Ajker Patrika

‘ম্যানচেস্টার সিটি টাকা খরচকারী মেশিন’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ১৫
‘ম্যানচেস্টার সিটি টাকা খরচকারী মেশিন’

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক অসংগতির অভিযোগ আনার পর থেকেই ক্লাবটিকে নিয়ে ট্রল চলছেই। স্প্যানিশ ক্রীড়া গণমাধ্যম মার্কা রীতিমতো ধুয়ে দিয়েছে ম্যান সিটিকে। গণমাধ্যমের মতে, সিটিজেনরা টাকা খরচ করা মেশিন।

একটি স্বাধীন কমিশন চার বছরের তদন্ত শেষে গতকাল শতাধিক অভিযোগে অভিযুক্ত করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিল ম্যান সিটি। আর ২০১১-১২ মৌসুম থেকে হিসাব করলে ম্যান সিটির আয়ের চেয়ে ব্যয়ই বেশি হয়েছে। এই সময়ে ম্যান সিটি খরচ করেছে ১৭৫২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ২০০৯২ কোটি টাকা) আর আয় করেছে ৭০৬ মিলিয়ন ইউরো (৮০৯৬ কোটি টাকা)। যেখানে ঘাটতি দেখা যাচ্ছে ১০৪৬ মিলিয়ন ইউরো (১১৯৯৬ কোটি টাকা)। পেপ গার্দিওলার ম্যান সিটি সম্বন্ধে মার্কায় আলভারো রোকা লিখেছেন, ‘খেলায় ভারসাম্য আনতেই ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ব্যাপারটা এসেছে। ইউরোপিয়ান দলগুলোর ব্যালেন্সশিটে এখন অসমতা বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। নিয়মের বাইরে গিয়ে যারা কাজ করে, তাদের বিপক্ষে খেলার কি কোনো মানে হয়?’

আবুধাবির সিটি ফুটবল গ্রুপ ২০০৮ সালে ম্যানচেস্টার সিটির মালিকানা কিনে নেয়। যেখানে সিটি ফুটবল গ্রুপের মালিক শেখ মানসুর। গত ১৫ বছরের ইতিহাসে আর্থিক ব্যাপারে সঠিক তথ্য না দেওয়ার অনেক অভিযোগ রয়েছে সিটিজেনদের বিরুদ্ধে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি যে নিয়ম ভেঙেছে, তা উয়েফার নীতিমালা ভঙ্গের সঙ্গে জড়িত। যার মধ্যে ২০১৩-১৪ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙা এবং ২০১৫-১৬ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক লাভ এবং দীর্ঘ স্থায়িত্বের নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত