Ajker Patrika

ব্রাজিলিয়ান ফুটবলারের অভিষেকে বার্সার জয়ে জাভির উচ্ছ্বাস 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৫: ২৬
ব্রাজিলিয়ান ফুটবলারের অভিষেকে বার্সার জয়ে জাভির উচ্ছ্বাস 

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার এই মৌসুমে পথচলা কিছুটা ‘বন্ধুর’। ম্যাচ তেমন না হারলেও ড্র করায় পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়ে বার্সা। গত রাতে শেষ মুহূর্তে এক রোমাঞ্চকর জয় পেয়েছে কাতালানরা। 

গ্র্যান ক্যানারিতে গত রাতে লা লিগার ম্যাচে লাস পালমাস-বার্সেলোনার লড়াই বলা যায় সমানে সমানেই হয়েছিল। ৫৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সার শট ছিল ৫টি। অন্যদিকে লাস পালমাস বল দখলে রেখেছিল ৪৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা করে ৩টি শট। ম্যাচের প্রথম গোল করেছিল লাস পালমাস। ১২ মিনিটে গোল করেন দলটির ফরোয়ার্ড মুনির এল হাদ্দাদি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে লাস পালমাস। 

প্রথমার্ধে গোলের দেখা না পাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে। ৫৫ মিনিটে সার্জিও রবার্তোর অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন বার্সা ফরোয়ার্ড ফেরান তরেস। একটা পর্যায়ে ম্যাচের ড্র-ই যখন একমাত্র ফল মনে হচ্ছিল, তখনই চমকে দেয় বার্সা। অতিরিক্ত সময়ের তিন মিনিটে লাস পালমাস ডিফেন্ডার ড্যালি সিঙ্কগ্রাভেন বাজেভাবে ফাউল করেন বার্সার ফুটবলারকে। তখন পেনাল্টিতে জয়সূচক গোল করেন ইলকায় গুন্দোয়ান। ২-১ গোলের জয়ে বার্সা এখন ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘আজ (গতকাল) রাতে যে গতিতে আমরা খেলেছি, তাতে বেশ উচ্ছ্বসিত। প্রথমার্ধে অতটা ভালো খেলতে পারিনি আমরা। একটু কঠিন মনে হচ্ছিল। বিশেষ করে ফাইনাল পাসে একটু ভুগছিলাম। তবে দ্বিতীয়ার্ধে আমরা দারুণ খেলেছি। পাসও দারুণ দিচ্ছিলাম। সবকিছু ঠিকভাবেই হচ্ছিল।’ 

বার্সা গতকাল বদলি খেলিয়েছে পাঁচ ফুটবলারকে, যার মধ্যে দ্বিতীয়ার্ধেই খেলেছেন চার বদলি ফুটবলার। এরই মধ্যে ব্রাজিলের ভিতোর রকির বার্সার জার্সিতে অভিষেক হয়েছে। এর পরই দ্বিতীয়ার্ধে খেলায় বার্সেলোনা খেলেছে গতিশীল ফুটবল। প্রতিপক্ষের দুর্গ বরাবর বারবার হানা দিয়েছে বার্সা। জাভি বলেন, ‘দ্বিতীয়ার্ধে যে কয়টা পরিবর্তন আমি করেছি, তা বেশ কাজে দিয়েছে। ফাইনাল থার্ডে আমরা বেশ ভালো খেলেছি। ফেরানের গোলটাই আমাদের বেশ উজ্জীবিত করেছে। এটা দরকার ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত