ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুমে শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবেন—কেভিন ডি ব্রুইনে ঘোষণাটা আগেই দিয়েছেন। গতকাল পেপ গার্দিওলার অধীনে লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ২৫০ গোলে অবদান রাখার কীর্তি গড়লেন বেলজিয়াম তারকা। শুধু কীর্তি নয়, বিদায়বেলায় দারুণ এক গোলে গতকাল রীতিমতো সিটিকে বাঁচালেন এই মিডফিল্ডার। ডি ব্রুইনের একমাত্র গোলে প্রিমিয়ার লিগে গতকাল উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়া গোলটি করেন ৩৩ বছর বয়সী ডি ব্রুইনে। ম্যাচের ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও সেভাবে শট নিতে পারেনি স্বাগতিকেরা। গোলের জন্য ৯টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ২টি।
লিগ শিরোপা হাতছাড়া গেছে, চ্যাম্পিয়নস লিগেও সুবিধা করতে পারেনি গার্দিওলার সিটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করাই এখন তাদের মূল কাজ। এই তিন পয়েন্ট তাদের জন্য মূলবানই। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে আছে তারা। ৩৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিউক্যাসল ইউনাইটেডের, ৬০ পয়েন্ট চেলসি ও নটিংহাম ফরেস্টের। চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে এই সব কটি দল। ৩৪ ম্যাচে ৫৭ পয়েন্ট পাওয়া অ্যাস্টন ভিলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
শীর্ষে থাকা লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিতই। দুই নম্বরে থাকা আর্সেনালের ৬৭ পয়েন্ট। দারুণ লড়াই জমে উঠেছে কয়েকটি দলের মধ্যে। প্রিমিয়ার লিগ থেকে এবার পাঁচটি দল খেলবে চ্যাম্পিয়নস লিগে। ম্যাচশেষে ডি ব্রুইনেকে প্রশংসায় ভাসালেন কোচ গার্দিওলা, ‘তাকে শুধু বলব ধন্যবাদ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার ম্যাচে তার পারফরম্যান্স ছিল দারুণ, আজকেও (গতকাল) সে গোল করে জয় এনে দিল। আমি খুবই খুশি, সে এভাবে শেষ করতে পারছে। ইতিহাদে আর একটি ম্যাচ বাকি আছে আমাদের। আশা করি ভালো খেলবে সে।’
ডি ব্রুইনেকে শুভকামনা জানিয়ে গার্দিওলা বলেন, ম ‘কেভিনের জন্য সবটুকু শুভকামনা জানাই। তাকে ছাড়া এতগুলো বছরে এত কিছু সম্ভব হতো না। অবিশ্বাস্য এক ফুটবলার সে, তবে এখন পরিস্থিতিটাই এমন। এই ধরনের ফুটবলারের বিকল্প পাওয়া প্রায় অসম্ভব। ব্যাপারটি শুধু পারফরম্যান্সের নয়, আমাদের অসংখ্য সমর্থকের হৃদয়ে সে যেভাবে জায়গা করে নিয়েছে, সেটিই আসল। আমাদের যত সাফল্য, তা ফুটবলারদেরই।’
চলতি মৌসুমে শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবেন—কেভিন ডি ব্রুইনে ঘোষণাটা আগেই দিয়েছেন। গতকাল পেপ গার্দিওলার অধীনে লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ২৫০ গোলে অবদান রাখার কীর্তি গড়লেন বেলজিয়াম তারকা। শুধু কীর্তি নয়, বিদায়বেলায় দারুণ এক গোলে গতকাল রীতিমতো সিটিকে বাঁচালেন এই মিডফিল্ডার। ডি ব্রুইনের একমাত্র গোলে প্রিমিয়ার লিগে গতকাল উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়া গোলটি করেন ৩৩ বছর বয়সী ডি ব্রুইনে। ম্যাচের ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও সেভাবে শট নিতে পারেনি স্বাগতিকেরা। গোলের জন্য ৯টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ২টি।
লিগ শিরোপা হাতছাড়া গেছে, চ্যাম্পিয়নস লিগেও সুবিধা করতে পারেনি গার্দিওলার সিটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করাই এখন তাদের মূল কাজ। এই তিন পয়েন্ট তাদের জন্য মূলবানই। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে আছে তারা। ৩৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিউক্যাসল ইউনাইটেডের, ৬০ পয়েন্ট চেলসি ও নটিংহাম ফরেস্টের। চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে এই সব কটি দল। ৩৪ ম্যাচে ৫৭ পয়েন্ট পাওয়া অ্যাস্টন ভিলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
শীর্ষে থাকা লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিতই। দুই নম্বরে থাকা আর্সেনালের ৬৭ পয়েন্ট। দারুণ লড়াই জমে উঠেছে কয়েকটি দলের মধ্যে। প্রিমিয়ার লিগ থেকে এবার পাঁচটি দল খেলবে চ্যাম্পিয়নস লিগে। ম্যাচশেষে ডি ব্রুইনেকে প্রশংসায় ভাসালেন কোচ গার্দিওলা, ‘তাকে শুধু বলব ধন্যবাদ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার ম্যাচে তার পারফরম্যান্স ছিল দারুণ, আজকেও (গতকাল) সে গোল করে জয় এনে দিল। আমি খুবই খুশি, সে এভাবে শেষ করতে পারছে। ইতিহাদে আর একটি ম্যাচ বাকি আছে আমাদের। আশা করি ভালো খেলবে সে।’
ডি ব্রুইনেকে শুভকামনা জানিয়ে গার্দিওলা বলেন, ম ‘কেভিনের জন্য সবটুকু শুভকামনা জানাই। তাকে ছাড়া এতগুলো বছরে এত কিছু সম্ভব হতো না। অবিশ্বাস্য এক ফুটবলার সে, তবে এখন পরিস্থিতিটাই এমন। এই ধরনের ফুটবলারের বিকল্প পাওয়া প্রায় অসম্ভব। ব্যাপারটি শুধু পারফরম্যান্সের নয়, আমাদের অসংখ্য সমর্থকের হৃদয়ে সে যেভাবে জায়গা করে নিয়েছে, সেটিই আসল। আমাদের যত সাফল্য, তা ফুটবলারদেরই।’
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
৭ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১০ ঘণ্টা আগে