Ajker Patrika

অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয় সোনা জিতল ব্রাজিল

অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয় সোনা জিতল ব্রাজিল

টোকিও অলিম্পিকে ফুটবলে সোনা জিতল ব্রাজিল ফুটবল দল। আজ শনিবারের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকে টানা দ্বিতীয় সোনা জিতল সেলেসাওরা। 

অলিম্পিকে বারবার ব্যর্থতার দুঃস্মৃতি পাঁচ বছর আগে নিজেদের মাটিতে মুছে ফেলেছিল ব্রাজিল। নিজেদের মাটিতে রিও অলিম্পিকে প্রথমবারের মতো সোনা জিতেছিলেন নেইমাররা। এবার সেই সোনা ধরার লক্ষ্যে দানি আলভেসকে অধিনায়ক করে শক্তিশালী এক দলই অলিম্পিকে এনেছিল ব্রাজিল। গত মাসে শেষ হওয়া ইউরোতে খেলা বেশ কয়েকজন ফুটবলার ছিল স্পেন দলেও। বার্সেলোনা অলিম্পিকে সর্বশেষ সোনা জেতা স্প্যানিশরা চেয়েছিল নিজেদের ২৯ বছরের আক্ষেপ মেটানো। 

টোকিওর নিশান স্টেডিয়ামে ৩৪ মিনিটে পেনাল্টি বক্সে মাথিয়াস কুনিয়াকে ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি রিচার্লিসন। এভারটন তারকার ডানপায়ের শটে গোলবার উঁচিয়ে পড়েছে মাঠের বাইরে। 

আক্ষেপ নিয়ে অবশ্য বিরতিতে যেতে হয়নি ব্রাজিলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক দানি আলভেসের বাড়ানো বলকে ডান পায়ের জোরালো শটে জালে পাঠিয়ে সেলেসাও শিবিরে স্বস্তি ফেরান মাথিয়াস কুনিয়া। 

সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলই খেলেছে স্পেন। ফল মিলেছে ৬১ মিনিটেই। কার্লোস সোলের ক্রস ধরে বাম প্রান্ত থেকে মিকেল ওয়ারজাবালের বাঁ পায়ের শট ঠেকানো সম্ভব হয়নি ব্রাজিলিয়ান গোলরক্ষক সান্তোসের। 

 ৬৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। কার্লোস সোলেরের শট ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। ৮৪ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিনোর হেড লক্ষ্য খুঁজে না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

অতিরিক্ত সময়ে ব্রাজিলকে জয়সূচক গোলটি এনে দেন বদলি ফরোয়ার্ড ম্যালকম। অ্যান্থনির পাস ধরে দুরূহ কোণ থেকে গোল করে ব্রাজিলকে টানা দ্বিতীয় অলিম্পিক সোনা জয়ের স্বাদ দেন সাবেক বার্সা তারকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত