রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর লম্বা সময় ধরে বেকার সময় পার করেছেন জিনেদিন জিদান। বিভিন্ন সময়ে একাধিক ক্লাবকে জড়িয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গে ঘর বাঁধেননি এই কিংবদন্তি ফরাসি ফুটবল তারকা।
গত কদিন ধরে জিদানকে ঘিরে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। গুঞ্জন আছে, সাবেক শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদো ও রাফায়েল ভারানের সঙ্গে নতুন করে জুটি গড়তে পারেন জিদান। তবে জিদানের ম্যানইউতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাঁর স্ত্রী ভেরোনিক জিদান।
পারফরম্যান্সের কারণে ম্যানইউর ভক্তরা ওলে গুনার সুলশারের ওপর অনেক দিন ধরেই চটে আছেন। সুলশারের জায়গায় নতুন কোচ দেখার অপেক্ষায় আছেন তাঁরা। নতুন চাকরির খোঁজে থাকা জিদানকেও কোচ হিসেবে চেয়েছিলেন অনেকে। এর আগে কোচ হয়ে আসার কথা ছিল আন্তেনিও কন্তেরও। তবে কন্তে টটেনহামে চলে যাওয়ার পর জিদানের ম্যানইউতে আসার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। কিন্তু স্ত্রীর কারণে জিদানের হয়তো আপাতত ইংল্যান্ডে আসা হচ্ছে না।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, জিদানের ম্যানইউতে আসার পথে বড় বাধা তাঁর স্ত্রী ভেরোনিক। সংবাদমাধ্যমটি বলছে, ম্যানচেস্টারে জীবনযাপনের যে ধরন, তার সঙ্গে ভেরোনিক অভ্যস্ত নন। যে কারণে তিনি চান ম্যানইউতে কাজ করার বদলে প্রয়োজনে জিদান আরও বিশ্রাম নিন। কিংবা জিদান চাইলে অন্য কোথাও চাকরি খুঁজে নিতে পারেন। স্ত্রীর এই অনড় অবস্থানকে এখন জিদান-রোনালদোর পুনর্মিলনীর পথে বড় বাধা বলে ধরা হচ্ছে।
রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর লম্বা সময় ধরে বেকার সময় পার করেছেন জিনেদিন জিদান। বিভিন্ন সময়ে একাধিক ক্লাবকে জড়িয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গে ঘর বাঁধেননি এই কিংবদন্তি ফরাসি ফুটবল তারকা।
গত কদিন ধরে জিদানকে ঘিরে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। গুঞ্জন আছে, সাবেক শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদো ও রাফায়েল ভারানের সঙ্গে নতুন করে জুটি গড়তে পারেন জিদান। তবে জিদানের ম্যানইউতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাঁর স্ত্রী ভেরোনিক জিদান।
পারফরম্যান্সের কারণে ম্যানইউর ভক্তরা ওলে গুনার সুলশারের ওপর অনেক দিন ধরেই চটে আছেন। সুলশারের জায়গায় নতুন কোচ দেখার অপেক্ষায় আছেন তাঁরা। নতুন চাকরির খোঁজে থাকা জিদানকেও কোচ হিসেবে চেয়েছিলেন অনেকে। এর আগে কোচ হয়ে আসার কথা ছিল আন্তেনিও কন্তেরও। তবে কন্তে টটেনহামে চলে যাওয়ার পর জিদানের ম্যানইউতে আসার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। কিন্তু স্ত্রীর কারণে জিদানের হয়তো আপাতত ইংল্যান্ডে আসা হচ্ছে না।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, জিদানের ম্যানইউতে আসার পথে বড় বাধা তাঁর স্ত্রী ভেরোনিক। সংবাদমাধ্যমটি বলছে, ম্যানচেস্টারে জীবনযাপনের যে ধরন, তার সঙ্গে ভেরোনিক অভ্যস্ত নন। যে কারণে তিনি চান ম্যানইউতে কাজ করার বদলে প্রয়োজনে জিদান আরও বিশ্রাম নিন। কিংবা জিদান চাইলে অন্য কোথাও চাকরি খুঁজে নিতে পারেন। স্ত্রীর এই অনড় অবস্থানকে এখন জিদান-রোনালদোর পুনর্মিলনীর পথে বড় বাধা বলে ধরা হচ্ছে।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে