পেশাদার ক্যারিয়ারে কাউকে না কাউকে একদিন তো থামতে হয়। কেউ আগে অবসর নেন, কেউবা লম্বা ক্যারিয়ার শেষে অবসরের ঘোষণা দেন। সেখানে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ার শেষে থেমেছেন লিওনার্দো বোনুচ্চি।
নিজের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডলে গত রাতে বোনুচ্চি অবসরের ঘোষণা দিয়েছেন। ইতালিয়ান ডিফেন্ডার ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছেন। শুরুতেই দেখা গেছে ১৯ নম্বর সংখ্যা। একের পর এক পাতা ওল্টাতে দেখা গেছে। সেখানে তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি এমন গল্প বলার স্বপ্ন দেখেছি। বড় কিছু অর্জনের স্বপ্ন দেখেছি। নিজের ওপর আস্থা রেখেছি যে প্রতিকূলতা ছাপিয়ে উদযাপন করব। একজন বাবা, সতীর্থ, স্বামী, খেলোয়াড় হিসেবে সবকিছু পেরেছি।’ ভিডিওর ক্যাপশন ছিল, ‘চিরন্তন ১৯।’ বোনুচ্চি খেলেছেন ১৯ নম্বর জার্সি পরে।
ইতালির ক্লাব ভিটারবিসির হয়ে ২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বোনুচ্চি। শিগগিরই তাঁকে ধারে পাঠানো হয় ইন্টার মিলানে। ইন্টারের হয়ে ২০০৫-০৬ মৌসুমের সিরি ‘আ’ ও ২০০৬ কোপা ইতালিয়া প্রাইমাভেরা জেতেন তিনি। তবে জুভেন্টাসে আসার পর তাঁর ক্যাবিনেটে যোগ হতে থাকে একের পর এক শিরোপা। তুরিনের বুড়িদের হয়ে ৮ বার সিরি ‘আ’, ৪ বার ইতালিয়ান কাপ ও ৫ বার জেতেন ইতালিয়ান সুপার কাপ। এক বিবৃতিতে জুভেন্টাস লিখেছে, ‘আমাদের ইতিহাসের বড় এক অংশজুড়ে যিনি ছিলেন, তিনি বিশ্ব ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা গভীরভাবে আমাদের স্পর্শ করেছে। কারণ জুভেন্টাসের সঙ্গে তিনি তাঁর নামটা খোদাই করে দিয়েছেন। সাদা-কালো জার্সিতে খেলেছেন ৫০২ ম্যাচ। আটবার লিগ শিরোপা জিতেছেন। চারটি ইতালিয়ান কাপ ও পাঁচটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন।’
জুভেন্টাস বোনুচ্চির অবসর সম্পর্কে লিখতে গিয়ে যেন একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়ে। ইতালিয়ান ক্লাবটি লিখেছে, ‘আমরা তাঁকে গত সেপ্টেম্বরেই বিদায় জানিয়েছি। তবে যেভাবে সুতোয় আমাদের বেঁধে রেখেছেন, তা ছিড়ে যাওয়ার মতো না। লিও জীবনের নতুন অধ্যায় গড়ার স্বপ্ন দেখেছেন। সেজন্য তাকে জানাই শুভকামনা।’
পেশাদার ক্যারিয়ারে কাউকে না কাউকে একদিন তো থামতে হয়। কেউ আগে অবসর নেন, কেউবা লম্বা ক্যারিয়ার শেষে অবসরের ঘোষণা দেন। সেখানে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ার শেষে থেমেছেন লিওনার্দো বোনুচ্চি।
নিজের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডলে গত রাতে বোনুচ্চি অবসরের ঘোষণা দিয়েছেন। ইতালিয়ান ডিফেন্ডার ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছেন। শুরুতেই দেখা গেছে ১৯ নম্বর সংখ্যা। একের পর এক পাতা ওল্টাতে দেখা গেছে। সেখানে তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি এমন গল্প বলার স্বপ্ন দেখেছি। বড় কিছু অর্জনের স্বপ্ন দেখেছি। নিজের ওপর আস্থা রেখেছি যে প্রতিকূলতা ছাপিয়ে উদযাপন করব। একজন বাবা, সতীর্থ, স্বামী, খেলোয়াড় হিসেবে সবকিছু পেরেছি।’ ভিডিওর ক্যাপশন ছিল, ‘চিরন্তন ১৯।’ বোনুচ্চি খেলেছেন ১৯ নম্বর জার্সি পরে।
ইতালির ক্লাব ভিটারবিসির হয়ে ২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বোনুচ্চি। শিগগিরই তাঁকে ধারে পাঠানো হয় ইন্টার মিলানে। ইন্টারের হয়ে ২০০৫-০৬ মৌসুমের সিরি ‘আ’ ও ২০০৬ কোপা ইতালিয়া প্রাইমাভেরা জেতেন তিনি। তবে জুভেন্টাসে আসার পর তাঁর ক্যাবিনেটে যোগ হতে থাকে একের পর এক শিরোপা। তুরিনের বুড়িদের হয়ে ৮ বার সিরি ‘আ’, ৪ বার ইতালিয়ান কাপ ও ৫ বার জেতেন ইতালিয়ান সুপার কাপ। এক বিবৃতিতে জুভেন্টাস লিখেছে, ‘আমাদের ইতিহাসের বড় এক অংশজুড়ে যিনি ছিলেন, তিনি বিশ্ব ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা গভীরভাবে আমাদের স্পর্শ করেছে। কারণ জুভেন্টাসের সঙ্গে তিনি তাঁর নামটা খোদাই করে দিয়েছেন। সাদা-কালো জার্সিতে খেলেছেন ৫০২ ম্যাচ। আটবার লিগ শিরোপা জিতেছেন। চারটি ইতালিয়ান কাপ ও পাঁচটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন।’
জুভেন্টাস বোনুচ্চির অবসর সম্পর্কে লিখতে গিয়ে যেন একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়ে। ইতালিয়ান ক্লাবটি লিখেছে, ‘আমরা তাঁকে গত সেপ্টেম্বরেই বিদায় জানিয়েছি। তবে যেভাবে সুতোয় আমাদের বেঁধে রেখেছেন, তা ছিড়ে যাওয়ার মতো না। লিও জীবনের নতুন অধ্যায় গড়ার স্বপ্ন দেখেছেন। সেজন্য তাকে জানাই শুভকামনা।’
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে