সময়ের জন্য আলাদা থাকতে হয় তাঁদের। তবে সে বছরই বিয়ে করেন এই দুজন। ২০১৩ সালে কুতিনহো লিভারপুলে যোগ দিলে তাঁর সঙ্গে চলে আসেন আইনেও।
বর্তমানে কুতিনহো-আইনে জুটি তিন সন্তানের বাবা-মা। দুই মেয়ে মারিয়া ও এসমেরেলডা এবং ছেলের নাম ফিলিপ্পে জুনিয়র। ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজের শরীরে আইনের ট্যাটুও এঁকেছেন কুতিনহো। বিভিন্ন সময় পাশে থাকার জন্য আইনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন কুতিনহো।
ফিলিপ্পে কুতিনহোকে ধরা হচ্ছিল সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে। লিভারপুলে একসময় দারুণ ছন্দে ছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতেও নেইমারের পর সবচেয়ে বড় তারকা ছিলেন কুতিনহো। কিন্তু ২০১৮ সালে লিভারপুল ছেড়ে বড় শিরোপার আশায় বার্সেলোনায় যাওয়ার পরই ছন্দপতন ঘটে কুতিনহোর।
লিভারপুল এই সময়ের মধ্যে সব শিরোপা জিতলেও কুতিনহোর ক্যারিয়ারে নামে ধস। বার্সায় আলো ছড়াতে না পেরে ধারে খেলতে যান বায়ার্নে। সেখান থেকে আবার ফিরে আসেন বার্সায়। থিতু হতে না পেরে এখন আবার ধারে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যম সারির ক্লাব অ্যাস্টন ভিলায়। কিন্তু ফুটবল ক্যারিয়ারের ঠিক বিপরীতমুখী গ্রাফ তাঁর প্রেমের ক্যারিয়ারে। তাঁর প্রেমকাহিনিকে ফুটবলে এই সময়ের সেরা প্রেমকাহিনির একটি হিসেবেও বিবেচনা করা হয়।
একসময়ের প্রেমিকা ও বর্তমানে স্ত্রী আইনের সঙ্গে কুতিনহোর পরিচয় ২০০৭ সালে। দুজনেরই পরিচিত এক বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তাঁদের। কুতিনহোর বয়স তখন ১৪ আর আইনের বয়স ১৩। এরপর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে একসঙ্গে বেড়ে ওঠেন তাঁরা। একসময় তাঁরা একই ছাদের নিচেও বসবাস করতে শুরু করেন। পরের সময়টাতে কুতিনহো উত্থান-পতনের মধ্য দিয়ে এগোলেও তাঁর হাত ছাড়েননি আইনে।
ক্যারিয়ারের শুরুর সময় থেকেই কুতিনহোর সঙ্গে সব ম্যাচ দেখতে চলে যেতেন আইনে। এরপর কুতিনহো ইন্টার মিলানে যোগ দিলে আইনে তাঁর পড়াশোনা বন্ধ করে কুতিনহোর সঙ্গে ইতালি চলে যান। ধারণা করা হয়, ২০১২ সালে কুতিনহো এস্পানিওলে ধারে খেলতে গেলে তখন কিছু সময়ের জন্য আলাদা থাকতে হয় তাঁদের। তবে সে বছরই বিয়ে করেন এই দুজন। ২০১৩ সালে কুতিনহো লিভারপুলে যোগ দিলে তাঁর সঙ্গে চলে আসেন আইনেও।
বর্তমানে কুতিনহো-আইনে জুটি তিন সন্তানের বাবা-মা। দুই মেয়ে মারিয়া ও এসমেরেলডা এবং ছেলের নাম ফিলিপ্পে জুনিয়র। ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজের শরীরে আইনের ট্যাটুও এঁকেছেন কুতিনহো। বিভিন্ন সময় পাশে থাকার জন্য আইনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন কুতিনহো।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৭ ঘণ্টা আগে