ক্রীড়া ডেস্ক
কৈশোরের একটা আভা এখনও চোখে মুখে লেগে আছে তাঁর। ১৯ বছর বয়সী সেই জোব বেলিংহামকে এ মাসেই যখন সান্ডারল্যান্ড থেকে ৩ কোটি ৩০ লাখ ইউরোয় কিনে নিল বরুসিয়া ডর্টমুন্ড, তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেনি—এক টিনেজারের পিছনে এত ব্যয়!
১৯ বছর বয়সী জোব বেলিংহামের ওপর ভরসা রেখেই তাঁকে পাঁচ বছরের জন্য কিনে নেয় ডর্টমুন্ড। তাদের সিদ্ধান্তটা যে সঠিক ছিল পরশু ফিফা ক্লাব বিশ্বকাপে মামেলোদি সানডাউনসের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে সেটি প্রমাণ করলেন ইংলিশ এই মিডফিল্ডার।
জাতিতে ইংলিশ, নামের সঙ্গে বেলিংহাম.... ! ঠিকই ধরেছেন রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহামের ভাই জোব বেলিংহাম। প্রথমবারের মতো এদিন ডর্টমুন্ডের শুরুর একাদশে থেকে খেলতে নেমেছিলেন। তাঁর গোল পাওয়ার ম্যাচে ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকান ক্লাব সানডাউনসকে হারিয়েছে ডর্টমুন্ড। ম্যাচসেরা হয়েছেন জোব। ডর্টমুন্ডে তাঁর শুরুটা এরচেয়ে ভালো আর কী হতে পারত!
ম্যাচ শেষে ডিএজেডএনকে জোব বেলিংহাম বললেন, ‘ (গোলটা) দারুণ একটা বোনাস ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি। তবে এখনো আমার এবং দলের অনেক কিছু শেখার ও উন্নতি করার আছে। তবু আমি এই পারফরম্যান্সে খুশি।’
জোব বেলিংহাম যে গোলটি করেছেন সেটি ছিল বুদ্ধিদীপ্ত। সানডাউনসের গোলরক্ষক বলটি অলক্ষ্যের তাঁর দিকে ঠেলে দিয়েছিলেন। একজন ডিফেন্ডারের ট্যাকল এড়িয়ে এবং গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন জোব। তবে গোল হয়েছে বিশ্বাসই হচ্ছিল না জোবের, ‘বল যখন জাল ছোঁয় সত্যি এটা কিছু ঘোরে থাকার মতো মনে হয়েছিল।’
ডর্টমুন্ডের শুরুর একাদশে থেকে প্রথম ম্যাচে গোল করে ভাই জুডের কথা মনে করিয়ে দিয়েছেন জোব। ডর্টমুন্ডের হয়ে জুড বেলিংহামও প্রথম একাদশে থেকে ডর্টমুন্ডের প্রথম ম্যাচে গোল করেছিলেন। জুডের দেখানো পথেই নিজেকে মেলে ধরার দিকে এগিয়ে যাচ্ছেন জোব।
সিনসিনাটিতে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই খেলতে হয়েছে জোবকে। একটা তাঁর জন্য নতুন এক অভিজ্ঞতাও। বলছেন, ‘এই রকম (গরম) আবহাওয়ায় খেলাটা সত্যিই কঠিন, বিশেষ করে ইউরোপিয়ান দলের জন্য। সানডাউনস দুর্দান্ত খেলেছে এবং ওরা এমন পরিবেশে অভ্যস্ত, কিন্তু আমরা নই। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের মানিয়ে নিতে হবে।’
ডর্টমুন্ডের জয়ের দিনে জয় পেয়েছে ইন্টার মিলান ও ফ্লুমিনেন্স। ইন্টার ২-১ গোলে উরাওয়া রেড ডায়মন্ডসকে এবং ফ্লুমিনেন্স ৪-২ গোলে উলসান এইচডিকে হারিয়েছে। আর আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট গোলশূন্য ড্র করেছে মন্তেরের সঙ্গে।
কৈশোরের একটা আভা এখনও চোখে মুখে লেগে আছে তাঁর। ১৯ বছর বয়সী সেই জোব বেলিংহামকে এ মাসেই যখন সান্ডারল্যান্ড থেকে ৩ কোটি ৩০ লাখ ইউরোয় কিনে নিল বরুসিয়া ডর্টমুন্ড, তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেনি—এক টিনেজারের পিছনে এত ব্যয়!
১৯ বছর বয়সী জোব বেলিংহামের ওপর ভরসা রেখেই তাঁকে পাঁচ বছরের জন্য কিনে নেয় ডর্টমুন্ড। তাদের সিদ্ধান্তটা যে সঠিক ছিল পরশু ফিফা ক্লাব বিশ্বকাপে মামেলোদি সানডাউনসের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে সেটি প্রমাণ করলেন ইংলিশ এই মিডফিল্ডার।
জাতিতে ইংলিশ, নামের সঙ্গে বেলিংহাম.... ! ঠিকই ধরেছেন রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহামের ভাই জোব বেলিংহাম। প্রথমবারের মতো এদিন ডর্টমুন্ডের শুরুর একাদশে থেকে খেলতে নেমেছিলেন। তাঁর গোল পাওয়ার ম্যাচে ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকান ক্লাব সানডাউনসকে হারিয়েছে ডর্টমুন্ড। ম্যাচসেরা হয়েছেন জোব। ডর্টমুন্ডে তাঁর শুরুটা এরচেয়ে ভালো আর কী হতে পারত!
ম্যাচ শেষে ডিএজেডএনকে জোব বেলিংহাম বললেন, ‘ (গোলটা) দারুণ একটা বোনাস ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি। তবে এখনো আমার এবং দলের অনেক কিছু শেখার ও উন্নতি করার আছে। তবু আমি এই পারফরম্যান্সে খুশি।’
জোব বেলিংহাম যে গোলটি করেছেন সেটি ছিল বুদ্ধিদীপ্ত। সানডাউনসের গোলরক্ষক বলটি অলক্ষ্যের তাঁর দিকে ঠেলে দিয়েছিলেন। একজন ডিফেন্ডারের ট্যাকল এড়িয়ে এবং গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন জোব। তবে গোল হয়েছে বিশ্বাসই হচ্ছিল না জোবের, ‘বল যখন জাল ছোঁয় সত্যি এটা কিছু ঘোরে থাকার মতো মনে হয়েছিল।’
ডর্টমুন্ডের শুরুর একাদশে থেকে প্রথম ম্যাচে গোল করে ভাই জুডের কথা মনে করিয়ে দিয়েছেন জোব। ডর্টমুন্ডের হয়ে জুড বেলিংহামও প্রথম একাদশে থেকে ডর্টমুন্ডের প্রথম ম্যাচে গোল করেছিলেন। জুডের দেখানো পথেই নিজেকে মেলে ধরার দিকে এগিয়ে যাচ্ছেন জোব।
সিনসিনাটিতে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই খেলতে হয়েছে জোবকে। একটা তাঁর জন্য নতুন এক অভিজ্ঞতাও। বলছেন, ‘এই রকম (গরম) আবহাওয়ায় খেলাটা সত্যিই কঠিন, বিশেষ করে ইউরোপিয়ান দলের জন্য। সানডাউনস দুর্দান্ত খেলেছে এবং ওরা এমন পরিবেশে অভ্যস্ত, কিন্তু আমরা নই। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের মানিয়ে নিতে হবে।’
ডর্টমুন্ডের জয়ের দিনে জয় পেয়েছে ইন্টার মিলান ও ফ্লুমিনেন্স। ইন্টার ২-১ গোলে উরাওয়া রেড ডায়মন্ডসকে এবং ফ্লুমিনেন্স ৪-২ গোলে উলসান এইচডিকে হারিয়েছে। আর আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট গোলশূন্য ড্র করেছে মন্তেরের সঙ্গে।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে