১৯৫৮ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সুইডেন। সেই ফাইনালে খেলা সুইডিশ দলের শেষ জীবিত খেলোয়াড়টিও চলে গেলেন আজ। ৮৯ বছর বয়সে মারা গেছেন ফিওরেন্তিনার সাবেক সুইডিশ উইঙ্গার কার্ট হামরিন।
ভক্ত-সমর্থকেরা তাঁকে ভালোবেসে ডাকত ‘উচ্চেলিনো’, যার ইংরেজি অর্থ ‘লিটল বার্ড’। হামরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফিওরেন্তিনা এক বিবৃতিতে বলেছে, ‘ফিওরেন্তিনার সবাই কার্ট হ্যামরিনের মৃত্যুতে তাঁর পরিবার এবং পুরো ফুটবল সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে শোক জানাচ্ছে। হামরিন ফুটবলের একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। বিশেষ করে ফিওরেন্তিনা সমর্থকদের কাছে।’ হামরিনের মৃত্যুতে শোক জানিয়েছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনও।
১৯৫৮ বিশ্বকাপে সুইডেনকে ফাইনালে তোলার মূল কারিগর ছিলেন হামরিন। তবে সেবার ফাইনালে তারা হেরে যায় এক তরুণের কাছে, যাঁর নাম পেলে। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল।
জাতীয় দলের হয়ে হামরিন ৩২ ম্যাচে ১৭ গোল করেছেন। তবে তিনি সুইডিশ সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে আছেন দলকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের টিকিট এনে দেওয়ার জন্য। বিশ্বমঞ্চে সেটিই একমাত্র ফাইনাল সুইডেনের। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও শেষ চারে গোল করেছিলেন হামরিন। ফাইনালে তাঁরা মুখোমুখি হয় মারিও জাগালো, গারিঞ্চা ও পেলের ব্রাজিলের।
পেশাদারি ক্যারিয়ারের অধিকাংশ সময় ফিওরেন্তিনায় কাটিয়েছেন হামরিন। খেলেছেন সিরি আর আরও তিন ক্লাব জুভেন্তাস, এসি মিলান ও নাপোলির হয়ে। তবে একমাত্র সিরি আ শিরোপা জিতেছেন মিলানের সান সিরোতে নিজের অভিষেক মৌসুমে।
১৯৫৮ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সুইডেন। সেই ফাইনালে খেলা সুইডিশ দলের শেষ জীবিত খেলোয়াড়টিও চলে গেলেন আজ। ৮৯ বছর বয়সে মারা গেছেন ফিওরেন্তিনার সাবেক সুইডিশ উইঙ্গার কার্ট হামরিন।
ভক্ত-সমর্থকেরা তাঁকে ভালোবেসে ডাকত ‘উচ্চেলিনো’, যার ইংরেজি অর্থ ‘লিটল বার্ড’। হামরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফিওরেন্তিনা এক বিবৃতিতে বলেছে, ‘ফিওরেন্তিনার সবাই কার্ট হ্যামরিনের মৃত্যুতে তাঁর পরিবার এবং পুরো ফুটবল সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে শোক জানাচ্ছে। হামরিন ফুটবলের একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। বিশেষ করে ফিওরেন্তিনা সমর্থকদের কাছে।’ হামরিনের মৃত্যুতে শোক জানিয়েছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনও।
১৯৫৮ বিশ্বকাপে সুইডেনকে ফাইনালে তোলার মূল কারিগর ছিলেন হামরিন। তবে সেবার ফাইনালে তারা হেরে যায় এক তরুণের কাছে, যাঁর নাম পেলে। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল।
জাতীয় দলের হয়ে হামরিন ৩২ ম্যাচে ১৭ গোল করেছেন। তবে তিনি সুইডিশ সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে আছেন দলকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের টিকিট এনে দেওয়ার জন্য। বিশ্বমঞ্চে সেটিই একমাত্র ফাইনাল সুইডেনের। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও শেষ চারে গোল করেছিলেন হামরিন। ফাইনালে তাঁরা মুখোমুখি হয় মারিও জাগালো, গারিঞ্চা ও পেলের ব্রাজিলের।
পেশাদারি ক্যারিয়ারের অধিকাংশ সময় ফিওরেন্তিনায় কাটিয়েছেন হামরিন। খেলেছেন সিরি আর আরও তিন ক্লাব জুভেন্তাস, এসি মিলান ও নাপোলির হয়ে। তবে একমাত্র সিরি আ শিরোপা জিতেছেন মিলানের সান সিরোতে নিজের অভিষেক মৌসুমে।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে