Ajker Patrika

ম্যানইউতে রোনালদোর দ্বিতীয় অভিষেক 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২০: ৩০
ম্যানইউতে রোনালদোর দ্বিতীয় অভিষেক 

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনলাদোর। প্রিমিয়ার লিগে আজ নিউ ক্যাসেলের বিপক্ষে ম্যাচ দিয়েই যে রোনালদোর অভিষেক হবে সেটি আগেই পরিষ্কার করেছিলেন ম্যানইউ কোচ ওলে গুনার সুলশার। ৪-২-৩-১ ছকে একাদশে রোনালদোকে একমাত্র স্ট্রাইকার হিসেবে রেখে মাঠে নেমেছে রেড ডেভিলরা।

মৌসুমের শেষ দিকে দলবদলের বাজারে আলোড়ন তুলে জুভেন্টাস থেকে ম্যানইউতে ফিরেছিলেন রোনালদো। এই ক্লাবেই রোনলাদো ক্যারিয়ারের শুরুর দিকে আলো কেড়েছিলেন। ইংলিশ এই ক্লাবই তাঁকে তারকা বানিয়েছে। ১২ বছর পর তাই ম্যানইউতে রোনালদোর ফেরাটাও হয়েছিল দুর্দান্ত। ‘ঘরের ছেলে’ ঘরে ফেরায় উৎসবে মেতেছিল পুরো ম্যানচেস্টার। 

ম্যানইউর সঙ্গে চুক্তি হওয়ার পরপরই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে জাতীয় দল পর্তুগালে যোগ দেন রোনালদো। ইউনাইটেডের জার্সিতে আবারও তাঁকে মাঠে দেখার অপেক্ষায় থাকতে হয়েছে রেড ডেভিল সমর্থকদের। অবশেষে সেই অপেক্ষার প্রহর ফুরোল।

প্রথম দফায় ২০০৩ সালে স্পোর্টিং লিসবন থেকে ম্যানইউতে যোগ দিয়েছিলেন রোনালদো। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত টানা ৬ বছর ইপিএল মাতিয়ে যোগ দিয়েছিলেন স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে। পরে রিয়াল থেকে জুভেন্টাস হয়ে এক যুগ পর ফিরেছেন পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। গত ২৭ আগস্ট ম্যানইউতে ফেরার খবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছিলেন। ফেরার দুই সপ্তাহ  পর আজ মাঠে নামলেন রোনালদো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত