এবারের ইউরোয় ঠিক নিজেদের মতো জ্বলে উঠতে পারেনি ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। তবে এবার ব্যর্থতা নয়, প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে ন্যাশনস লিগের ফাইনালে উঠেছে দিদিয়ের দেশমের দল।
প্রথম সেমিফাইনালে ইতালির ৩৭ ম্যাচের অপরাজিত রথ থামিয়ে দিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স রূপকথায় হতাশায় ডুবল বেলজিয়াম। আরেকবার হতাশায় নিমজ্জিত বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’।
এদিন ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। কিন্তু দ্বিতীয়ার্ধে সেটা আর ধরে রাখতে পারেনি তারা। ইতালির জুভেন্টাস স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে সেয়ানে সেয়ানে লড়েছে। বল দখলের লড়াইয়ে প্রায় কাছাকাছি। এমনকি পুরো ম্যাচে গোলের লক্ষ্যে সমান ছয়টি করেই শট নিয়েছে দুই দল। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরেছে ফ্রান্স।
প্রথমার্ধের ৩৭ মিনিটের সময় বেলজিয়ামকে এগিয়ে দেন ইয়ানিক কারাসকো। কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করেন কারাসকো। তিন মিনিট পর ডি ব্রুইনের আরেকটি পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু।
বিরতি থেকে ফেরার পর গোল পেতে উন্মুখ হয়ে ওঠে ফ্রান্স। ৫৮ মিনিটের সময় সহজ সুযোগ হাতছাড়া করেন আঁতোয়ান গ্রিজমান। তবে চার মিনিট পর ফ্রান্সকে প্রথম গোল এনে দেন করিম বেনজেমা। কিলিয়ান এমবাপ্পের পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন দুর্দান্ত ফর্মে থাকা বেনজেমা। এর সাত মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে।
ম্যাচের মোমেন্টাম পেয়ে যাওয়া ফ্রান্স গোলের আরও সুযোগ তৈরি করে। এর ধারাবাহিকতায় গোলও পেয়ে যায় তারা। ম্যাচের অন্তিম মুহূর্তে জয়-পরাজয় নির্ধারণী তৃতীয় গোল করে বেলজিয়ামকে হতাশায় ডোবান থিও হার্নান্দেজ। ডি-বক্সের মধ্যে ঠিকঠাক বল ক্লিয়ার করতে পারেননি বেলজিয়াম ডিফেন্ডাররা। সেখান থেকে গোল করেন হার্নান্দেজ।
রোববার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।
এবারের ইউরোয় ঠিক নিজেদের মতো জ্বলে উঠতে পারেনি ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। তবে এবার ব্যর্থতা নয়, প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে ন্যাশনস লিগের ফাইনালে উঠেছে দিদিয়ের দেশমের দল।
প্রথম সেমিফাইনালে ইতালির ৩৭ ম্যাচের অপরাজিত রথ থামিয়ে দিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স রূপকথায় হতাশায় ডুবল বেলজিয়াম। আরেকবার হতাশায় নিমজ্জিত বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’।
এদিন ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। কিন্তু দ্বিতীয়ার্ধে সেটা আর ধরে রাখতে পারেনি তারা। ইতালির জুভেন্টাস স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে সেয়ানে সেয়ানে লড়েছে। বল দখলের লড়াইয়ে প্রায় কাছাকাছি। এমনকি পুরো ম্যাচে গোলের লক্ষ্যে সমান ছয়টি করেই শট নিয়েছে দুই দল। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরেছে ফ্রান্স।
প্রথমার্ধের ৩৭ মিনিটের সময় বেলজিয়ামকে এগিয়ে দেন ইয়ানিক কারাসকো। কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করেন কারাসকো। তিন মিনিট পর ডি ব্রুইনের আরেকটি পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু।
বিরতি থেকে ফেরার পর গোল পেতে উন্মুখ হয়ে ওঠে ফ্রান্স। ৫৮ মিনিটের সময় সহজ সুযোগ হাতছাড়া করেন আঁতোয়ান গ্রিজমান। তবে চার মিনিট পর ফ্রান্সকে প্রথম গোল এনে দেন করিম বেনজেমা। কিলিয়ান এমবাপ্পের পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন দুর্দান্ত ফর্মে থাকা বেনজেমা। এর সাত মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে।
ম্যাচের মোমেন্টাম পেয়ে যাওয়া ফ্রান্স গোলের আরও সুযোগ তৈরি করে। এর ধারাবাহিকতায় গোলও পেয়ে যায় তারা। ম্যাচের অন্তিম মুহূর্তে জয়-পরাজয় নির্ধারণী তৃতীয় গোল করে বেলজিয়ামকে হতাশায় ডোবান থিও হার্নান্দেজ। ডি-বক্সের মধ্যে ঠিকঠাক বল ক্লিয়ার করতে পারেননি বেলজিয়াম ডিফেন্ডাররা। সেখান থেকে গোল করেন হার্নান্দেজ।
রোববার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৬ ঘণ্টা আগে