ইউরোপা লিগ ফাইনাল
ক্রীড়া ডেস্ক
কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডে আসার পর রুবেন আমোরিমের অধীনে ২৬টি লিগ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার ১৪টিতে হেরেছে তারা। মজার ব্যাপার, পর্তুগিজ লিগে ব্রাগা ও স্পোর্টিং সিপির কোচ থাকার সময় দুই দল মিলিয়ে ঠিক ১৪টি হারই দেখেছিলেন আমোরিম। ওল্ড ট্রাফোর্ডে এসে কী নিদারুণ বাস্তবতার মুখোমুখি তিনি!
২০ দলের প্রিমিয়ার লিগে ১৬তম অবস্থানে এক সময়ের প্রতাপশালী ম্যানচেস্টার ইউনাইটেড। তারপরও আমোরিমের চোখে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন! আর এই স্বপ্ন আমোরিমকে দেখাচ্ছে উয়েফা ইউরোপা লিগের ‘লাইফ লাইন’। আজ এই টুর্নামেন্টের ফাইনাল। জিতলে ট্রফির পাশাপাশি মিলবে চ্যাম্পিয়নস লিগের টিকিটও। তাই এই ফাইনালের দিকে তাকিয়ে আমোরিম। গত সপ্তাহে ইউনাইটেডের এই পর্তুগিজ কোচ বলেছিলেন, ট্রফির চেয়ে তাঁর কোচ চ্যাম্পিয়নস লিগই বেশি গুরুত্বপূর্ণ।
কেন বেশি গুরুত্বপূর্ণ, তার ব্যাখ্যায় পর্তুগিজ কোচ বলেছিলেন, ‘আগামী কয়েক বছরে শীর্ষে ফেরার ভালো একটা মাধ্যম হতে পারে চ্যাম্পিয়নস লিগ।’ তাই আজকের ফাইনালটিও আমোরিমের কাছে গুরুত্বপূর্ণ। ‘গুরুত্বপূর্ণ’ এই ফাইনালে প্রতিপক্ষ আবার ইংলিশ লিগের আরেক দল—টটেনহাম। চলতি লিগে যাদের অবস্থান ইউনাইটেডের এক ধাপ পরে, ১৭তম অবস্থানে। তবে এই টটেনহামও ইউনাইটেডের জন্য ভয়ংকর। কারণ, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবার জিতেছে টটেনহাম। তিনবার পারলে আরেকবার কেন নয়? পারলে এভারটনের পাশে নাম তুলবে টটেনহাম, যারা প্রথম এবং একমাত্র দল হিসেবে এক মৌসুমে (১৯৮৫-৮৬) চারবার হারিয়েছে ইউনাইটেডকে।
তা ছাড়া, আমোরিমের মতো টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লুও তাকিয়ে বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে হতে যাওয়া এই ফাইনালের দিকে। দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ পোস্তেকগ্লুর চাকরি এমনিতেই হুমকির মুখে। আজকের ফাইনাল হারলে টটেনহাম বিদায় বলে দিতে পারে তাঁকে।
তো কে জিতবে ইউরোপা লিগের ফাইনাল? এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাচ্ছে অপ্টার সুপার কম্পিউটারও। চলতি মৌসুমে আগের তিন সাক্ষাতে জয়ের কারণেই কি না, অপ্টার সুপার কম্পিউটারে টটেনহামের জয়ের সম্ভাবনা ৫০.৩ শতাংশ!
কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডে আসার পর রুবেন আমোরিমের অধীনে ২৬টি লিগ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার ১৪টিতে হেরেছে তারা। মজার ব্যাপার, পর্তুগিজ লিগে ব্রাগা ও স্পোর্টিং সিপির কোচ থাকার সময় দুই দল মিলিয়ে ঠিক ১৪টি হারই দেখেছিলেন আমোরিম। ওল্ড ট্রাফোর্ডে এসে কী নিদারুণ বাস্তবতার মুখোমুখি তিনি!
২০ দলের প্রিমিয়ার লিগে ১৬তম অবস্থানে এক সময়ের প্রতাপশালী ম্যানচেস্টার ইউনাইটেড। তারপরও আমোরিমের চোখে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন! আর এই স্বপ্ন আমোরিমকে দেখাচ্ছে উয়েফা ইউরোপা লিগের ‘লাইফ লাইন’। আজ এই টুর্নামেন্টের ফাইনাল। জিতলে ট্রফির পাশাপাশি মিলবে চ্যাম্পিয়নস লিগের টিকিটও। তাই এই ফাইনালের দিকে তাকিয়ে আমোরিম। গত সপ্তাহে ইউনাইটেডের এই পর্তুগিজ কোচ বলেছিলেন, ট্রফির চেয়ে তাঁর কোচ চ্যাম্পিয়নস লিগই বেশি গুরুত্বপূর্ণ।
কেন বেশি গুরুত্বপূর্ণ, তার ব্যাখ্যায় পর্তুগিজ কোচ বলেছিলেন, ‘আগামী কয়েক বছরে শীর্ষে ফেরার ভালো একটা মাধ্যম হতে পারে চ্যাম্পিয়নস লিগ।’ তাই আজকের ফাইনালটিও আমোরিমের কাছে গুরুত্বপূর্ণ। ‘গুরুত্বপূর্ণ’ এই ফাইনালে প্রতিপক্ষ আবার ইংলিশ লিগের আরেক দল—টটেনহাম। চলতি লিগে যাদের অবস্থান ইউনাইটেডের এক ধাপ পরে, ১৭তম অবস্থানে। তবে এই টটেনহামও ইউনাইটেডের জন্য ভয়ংকর। কারণ, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবার জিতেছে টটেনহাম। তিনবার পারলে আরেকবার কেন নয়? পারলে এভারটনের পাশে নাম তুলবে টটেনহাম, যারা প্রথম এবং একমাত্র দল হিসেবে এক মৌসুমে (১৯৮৫-৮৬) চারবার হারিয়েছে ইউনাইটেডকে।
তা ছাড়া, আমোরিমের মতো টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লুও তাকিয়ে বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে হতে যাওয়া এই ফাইনালের দিকে। দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ পোস্তেকগ্লুর চাকরি এমনিতেই হুমকির মুখে। আজকের ফাইনাল হারলে টটেনহাম বিদায় বলে দিতে পারে তাঁকে।
তো কে জিতবে ইউরোপা লিগের ফাইনাল? এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাচ্ছে অপ্টার সুপার কম্পিউটারও। চলতি মৌসুমে আগের তিন সাক্ষাতে জয়ের কারণেই কি না, অপ্টার সুপার কম্পিউটারে টটেনহামের জয়ের সম্ভাবনা ৫০.৩ শতাংশ!
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে