Ajker Patrika

হ্যাটট্রিক ভিনিসিয়ুসের, রেকর্ড বেনজেমার

আপডেট : ১৩ মে ২০২২, ১২: ৩২
হ্যাটট্রিক ভিনিসিয়ুসের, রেকর্ড বেনজেমার

রিয়াল মাদ্রিদের সব ম্যাচই এখন ২৮ মের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রস্তুতি। সেই ম্যাচের প্রতিপক্ষ লিভারপুলের চোখে চোখ রেখে লস ব্লাংকোসদের প্রস্তুতি চলছে জোরেসোরেই।  আগেই লিগ শিরোপা নিশ্চিত করা রিয়াল নিজেদের মাঠে লেভান্তের বিপক্ষে জিতেছে ৬-০ গোলের বড় ব্যবধানে।

লেভান্তের বিপক্ষে বড় জয়ে মুখ্য ভূমিকা ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের। নিজে করেছেন হ্যাটট্রিক। করিম বেনজেমাকে দিয়ে করিয়েছেন আরেক গোল। ভিনিসিয়ুসের আলোকিত রাতে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন এই মৌসুমে দারুণ ছন্দে ছুটে চলা বেনজেমা।

ম্যাচের ১৯ মিনিটে ভিনিসিয়ুসের ক্রস থেকে হেডে বল পোস্টে ঢুকিয়ে এই মৌসুমে লা লিগায় নিজের ২৭তম গোল করেছেন বেনজেমা। সঙ্গে ছুঁয়ে ফেলেছেন রিয়াল কিংবদন্তি রাউলকে। নিজে হয়েছেন রিয়াল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল সংগ্রাহক। 

২০১০ সালে রিয়াল ছেড়ে যাওয়ার আগে প্রিয় ক্লাব ইতিহাসে নিজের নামটা ভালোভাবেই খোদাই করে গিয়েছিলেন রাউল। সাবেক স্প্যানিশ ফরোয়ার্ডের ৩২৩ গোল কয়েক বছর বেশ ভালোভাবেই টিকে ছিল রেকর্ডের বইয়ে। সেই রেকর্ড ভেঙে নিজেকে সবার থেকে ছাপিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৯ বছরে পর্তুগিজ মহাতারকার ৪৫০ গোল এখনো বেশ ধরাছোঁয়ার বাইরে। 

রোনালদোর ছায়ায় পড়ে না থাকলে হয়তো এত দিনে সাবেক সতীর্থের কাছাকাছিই থাকতেন বেনজেমা। রোনালদো থাকে ফরাসি ফরোয়ার্ডের ভূমিকা ছিল কেবল রোনালদোর সহকারী হিসেবে। ২০১৮ সালে রোনালদো জুভেন্টাসে পাড়ি জমাতেই লস ব্লাংকোসদের মূল ভরসার নাম এখন বেনজেমা। ফিরেছেন নিজের প্রিয় ভূমিকায়। এখন পর্যন্ত মৌসুমে ৪৩ ম্যাচে ৪৩ গোল করে ব্যালন ডি’অরের বড় ভাগীদার তিনি। একই সঙ্গে রিয়ালের আসল নেতাও। যে গতিতে ছুটছেন, গতিটা প্যারিসের ফাইনালে ধরে রাখতে পারলে এবারের ব্যালন ডি’অর যে বেনজেমার হাতেই উঠছে সেটা বলে দেওয়াই যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত