রিয়াল মাদ্রিদের সব ম্যাচই এখন ২৮ মের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রস্তুতি। সেই ম্যাচের প্রতিপক্ষ লিভারপুলের চোখে চোখ রেখে লস ব্লাংকোসদের প্রস্তুতি চলছে জোরেসোরেই। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা রিয়াল নিজেদের মাঠে লেভান্তের বিপক্ষে জিতেছে ৬-০ গোলের বড় ব্যবধানে।
লেভান্তের বিপক্ষে বড় জয়ে মুখ্য ভূমিকা ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের। নিজে করেছেন হ্যাটট্রিক। করিম বেনজেমাকে দিয়ে করিয়েছেন আরেক গোল। ভিনিসিয়ুসের আলোকিত রাতে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন এই মৌসুমে দারুণ ছন্দে ছুটে চলা বেনজেমা।
ম্যাচের ১৯ মিনিটে ভিনিসিয়ুসের ক্রস থেকে হেডে বল পোস্টে ঢুকিয়ে এই মৌসুমে লা লিগায় নিজের ২৭তম গোল করেছেন বেনজেমা। সঙ্গে ছুঁয়ে ফেলেছেন রিয়াল কিংবদন্তি রাউলকে। নিজে হয়েছেন রিয়াল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল সংগ্রাহক।
২০১০ সালে রিয়াল ছেড়ে যাওয়ার আগে প্রিয় ক্লাব ইতিহাসে নিজের নামটা ভালোভাবেই খোদাই করে গিয়েছিলেন রাউল। সাবেক স্প্যানিশ ফরোয়ার্ডের ৩২৩ গোল কয়েক বছর বেশ ভালোভাবেই টিকে ছিল রেকর্ডের বইয়ে। সেই রেকর্ড ভেঙে নিজেকে সবার থেকে ছাপিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৯ বছরে পর্তুগিজ মহাতারকার ৪৫০ গোল এখনো বেশ ধরাছোঁয়ার বাইরে।
রোনালদোর ছায়ায় পড়ে না থাকলে হয়তো এত দিনে সাবেক সতীর্থের কাছাকাছিই থাকতেন বেনজেমা। রোনালদো থাকে ফরাসি ফরোয়ার্ডের ভূমিকা ছিল কেবল রোনালদোর সহকারী হিসেবে। ২০১৮ সালে রোনালদো জুভেন্টাসে পাড়ি জমাতেই লস ব্লাংকোসদের মূল ভরসার নাম এখন বেনজেমা। ফিরেছেন নিজের প্রিয় ভূমিকায়। এখন পর্যন্ত মৌসুমে ৪৩ ম্যাচে ৪৩ গোল করে ব্যালন ডি’অরের বড় ভাগীদার তিনি। একই সঙ্গে রিয়ালের আসল নেতাও। যে গতিতে ছুটছেন, গতিটা প্যারিসের ফাইনালে ধরে রাখতে পারলে এবারের ব্যালন ডি’অর যে বেনজেমার হাতেই উঠছে সেটা বলে দেওয়াই যায়।
রিয়াল মাদ্রিদের সব ম্যাচই এখন ২৮ মের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রস্তুতি। সেই ম্যাচের প্রতিপক্ষ লিভারপুলের চোখে চোখ রেখে লস ব্লাংকোসদের প্রস্তুতি চলছে জোরেসোরেই। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা রিয়াল নিজেদের মাঠে লেভান্তের বিপক্ষে জিতেছে ৬-০ গোলের বড় ব্যবধানে।
লেভান্তের বিপক্ষে বড় জয়ে মুখ্য ভূমিকা ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের। নিজে করেছেন হ্যাটট্রিক। করিম বেনজেমাকে দিয়ে করিয়েছেন আরেক গোল। ভিনিসিয়ুসের আলোকিত রাতে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন এই মৌসুমে দারুণ ছন্দে ছুটে চলা বেনজেমা।
ম্যাচের ১৯ মিনিটে ভিনিসিয়ুসের ক্রস থেকে হেডে বল পোস্টে ঢুকিয়ে এই মৌসুমে লা লিগায় নিজের ২৭তম গোল করেছেন বেনজেমা। সঙ্গে ছুঁয়ে ফেলেছেন রিয়াল কিংবদন্তি রাউলকে। নিজে হয়েছেন রিয়াল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল সংগ্রাহক।
২০১০ সালে রিয়াল ছেড়ে যাওয়ার আগে প্রিয় ক্লাব ইতিহাসে নিজের নামটা ভালোভাবেই খোদাই করে গিয়েছিলেন রাউল। সাবেক স্প্যানিশ ফরোয়ার্ডের ৩২৩ গোল কয়েক বছর বেশ ভালোভাবেই টিকে ছিল রেকর্ডের বইয়ে। সেই রেকর্ড ভেঙে নিজেকে সবার থেকে ছাপিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৯ বছরে পর্তুগিজ মহাতারকার ৪৫০ গোল এখনো বেশ ধরাছোঁয়ার বাইরে।
রোনালদোর ছায়ায় পড়ে না থাকলে হয়তো এত দিনে সাবেক সতীর্থের কাছাকাছিই থাকতেন বেনজেমা। রোনালদো থাকে ফরাসি ফরোয়ার্ডের ভূমিকা ছিল কেবল রোনালদোর সহকারী হিসেবে। ২০১৮ সালে রোনালদো জুভেন্টাসে পাড়ি জমাতেই লস ব্লাংকোসদের মূল ভরসার নাম এখন বেনজেমা। ফিরেছেন নিজের প্রিয় ভূমিকায়। এখন পর্যন্ত মৌসুমে ৪৩ ম্যাচে ৪৩ গোল করে ব্যালন ডি’অরের বড় ভাগীদার তিনি। একই সঙ্গে রিয়ালের আসল নেতাও। যে গতিতে ছুটছেন, গতিটা প্যারিসের ফাইনালে ধরে রাখতে পারলে এবারের ব্যালন ডি’অর যে বেনজেমার হাতেই উঠছে সেটা বলে দেওয়াই যায়।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে