ইউরোপা লিগ ফাইনাল
ক্রীড়া ডেস্ক
কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডে আসার পর রুবেন আমোরিমের অধীনে ২৬টি লিগ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার ১৪টিতে হেরেছে তারা। মজার ব্যাপার, পর্তুগিজ লিগে ব্রাগা ও স্পোর্টিং সিপির কোচ থাকার সময় দুই দল মিলিয়ে ঠিক ১৪টি হারই দেখেছিলেন আমোরিম। ওল্ড ট্রাফোর্ডে এসে কী নিদারুণ বাস্তবতার মুখোমুখি তিনি!
২০ দলের প্রিমিয়ার লিগে ১৬তম অবস্থানে এক সময়ের প্রতাপশালী ম্যানচেস্টার ইউনাইটেড। তারপরও আমোরিমের চোখে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন! আর এই স্বপ্ন আমোরিমকে দেখাচ্ছে উয়েফা ইউরোপা লিগের ‘লাইফ লাইন’। আজ এই টুর্নামেন্টের ফাইনাল। জিতলে ট্রফির পাশাপাশি মিলবে চ্যাম্পিয়নস লিগের টিকিটও। তাই এই ফাইনালের দিকে তাকিয়ে আমোরিম। গত সপ্তাহে ইউনাইটেডের এই পর্তুগিজ কোচ বলেছিলেন, ট্রফির চেয়ে তাঁর কোচ চ্যাম্পিয়নস লিগই বেশি গুরুত্বপূর্ণ।
কেন বেশি গুরুত্বপূর্ণ, তার ব্যাখ্যায় পর্তুগিজ কোচ বলেছিলেন, ‘আগামী কয়েক বছরে শীর্ষে ফেরার ভালো একটা মাধ্যম হতে পারে চ্যাম্পিয়নস লিগ।’ তাই আজকের ফাইনালটিও আমোরিমের কাছে গুরুত্বপূর্ণ। ‘গুরুত্বপূর্ণ’ এই ফাইনালে প্রতিপক্ষ আবার ইংলিশ লিগের আরেক দল—টটেনহাম। চলতি লিগে যাদের অবস্থান ইউনাইটেডের এক ধাপ পরে, ১৭তম অবস্থানে। তবে এই টটেনহামও ইউনাইটেডের জন্য ভয়ংকর। কারণ, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবার জিতেছে টটেনহাম। তিনবার পারলে আরেকবার কেন নয়? পারলে এভারটনের পাশে নাম তুলবে টটেনহাম, যারা প্রথম এবং একমাত্র দল হিসেবে এক মৌসুমে (১৯৮৫-৮৬) চারবার হারিয়েছে ইউনাইটেডকে।
তা ছাড়া, আমোরিমের মতো টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লুও তাকিয়ে বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে হতে যাওয়া এই ফাইনালের দিকে। দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ পোস্তেকগ্লুর চাকরি এমনিতেই হুমকির মুখে। আজকের ফাইনাল হারলে টটেনহাম বিদায় বলে দিতে পারে তাঁকে।
তো কে জিতবে ইউরোপা লিগের ফাইনাল? এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাচ্ছে অপ্টার সুপার কম্পিউটারও। চলতি মৌসুমে আগের তিন সাক্ষাতে জয়ের কারণেই কি না, অপ্টার সুপার কম্পিউটারে টটেনহামের জয়ের সম্ভাবনা ৫০.৩ শতাংশ!
কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডে আসার পর রুবেন আমোরিমের অধীনে ২৬টি লিগ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার ১৪টিতে হেরেছে তারা। মজার ব্যাপার, পর্তুগিজ লিগে ব্রাগা ও স্পোর্টিং সিপির কোচ থাকার সময় দুই দল মিলিয়ে ঠিক ১৪টি হারই দেখেছিলেন আমোরিম। ওল্ড ট্রাফোর্ডে এসে কী নিদারুণ বাস্তবতার মুখোমুখি তিনি!
২০ দলের প্রিমিয়ার লিগে ১৬তম অবস্থানে এক সময়ের প্রতাপশালী ম্যানচেস্টার ইউনাইটেড। তারপরও আমোরিমের চোখে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন! আর এই স্বপ্ন আমোরিমকে দেখাচ্ছে উয়েফা ইউরোপা লিগের ‘লাইফ লাইন’। আজ এই টুর্নামেন্টের ফাইনাল। জিতলে ট্রফির পাশাপাশি মিলবে চ্যাম্পিয়নস লিগের টিকিটও। তাই এই ফাইনালের দিকে তাকিয়ে আমোরিম। গত সপ্তাহে ইউনাইটেডের এই পর্তুগিজ কোচ বলেছিলেন, ট্রফির চেয়ে তাঁর কোচ চ্যাম্পিয়নস লিগই বেশি গুরুত্বপূর্ণ।
কেন বেশি গুরুত্বপূর্ণ, তার ব্যাখ্যায় পর্তুগিজ কোচ বলেছিলেন, ‘আগামী কয়েক বছরে শীর্ষে ফেরার ভালো একটা মাধ্যম হতে পারে চ্যাম্পিয়নস লিগ।’ তাই আজকের ফাইনালটিও আমোরিমের কাছে গুরুত্বপূর্ণ। ‘গুরুত্বপূর্ণ’ এই ফাইনালে প্রতিপক্ষ আবার ইংলিশ লিগের আরেক দল—টটেনহাম। চলতি লিগে যাদের অবস্থান ইউনাইটেডের এক ধাপ পরে, ১৭তম অবস্থানে। তবে এই টটেনহামও ইউনাইটেডের জন্য ভয়ংকর। কারণ, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবার জিতেছে টটেনহাম। তিনবার পারলে আরেকবার কেন নয়? পারলে এভারটনের পাশে নাম তুলবে টটেনহাম, যারা প্রথম এবং একমাত্র দল হিসেবে এক মৌসুমে (১৯৮৫-৮৬) চারবার হারিয়েছে ইউনাইটেডকে।
তা ছাড়া, আমোরিমের মতো টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লুও তাকিয়ে বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে হতে যাওয়া এই ফাইনালের দিকে। দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ পোস্তেকগ্লুর চাকরি এমনিতেই হুমকির মুখে। আজকের ফাইনাল হারলে টটেনহাম বিদায় বলে দিতে পারে তাঁকে।
তো কে জিতবে ইউরোপা লিগের ফাইনাল? এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাচ্ছে অপ্টার সুপার কম্পিউটারও। চলতি মৌসুমে আগের তিন সাক্ষাতে জয়ের কারণেই কি না, অপ্টার সুপার কম্পিউটারে টটেনহামের জয়ের সম্ভাবনা ৫০.৩ শতাংশ!
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে