এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল জাপান। কিন্তু দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ইরানের সামনে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ের গোলে ২-১ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিল টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়ন জাপান।
আজ কাতারের আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ২৮ মিনিটে জাপানকে এগিয়ে দেন হিদেমাসা মোরিতা। সেই ব্যবধান ধরে রেখে দ্বিতীয়ার্ধ শেষ করে তারা। তবে ৫৫ মিনিটে ইরানকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি। ম্যাচ জমে ওঠে শেষ মুহূর্তে। দুই দল যখন অতিরিক্ত সময়ে ক্ষণ গুণছে তখনই পেনাল্টি পায় ইরান।
হোসেন কানানিকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন জাপানিজ ডিফেন্ডার কো ইতাকুরা। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলের ব্যবধানটা ২-১ করেন ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবক্স। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি জাপানের।
এশিয়ান কাপের দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন ইরান। যতবার তারা ফাইনালে উঠেছে জিতেছে শিরোপা। তবে শেষবার ফাইনাল খেলেছে ১৯৭৬ সালে। সেমিতে ইরান প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কাতার বা উজবেকিস্তানকে। আজ রাতে শেষ চার নিশ্চিতের আশায় মুখোমুখি হবে এই দুই দল।
গতরাতে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। শেষ চারে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তানকে হারানো জর্ডান।
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল জাপান। কিন্তু দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ইরানের সামনে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ের গোলে ২-১ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিল টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়ন জাপান।
আজ কাতারের আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ২৮ মিনিটে জাপানকে এগিয়ে দেন হিদেমাসা মোরিতা। সেই ব্যবধান ধরে রেখে দ্বিতীয়ার্ধ শেষ করে তারা। তবে ৫৫ মিনিটে ইরানকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি। ম্যাচ জমে ওঠে শেষ মুহূর্তে। দুই দল যখন অতিরিক্ত সময়ে ক্ষণ গুণছে তখনই পেনাল্টি পায় ইরান।
হোসেন কানানিকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন জাপানিজ ডিফেন্ডার কো ইতাকুরা। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলের ব্যবধানটা ২-১ করেন ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবক্স। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি জাপানের।
এশিয়ান কাপের দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন ইরান। যতবার তারা ফাইনালে উঠেছে জিতেছে শিরোপা। তবে শেষবার ফাইনাল খেলেছে ১৯৭৬ সালে। সেমিতে ইরান প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কাতার বা উজবেকিস্তানকে। আজ রাতে শেষ চার নিশ্চিতের আশায় মুখোমুখি হবে এই দুই দল।
গতরাতে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। শেষ চারে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তানকে হারানো জর্ডান।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে