Ajker Patrika

‘মেজর লিগ সকারে তোমার সাক্ষাতের অপেক্ষায় আছি মেসি’

আপডেট : ২৭ মে ২০২৩, ১২: ০২
‘মেজর লিগ সকারে তোমার সাক্ষাতের অপেক্ষায় আছি মেসি’

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের এবারের মৌসুম শেষ হবে ৪ জুন। এরপর শুরু হবে আগামী মৌসুমের জন্য ক্লাবগুলোর দল গোছানোর কাজ। শীতকালীন দলবদলে সেরা খেলোয়াড়দের দলে ভেড়াতে টাকার বস্তা নিয়ে নিলামে নামবে দলগুলো।

দলবদল শুরু হওয়ার আগেই অবশ্য অনেকের চুক্তি হয়ে যেতে পারে। সেই তালিকার খেলোয়াড়দের মধ্যে নিশ্চিতভাবেই চোখ থাকছে লিওনেল মেসির ওপরে। আর্জেন্টাইন তারকাকে কিনতে ইতিমধ্যে অনেক ক্লাব প্রস্তাবও দিয়েছে। সৌদি ক্লাব আল হিলাল সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে দলে ভেড়াতে বছরে ৬ হাজার কোটি টাকার প্রস্তাবও দিয়ে রেখেছে। প্রস্তাবে রাজি হবেন কি না, এখনো কোনো সাড়া মেলেনি মেসির পক্ষ থেকে।

শুধু আল হিলাল নয়, মেজর লিগ সকারের ক্লাবে ইন্টার মায়ামি অনেক দিন ধরেই চেষ্টা করছে মেসিকে বাগিয়ে নিতে। কিছুদিন আগে তো ক্লাবের মালিক ডেভিড বেকহাম আর্জেন্টাইন তারকার সঙ্গে সাক্ষাৎও করে গেছেন। তবে দেখা করার মূল কারণ অবশ্য চুক্তির বিষয় ছিল কি না, তা জানা যায়নি। আর নিজের ঘর বার্সেলোনা তো তাঁকে ফিরে পেতে চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে।

তাই এবারের মৌসুম শেষ হওয়ার সময় যত ঘনিয়ে আসছে, ততই ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসিকে দলে ভেড়াতে ক্লাবগুলো চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে মেজর লিগ সকারে তাঁর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন বাস্কেটবলের কিংবদন্তি শাকিল ও’নিল।

মেসিকে সামাজিক মাধ্যমে এক হৃদয়স্পর্শী বার্তা পাঠিয়েছেন শাকিল। আলবিসেলেস্তার তারকাকে ভাই সম্বোধন করে এনবিএর কিংবদন্তি লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি ভাই। তুমি সেরা। ভাই, তোমার সাক্ষাতের অপেক্ষায় আছি।’

 ৫১ বছর বয়সী শাকিল ফুটবলের বাইরের লোক হওয়ায় তাঁর বার্তা কিছুটা হলেও ভাবনার খোরাক জোগায়। সে যাই হোক, সময়ই বলে দেবে মেসির সঙ্গে তাঁর সাক্ষাৎ খুব শিগ্‌গির হচ্ছে কি না। আপাতত, লিগ ওয়ানের শিরোপা জেতার লক্ষ্যে আজ রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষে নামছেন পিএসজি তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত