টোকিও অলিম্পিকে ফুটবলে সোনা জিতল ব্রাজিল ফুটবল দল। আজ শনিবারের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকে টানা দ্বিতীয় সোনা জিতল সেলেসাওরা।
অলিম্পিকে বারবার ব্যর্থতার দুঃস্মৃতি পাঁচ বছর আগে নিজেদের মাটিতে মুছে ফেলেছিল ব্রাজিল। নিজেদের মাটিতে রিও অলিম্পিকে প্রথমবারের মতো সোনা জিতেছিলেন নেইমাররা। এবার সেই সোনা ধরার লক্ষ্যে দানি আলভেসকে অধিনায়ক করে শক্তিশালী এক দলই অলিম্পিকে এনেছিল ব্রাজিল। গত মাসে শেষ হওয়া ইউরোতে খেলা বেশ কয়েকজন ফুটবলার ছিল স্পেন দলেও। বার্সেলোনা অলিম্পিকে সর্বশেষ সোনা জেতা স্প্যানিশরা চেয়েছিল নিজেদের ২৯ বছরের আক্ষেপ মেটানো।
টোকিওর নিশান স্টেডিয়ামে ৩৪ মিনিটে পেনাল্টি বক্সে মাথিয়াস কুনিয়াকে ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি রিচার্লিসন। এভারটন তারকার ডানপায়ের শটে গোলবার উঁচিয়ে পড়েছে মাঠের বাইরে।
আক্ষেপ নিয়ে অবশ্য বিরতিতে যেতে হয়নি ব্রাজিলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক দানি আলভেসের বাড়ানো বলকে ডান পায়ের জোরালো শটে জালে পাঠিয়ে সেলেসাও শিবিরে স্বস্তি ফেরান মাথিয়াস কুনিয়া।
সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলই খেলেছে স্পেন। ফল মিলেছে ৬১ মিনিটেই। কার্লোস সোলের ক্রস ধরে বাম প্রান্ত থেকে মিকেল ওয়ারজাবালের বাঁ পায়ের শট ঠেকানো সম্ভব হয়নি ব্রাজিলিয়ান গোলরক্ষক সান্তোসের।
৬৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। কার্লোস সোলেরের শট ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। ৮৪ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিনোর হেড লক্ষ্য খুঁজে না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে ব্রাজিলকে জয়সূচক গোলটি এনে দেন বদলি ফরোয়ার্ড ম্যালকম। অ্যান্থনির পাস ধরে দুরূহ কোণ থেকে গোল করে ব্রাজিলকে টানা দ্বিতীয় অলিম্পিক সোনা জয়ের স্বাদ দেন সাবেক বার্সা তারকা।
টোকিও অলিম্পিকে ফুটবলে সোনা জিতল ব্রাজিল ফুটবল দল। আজ শনিবারের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকে টানা দ্বিতীয় সোনা জিতল সেলেসাওরা।
অলিম্পিকে বারবার ব্যর্থতার দুঃস্মৃতি পাঁচ বছর আগে নিজেদের মাটিতে মুছে ফেলেছিল ব্রাজিল। নিজেদের মাটিতে রিও অলিম্পিকে প্রথমবারের মতো সোনা জিতেছিলেন নেইমাররা। এবার সেই সোনা ধরার লক্ষ্যে দানি আলভেসকে অধিনায়ক করে শক্তিশালী এক দলই অলিম্পিকে এনেছিল ব্রাজিল। গত মাসে শেষ হওয়া ইউরোতে খেলা বেশ কয়েকজন ফুটবলার ছিল স্পেন দলেও। বার্সেলোনা অলিম্পিকে সর্বশেষ সোনা জেতা স্প্যানিশরা চেয়েছিল নিজেদের ২৯ বছরের আক্ষেপ মেটানো।
টোকিওর নিশান স্টেডিয়ামে ৩৪ মিনিটে পেনাল্টি বক্সে মাথিয়াস কুনিয়াকে ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি রিচার্লিসন। এভারটন তারকার ডানপায়ের শটে গোলবার উঁচিয়ে পড়েছে মাঠের বাইরে।
আক্ষেপ নিয়ে অবশ্য বিরতিতে যেতে হয়নি ব্রাজিলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক দানি আলভেসের বাড়ানো বলকে ডান পায়ের জোরালো শটে জালে পাঠিয়ে সেলেসাও শিবিরে স্বস্তি ফেরান মাথিয়াস কুনিয়া।
সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলই খেলেছে স্পেন। ফল মিলেছে ৬১ মিনিটেই। কার্লোস সোলের ক্রস ধরে বাম প্রান্ত থেকে মিকেল ওয়ারজাবালের বাঁ পায়ের শট ঠেকানো সম্ভব হয়নি ব্রাজিলিয়ান গোলরক্ষক সান্তোসের।
৬৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। কার্লোস সোলেরের শট ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। ৮৪ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিনোর হেড লক্ষ্য খুঁজে না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে ব্রাজিলকে জয়সূচক গোলটি এনে দেন বদলি ফরোয়ার্ড ম্যালকম। অ্যান্থনির পাস ধরে দুরূহ কোণ থেকে গোল করে ব্রাজিলকে টানা দ্বিতীয় অলিম্পিক সোনা জয়ের স্বাদ দেন সাবেক বার্সা তারকা।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে