Ajker Patrika

রোনালদো থাকায় অস্বাস্থ্যকর খাবার খাওয়ার সাহস করেননি সতীর্থরা

রোনালদো থাকায় অস্বাস্থ্যকর খাবার খাওয়ার সাহস করেননি সতীর্থরা

ক্রিস্টিয়ানো রোনালদোর স্বাস্থ্য সচেতনতার বিষয়টি কারও অজানা নয়। খাওয়ার ব্যাপারেও কোনো অনিয়ম পছন্দ করেন না সময়ের অন্যতম সেরা এই ফুটবল তারকা। কেবল নিজের ব্যাপারেই নয়, স্বাস্থ্যকর খাবারের ব্যাপারে রোনালদো উৎসাহিত করেন সতীর্থদেরও। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর স্বাস্থ্য সচেতন হতে হচ্ছে নতুন সতীর্থদেরও। তেমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন দলটির রিজার্ভ গোলরক্ষক গ্র্যান্ড।  

বয়স ৩৬ হলেও এখনো মাঠে দুর্দান্ত রোনালদো। রোনালদোর এমন দুর্দান্ত পারফরম্যান্সে সৃষ্টিশীলতার পাশাপাশি অবদান রেখেছে তাঁর স্বাস্থ্য সচেতনতাও। ইউরোর সময়ও সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় আসেন রোনালদো। তাঁর সঙ্গে খেতে যাওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে গ্র্যান্ট বলেন, ‘এই শুক্রবার রাতে সবাই একসঙ্গে ছিলাম। শুক্রবারে রাতে সাধারণত আপনি একটু এদিক সেদিক করতে পারেন। খাওয়ার ব্যাপারেও একটু অনিয়ম করতে পারেন। আপেলের আচার, ব্রাউনি (চকলেট) ক্রিম কিংবা যেকোনো কিছু খেতে পারেন।’

তবে রোনালদো আসার পর সেই অনিয়ম দূর হয়ে গেছে জানিয়ে গ্র্যান্ট বলেন, “আমি এখন আপনাকে বলতে পারি, সে রাতে (গত শুক্রবার) উপস্থিত একজনও আপেলের আচার এবং কাস্টার্ড ছুঁয়ে দেখেনি। কোনো খেলোয়াড় ব্রাউনি আনতেও যায়নি। সবাই যখন বসেছিল তখন একজন আমাকে বলল, ‘ক্রিস্টিয়ানো তার প্লেটে কি নিয়েছে?’”

তখন রোনালদোর প্লেটটি কেমন ছিল তা জানাতে গিয়ে গ্র্যান্ট বলেন, ‘তার প্লেটটি সবচেয়ে টাটকা এবং স্বাস্থ্যকর ছিল। এটা ভেবে আমি হাসলাম যে, কীভাবে একজন খেলোয়াড়ও সাজিয়ে রাখা অস্বাস্থ্যকর খাবার নেওয়ার জন্য ওঠে যায়নি!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত