Ajker Patrika

ক্ষমা চাওয়ার পর নেইমারের সামাজিক মাধ্যমে ধস 

আপডেট : ২৩ জুন ২০২৩, ১৫: ০৫
ক্ষমা চাওয়ার পর নেইমারের সামাজিক মাধ্যমে ধস 

তারকা খেলোয়াড়দের সামাজিক মাধ্যমে অনুসারীর সংখ্যা ওঠানামা করে দ্রুতগতিতে। ভালো খবর শোনা গেলে যেমন এক লাফে বেড়ে যায়, তেমনি দুঃসংবাদ এলে অনেকেই তাঁদের আনফলো করে দেন। নেইমারের সঙ্গেও ঘটেছে এমন ঘটনা।

কদিন আগে সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে বিশ্বাসভঙ্গের অভিযোগ শোনা যায় নেইমারের বিরুদ্ধে। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার গত পরশু নিজের ইনস্টাগ্রামে বিয়ানকার্দির সঙ্গে ছবি পোস্ট করেন। এরপর ক্ষমা চেয়ে বিশাল এক স্ট্যাটাস দিয়েছিলেন। ক্ষমা চাওয়ার এই স্ট্যাটাস দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেইমারের অনুসারীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। মেটা গ্রুপের সামাজিক মাধ্যম নিয়ে বিশ্লেষণ করা যন্ত্র ক্রাউডট্যাঙ্গেল জানিয়েছে, ইনস্টাগ্রামে ৭৮ হাজারের মতো অনুসারী হারিয়েছেন তিনি। ২১ কোটি ২ লাখ ১০ হাজার থেকে কমে সেটা ২১ কোটি ১ লাখ ৪০ হাজারে নেমে গেছে। সংখ্যাটা এখানেই থেমে থাকেনি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের অনুসারীর সংখ্যা আরও কমে গেছে। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে, এখন অনুসারী ২১ কোটি।

এ ছাড়া ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও টেম্পো অবাক করা এক তথ্য দিয়েছে। ইনস্টাগ্রামে নেইমারের ক্ষমা চাওয়ার পোস্টে লাইক পড়েছে ১ কোটি ৭ লাখ। তার ইনস্টাগ্রামে এত দিন করা পোস্টের মধ্যে এটাতেই সবচেয়ে বেশি লাইক পড়েছে। এই পোস্টে ১৮৬টি মন্তব্য করা হয়েছে। ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের ক্ষমা চাওয়ার পোস্টটির সারমর্ম, ‘ব্রু, ইতিমধ্যেই ভুলের জন্য ক্ষমা চেয়েছি। এখন তা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অপরাধবোধ করছি। যদি কোনো ব্যক্তিগত বিষয় জনসম্মুখে এসে থাকে, তাহলে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তোমাকে ছাড়া কল্পনা করতে পারি না। জানি না সমাধান হবে কি না, তবে চেষ্টা করতে চাই। সব সময় তোমাকে ভালোবাসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত