ক্রীড়া ডেস্ক
ঘরের ছেলে উসমান দেম্বেলে হাতেই যে ব্যালন ডি’অরের পুরস্কার উঠবে, সেটা অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই অনুমান করা যাচ্ছিল। প্যারিসের থিয়েটার দ্যু শাতল মঞ্চে উঠে এরপর ট্রফিটি বুঝে নিলেন দেম্বেলে। ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জয়ের পর ফরাসি ফরোয়ার্ড নিজের আবেগ সামলাতে পারেননি।
২০২৪-২৫ মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে দেম্বেলে খেলেছেন ৫৩ ম্যাচ। ৩৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়নস লিগ—সবশেষ মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে তাঁর অবদান অপরিসীম। সবচেয়ে বড় কথা ২০২৪-২৫ মৌসুমেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে দেম্বেলে করেন ৬ গোল। প্যারিসে গত রাতে নিজের মায়ের সামনে এই পুরস্কার জিতেছেন তিনি। দর্শকদের একাংশ তখন ‘উসমান, উসমান’ বলে হর্ষধ্বনি দিয়েছেন। দেম্বেলের ব্যালন ডি’অর জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন স্পেনের আইতানা বোনমাতি। টানা তিনবার নারী ব্যালন ডি’অর জিতেছেন বোনমাতি।
প্যারিসের থিয়েটার দ্যু শাতলে ব্যালন ডি’অরের পুরস্কার দেওয়ার কিছুক্ষণ আগেই জানানো হয়েছে, ৩০ জন থেকে লড়াইটা চলে এসেছে দুই জনের মধ্যে। সেই দুই ফুটবলার হলেন দেম্বেলে ও লামিনে ইয়ামাল। ব্যালন ডি’অর জিততে না পারলেও প্যারিসের মঞ্চ হতাশ করেনি ইয়ামালকে। কোপা ট্রফি জিতেছেন ইয়ামাল। ২০২৪-২৫ মৌসুমে ইয়ামাল বার্সার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে খেলেছেন ৫৫ ম্যাচ। ১৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে। লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে—তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জেতেন গত মৌসুমেই।
ইয়াসিন ট্রফির পুরস্কার পেয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। ২০২৪-২৫ মৌসুমে পিএসজির গোলপোস্ট তিনি সামলেছেন অতন্দ্র প্রহরীর মতো। প্যারিসিয়ানদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ২০২৫-২৬ মৌসুমে দোন্নারুম্মা খেলছেন ম্যানচেস্টার সিটির হয়ে। ছেলেদের বর্ষসেরা ক্লাবের পুরস্কার পেয়েছে গত মৌসুমে ট্রেবল জয়ী পিএসজি। সেই দলের কোচ লুইস এনরিকে জিতেছেন ইয়োহান ক্রুইফ ট্রফি। তাঁর অসাধারণ কলাকৌশলেই ২০২৪-২৫ মৌসুমে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায়। বর্ষসেরা নারী ক্লাবের পুরস্কার জিতেছে আর্সেনাল। মেয়েদের ইয়োহান ক্রুইফ ট্রফি পেয়েছেন সারিনা ভিগমান।
মানবিক কাজে সংশ্লিষ্ট থাকার পুরস্কার হিসেবে সক্রেটিস অ্যাওয়ার্ড দেওয়া হয় ব্যালন ডি’অরের পুরস্কারের রাতে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে থাকায় এবার এই পুরস্কার জিতেছে জানা ফাউন্ডেশন। জানা পিএসজি কোচ লুইস এনরিকের মেয়ে। ২০১৯ সালে পাঁচ মাস হাড়ের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে মারা যায় জানা। তখন তার বয়স ছিল নয় বছর। প্যারিসের থিয়েটার দ্যু শাতলে গত রাতে ২০২৫ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করেছেন রোনালদিনিও। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি নিজেও জিতেছেন ব্যালন ডি’অর। ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়েও। সেই ক্লাবের তরুণ ফরোয়ার্ড দেম্বেলের হাতেই তাঁকে (রোনালদিনিও) তুলে দিতে হয়েছে ব্যালন ডি’অর পুরস্কার।
২০২৫ ব্যালন ডি’অরে কে কী পুরস্কার পেলেন
ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি, ম্যানচেস্টার সিটি, ইতালি)
ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)
ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)
কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি
বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল
জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন)
জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)
সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন
ঘরের ছেলে উসমান দেম্বেলে হাতেই যে ব্যালন ডি’অরের পুরস্কার উঠবে, সেটা অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই অনুমান করা যাচ্ছিল। প্যারিসের থিয়েটার দ্যু শাতল মঞ্চে উঠে এরপর ট্রফিটি বুঝে নিলেন দেম্বেলে। ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জয়ের পর ফরাসি ফরোয়ার্ড নিজের আবেগ সামলাতে পারেননি।
২০২৪-২৫ মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে দেম্বেলে খেলেছেন ৫৩ ম্যাচ। ৩৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়নস লিগ—সবশেষ মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে তাঁর অবদান অপরিসীম। সবচেয়ে বড় কথা ২০২৪-২৫ মৌসুমেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে দেম্বেলে করেন ৬ গোল। প্যারিসে গত রাতে নিজের মায়ের সামনে এই পুরস্কার জিতেছেন তিনি। দর্শকদের একাংশ তখন ‘উসমান, উসমান’ বলে হর্ষধ্বনি দিয়েছেন। দেম্বেলের ব্যালন ডি’অর জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন স্পেনের আইতানা বোনমাতি। টানা তিনবার নারী ব্যালন ডি’অর জিতেছেন বোনমাতি।
প্যারিসের থিয়েটার দ্যু শাতলে ব্যালন ডি’অরের পুরস্কার দেওয়ার কিছুক্ষণ আগেই জানানো হয়েছে, ৩০ জন থেকে লড়াইটা চলে এসেছে দুই জনের মধ্যে। সেই দুই ফুটবলার হলেন দেম্বেলে ও লামিনে ইয়ামাল। ব্যালন ডি’অর জিততে না পারলেও প্যারিসের মঞ্চ হতাশ করেনি ইয়ামালকে। কোপা ট্রফি জিতেছেন ইয়ামাল। ২০২৪-২৫ মৌসুমে ইয়ামাল বার্সার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে খেলেছেন ৫৫ ম্যাচ। ১৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে। লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে—তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জেতেন গত মৌসুমেই।
ইয়াসিন ট্রফির পুরস্কার পেয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। ২০২৪-২৫ মৌসুমে পিএসজির গোলপোস্ট তিনি সামলেছেন অতন্দ্র প্রহরীর মতো। প্যারিসিয়ানদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ২০২৫-২৬ মৌসুমে দোন্নারুম্মা খেলছেন ম্যানচেস্টার সিটির হয়ে। ছেলেদের বর্ষসেরা ক্লাবের পুরস্কার পেয়েছে গত মৌসুমে ট্রেবল জয়ী পিএসজি। সেই দলের কোচ লুইস এনরিকে জিতেছেন ইয়োহান ক্রুইফ ট্রফি। তাঁর অসাধারণ কলাকৌশলেই ২০২৪-২৫ মৌসুমে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায়। বর্ষসেরা নারী ক্লাবের পুরস্কার জিতেছে আর্সেনাল। মেয়েদের ইয়োহান ক্রুইফ ট্রফি পেয়েছেন সারিনা ভিগমান।
মানবিক কাজে সংশ্লিষ্ট থাকার পুরস্কার হিসেবে সক্রেটিস অ্যাওয়ার্ড দেওয়া হয় ব্যালন ডি’অরের পুরস্কারের রাতে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে থাকায় এবার এই পুরস্কার জিতেছে জানা ফাউন্ডেশন। জানা পিএসজি কোচ লুইস এনরিকের মেয়ে। ২০১৯ সালে পাঁচ মাস হাড়ের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে মারা যায় জানা। তখন তার বয়স ছিল নয় বছর। প্যারিসের থিয়েটার দ্যু শাতলে গত রাতে ২০২৫ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করেছেন রোনালদিনিও। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি নিজেও জিতেছেন ব্যালন ডি’অর। ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়েও। সেই ক্লাবের তরুণ ফরোয়ার্ড দেম্বেলের হাতেই তাঁকে (রোনালদিনিও) তুলে দিতে হয়েছে ব্যালন ডি’অর পুরস্কার।
২০২৫ ব্যালন ডি’অরে কে কী পুরস্কার পেলেন
ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি, ম্যানচেস্টার সিটি, ইতালি)
ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)
ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)
কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি
বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল
জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন)
জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)
সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন
বিশ্বকাপ ও এশিয়া কাপ বাদে সীমিত ওভারের ক্রিকেটে যেন সাক্ষাৎই হয় না পাকিস্তান-শ্রীলঙ্কার। ওয়ানডেতে সর্বশেষ সিরিজ খেলেছে ৬ বছর আগে। টি-টোয়েন্টিতেও তা-ই। ৩ বছর আগে এশিয়া কাপের ফাইনালের পর আবারও সেই এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে তারা।
২৩ মিনিট আগেব্যাপারটা আগে থেকেই অনুমিত ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গাঙ্গুলী। ছয় বছর পর এই সংগঠনের প্রধান হয়ে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক।
১ ঘণ্টা আগেবাংলাদেশে ‘নির্বাচন’ বিষয়টা কখনোই মসৃণ হয় না। নির্বাচন সে যেখানেই হোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ নির্বাচনও ব্যতিক্রম নয়। নির্বাচনী বিষয় এবার আদালত পর্যন্ত গড়িয়েছে।
১ ঘণ্টা আগেব্যালন ডি’অরের পুরস্কার জেতা উসমান দেম্বেলের জন্য ছিল সময়ের ব্যাপার মাত্র। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে ফাঁস হওয়া তালিকার কথা না হয় বাদই থাক। ২০২৪-২৫ মৌসুমে তাঁর অসাধারণ পারফরম্যান্সের কারণে এই পুরস্কার জয়ে তিনি অনেক এগিয়ে ছিলেন।
২ ঘণ্টা আগে