Ajker Patrika

ইউরোপা লিগ ফাইনাল

ম্যানচেস্টার নাকি টটেনহাম, চ্যাম্পিয়নস লিগের টিকিট কে পাচ্ছে আজ রাতে

ক্রীড়া ডেস্ক    
ম্যানচেস্টার ইউনাইটেড-টটেনহাম মুখোমুখি হবে আজ রাতে ইউরোপা লিগের ফাইনালে। ছবি: এএফপি
ম্যানচেস্টার ইউনাইটেড-টটেনহাম মুখোমুখি হবে আজ রাতে ইউরোপা লিগের ফাইনালে। ছবি: এএফপি

কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডে আসার পর রুবেন আমোরিমের অধীনে ২৬টি লিগ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার ১৪টিতে হেরেছে তারা। মজার ব্যাপার, পর্তুগিজ লিগে ব্রাগা ও স্পোর্টিং সিপির কোচ থাকার সময় দুই দল মিলিয়ে ঠিক ১৪টি হারই দেখেছিলেন আমোরিম। ওল্ড ট্রাফোর্ডে এসে কী নিদারুণ বাস্তবতার মুখোমুখি তিনি!

২০ দলের প্রিমিয়ার লিগে ১৬তম অবস্থানে এক সময়ের প্রতাপশালী ম্যানচেস্টার ইউনাইটেড। তারপরও আমোরিমের চোখে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন! আর এই স্বপ্ন আমোরিমকে দেখাচ্ছে উয়েফা ইউরোপা লিগের ‘লাইফ লাইন’। আজ এই টুর্নামেন্টের ফাইনাল। জিতলে ট্রফির পাশাপাশি মিলবে চ্যাম্পিয়নস লিগের টিকিটও। তাই এই ফাইনালের দিকে তাকিয়ে আমোরিম। গত সপ্তাহে ইউনাইটেডের এই পর্তুগিজ কোচ বলেছিলেন, ট্রফির চেয়ে তাঁর কোচ চ্যাম্পিয়নস লিগই বেশি গুরুত্বপূর্ণ।

কেন বেশি গুরুত্বপূর্ণ, তার ব্যাখ্যায় পর্তুগিজ কোচ বলেছিলেন, ‘আগামী কয়েক বছরে শীর্ষে ফেরার ভালো একটা মাধ্যম হতে পারে চ্যাম্পিয়নস লিগ।’ তাই আজকের ফাইনালটিও আমোরিমের কাছে গুরুত্বপূর্ণ। ‘গুরুত্বপূর্ণ’ এই ফাইনালে প্রতিপক্ষ আবার ইংলিশ লিগের আরেক দল—টটেনহাম। চলতি লিগে যাদের অবস্থান ইউনাইটেডের এক ধাপ পরে, ১৭তম অবস্থানে। তবে এই টটেনহামও ইউনাইটেডের জন্য ভয়ংকর। কারণ, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবার জিতেছে টটেনহাম। তিনবার পারলে আরেকবার কেন নয়? পারলে এভারটনের পাশে নাম তুলবে টটেনহাম, যারা প্রথম এবং একমাত্র দল হিসেবে এক মৌসুমে (১৯৮৫-৮৬) চারবার হারিয়েছে ইউনাইটেডকে।

তা ছাড়া, আমোরিমের মতো টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লুও তাকিয়ে বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে হতে যাওয়া এই ফাইনালের দিকে। দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ পোস্তেকগ্লুর চাকরি এমনিতেই হুমকির মুখে। আজকের ফাইনাল হারলে টটেনহাম বিদায় বলে দিতে পারে তাঁকে।

তো কে জিতবে ইউরোপা লিগের ফাইনাল? এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাচ্ছে অপ্টার সুপার কম্পিউটারও। চলতি মৌসুমে আগের তিন সাক্ষাতে জয়ের কারণেই কি না, অপ্টার সুপার কম্পিউটারে টটেনহামের জয়ের সম্ভাবনা ৫০.৩ শতাংশ!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত