তিনি নিজে একজন কিংবদন্তি। বার্সেলোনার সেরা সময়ের এক সেনানী। তাঁর সময়টায় ন্যু ক্যাম্প ঝলমল করত তারকার আলোয়। রোনালদিনহো থেকে শুরু করে স্যামুয়েল ইতো, লিওনেল মেসিদের সতীর্থ হিসেবে পেয়েছেন। সময়টা যদি পিছিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে এই কিংবদন্তিদের কোচ হতে চাইতেন জাভি হার্নান্দেজ।
ভালোবাসার বার্সার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ভেঙে ২০১৫ সালে কাতারের আল সাদে নাম লিখিয়েছিলেন জাভি। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার আজ আবারও প্রিয় ন্যু ক্যাম্পে ফিরলেন, এবার প্রধান কোচ হয়ে।
খেলোয়াড়ি জীবনের শুরুতে যেমন বার্সার দুঃসময় দেখেছেন, আবার দেখেছেন এক ঝাঁক কিংবদন্তির ছটায় কীভাবে খারাপ সময় কাটিয়ে বিশ্বের অন্যতম ক্লাবে পরিণত হয়েছিল কাতালান ক্লাবটি। আর্থিক দুরবস্থা, মাঠে-বাইরে নানা বিতর্কে এখন ধুঁকছে বার্সা। চলমান দুরবস্থা কাটিয়ে উঠতে তাই অতীতের পরীক্ষিত সেনার ওপরেই ভরসা রাখছেন বার্সা হুয়ান লাপোর্ত্তা।
বার্সার প্রধান কোচ হিসেবে আজ ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে জাভিকে। যে মাঠ খেলে বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়েছেন সেই ন্যু ক্যাম্পে ফিরে স্মরণ করলেন সোনালি অতীতকে। কোচ হয়ে অতীতের মতো শক্তিশালী এক প্রজন্ম গড়ে তোলার আশ্বাস জাভির, ‘আমি এখানে এসেছি তরুণদের মধ্যে থেকে সেরাটা বের করতে। তাদের হাসিখুশি রাখতে। আমি সবাইকেই চাই। দলে অনেক তরুণ ফুটবলার আছে। নিকো, গাভির মতো ফুটবলাররা অল্প বয়সে যেভাবে পারফর্ম করছে তা বোঝা বেশ কঠিন। আমি চাই সবাই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিক। প্রতিটি ম্যাচ একেকটা ফাইনাল।’
মেসি তাকে শুভেচ্ছাও জানিয়েছেন বলে জানিয়েছেন জাভি, ‘অবশ্যই আমি মেসি, ইতো, রোনালদিনহোদের কোচ হতে চাইব। মেসি এরই মধ্যে আমাকে শুভ কামনা জানিয়েছে। তবে এই খেলোয়াড়দের নিয়ে আমাদের ভাবা উচিত নয়। এখন আমাদের পুরো প্রক্রিয়াটাকেই পাল্টে ফেলতে হবে। জিততে হলে আমাদের আগ্রাসী হতে হবে, প্রতিপক্ষের অর্ধে চাপ তৈরি করতে হবে।’
বার্সার কোচ হিসেবে ২১ নভেম্বর এস্পানিয়লের বিপক্ষে অভিষেক হবে জাভির। জয় দিয়েই নতুন পথচলা শুরু করতে চান চার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই মিডফিল্ডার, ‘আমাদের প্রথম অভিযান কাতালান ডার্ভি। ম্যাচটা জিততে চাই। আমাদের সব ম্যাচই জিততে হবে। এটা সত্যি যে আমরা ইতিহাসের সেরা সময়ের বাইরে। সেরা সময়ে ফিরতে মাঝারি থেকে দীর্ঘ মেয়াদি প্রকল্প হাতে নিতে হবে।’
তিনি নিজে একজন কিংবদন্তি। বার্সেলোনার সেরা সময়ের এক সেনানী। তাঁর সময়টায় ন্যু ক্যাম্প ঝলমল করত তারকার আলোয়। রোনালদিনহো থেকে শুরু করে স্যামুয়েল ইতো, লিওনেল মেসিদের সতীর্থ হিসেবে পেয়েছেন। সময়টা যদি পিছিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে এই কিংবদন্তিদের কোচ হতে চাইতেন জাভি হার্নান্দেজ।
ভালোবাসার বার্সার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ভেঙে ২০১৫ সালে কাতারের আল সাদে নাম লিখিয়েছিলেন জাভি। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার আজ আবারও প্রিয় ন্যু ক্যাম্পে ফিরলেন, এবার প্রধান কোচ হয়ে।
খেলোয়াড়ি জীবনের শুরুতে যেমন বার্সার দুঃসময় দেখেছেন, আবার দেখেছেন এক ঝাঁক কিংবদন্তির ছটায় কীভাবে খারাপ সময় কাটিয়ে বিশ্বের অন্যতম ক্লাবে পরিণত হয়েছিল কাতালান ক্লাবটি। আর্থিক দুরবস্থা, মাঠে-বাইরে নানা বিতর্কে এখন ধুঁকছে বার্সা। চলমান দুরবস্থা কাটিয়ে উঠতে তাই অতীতের পরীক্ষিত সেনার ওপরেই ভরসা রাখছেন বার্সা হুয়ান লাপোর্ত্তা।
বার্সার প্রধান কোচ হিসেবে আজ ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে জাভিকে। যে মাঠ খেলে বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়েছেন সেই ন্যু ক্যাম্পে ফিরে স্মরণ করলেন সোনালি অতীতকে। কোচ হয়ে অতীতের মতো শক্তিশালী এক প্রজন্ম গড়ে তোলার আশ্বাস জাভির, ‘আমি এখানে এসেছি তরুণদের মধ্যে থেকে সেরাটা বের করতে। তাদের হাসিখুশি রাখতে। আমি সবাইকেই চাই। দলে অনেক তরুণ ফুটবলার আছে। নিকো, গাভির মতো ফুটবলাররা অল্প বয়সে যেভাবে পারফর্ম করছে তা বোঝা বেশ কঠিন। আমি চাই সবাই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিক। প্রতিটি ম্যাচ একেকটা ফাইনাল।’
মেসি তাকে শুভেচ্ছাও জানিয়েছেন বলে জানিয়েছেন জাভি, ‘অবশ্যই আমি মেসি, ইতো, রোনালদিনহোদের কোচ হতে চাইব। মেসি এরই মধ্যে আমাকে শুভ কামনা জানিয়েছে। তবে এই খেলোয়াড়দের নিয়ে আমাদের ভাবা উচিত নয়। এখন আমাদের পুরো প্রক্রিয়াটাকেই পাল্টে ফেলতে হবে। জিততে হলে আমাদের আগ্রাসী হতে হবে, প্রতিপক্ষের অর্ধে চাপ তৈরি করতে হবে।’
বার্সার কোচ হিসেবে ২১ নভেম্বর এস্পানিয়লের বিপক্ষে অভিষেক হবে জাভির। জয় দিয়েই নতুন পথচলা শুরু করতে চান চার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই মিডফিল্ডার, ‘আমাদের প্রথম অভিযান কাতালান ডার্ভি। ম্যাচটা জিততে চাই। আমাদের সব ম্যাচই জিততে হবে। এটা সত্যি যে আমরা ইতিহাসের সেরা সময়ের বাইরে। সেরা সময়ে ফিরতে মাঝারি থেকে দীর্ঘ মেয়াদি প্রকল্প হাতে নিতে হবে।’
বি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
২৮ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১ ঘণ্টা আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
২ ঘণ্টা আগে