Ajker Patrika

এবার সেমিতে রিয়ালকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ সিলভা-গার্দিওলা

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১২: ৩৭
এবার সেমিতে রিয়ালকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ সিলভা-গার্দিওলা

বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। সেমির কাজটা প্রথম লেগেই নিজেদের মাঠে ৩-০ গোলে করে রেখেছিল সিটিজেনরা। গতকাল অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ১-১ গোলে ড্র করে আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেছে তারা। 

সেমিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানসিটি। গতকাল ম্যাচ শেষে স্প্যানিশ দলকে একরকম হুমকিই দিয়ে রাখলেন বার্নাদো সিলভা ও পেপ গার্দিওলা। কোচ গার্দিওলা সরাসরি না বললেও মিডফিল্ডার সিলভা প্রতিশোধ নেওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। 

সর্বশেষ মৌসুমে রিয়ালের কাছেই শেষ মুহূর্তে হেরে বিদায় নিয়েছিল সিটিজেনরা। সেই ফলের এবার পুনরাবৃত্তি চায় না তারা। এ জন্য ম্যাচ শেষে প্রতিশোধের কথাই জানালেন সিলভা। পর্তুগিজ মিডফিল্ডার বলেছেন, ‘আশা করি হ্যাঁ। আমরা অবশ্যই এটির (প্রতিশোধ) জন্য যাব। আমরা সব সময় এটির জন্য যাই। আমাদের দল এই মুহূর্তে ভালো এবং খুবই আত্মবিশ্বাসী রয়েছে। মনেও করি, আমরা এর মধ্য দিয়েই যাচ্ছি।’ 

অন্যদিকে বার্সেলোনার কোচ থাকার সময় রিয়ালকে খুব কাছে থেকেই দেখেছেন গার্দিওলা। তাই এদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে তাঁর ভালোই জানা। এ জন্য শিষ্যর মতো সরাসরি না বলে বাস্তবতার নিরিখে বলেছেন, ‘আমার অনুভূতি ছিল সামনে তাদের বিপক্ষে লড়ব। সব ক্লাবই জানে চ্যাম্পিয়নস লিগ জিততে হলে রিয়াল মাদ্রিদকে হারাতে হবে।’ 

গতকাল বায়ার্নের মাঠে ১-১ গোলে ড্রর ম্যাচে সিটিকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করলেন তিনি। অন্যদিকে বায়ার্নের হয়ে পেনাল্টিতে সমতাসূচক গোল করেন অধিনায়ক জশুয়া কিমিখ। 

লিগের অন্য ম্যাচে ইন্টার মিলানের মাঠে দুর্দান্ত এক লড়াই করেছে বেনফিকা। কিন্তু লড়াই করেও তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। গতকাল ৩-৩ গোল ড্র করলেও প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে হেরে যাওয়ায় দুই লেগ মিলিয়ে ইন্টারের কাছে হেরেছে তারা। সব মিলিয়ে ৫-৩ ব্যবধানের জয়ে সেমিতে ইন্টার পাচ্ছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে। এতে করে এক মৌসুমে পাঁচবার মিলান ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই দল, যা ডার্বি ইতিহাসে প্রথমবার। 

৩-৩ গোলে ড্রর ম্যাচে ইন্টারের হয়ে গোল করেছেন দুই আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজ ও হোয়াকিন কোয়েরার সঙ্গে নিকোলা বারেল্লা। আর বেনফিকার হয়ে গোল ৩টি করেছেন ফ্রেডরিক অর্সনেস, আন্তোনিও সিলভা এবং পিটার মুসা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত