Ajker Patrika

মেসিকে ছাড়াই এগিয়ে যেতে হবে, বললেন বার্সা কোচ

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৩: ৪৪
মেসিকে ছাড়াই এগিয়ে যেতে হবে, বললেন বার্সা কোচ

লিওনেল মেসি পরবর্তী যুগে প্রবেশ করেছে বার্সেলোনা। সেই শুরুটা অবশ্য বেশ ইতিবাচকভাবেই করেছে কাতালান ক্লাবটি। হুয়ান গাম্পার ট্রফিতে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসকে ৩–০ গোলে হারিয়েছে তারা। দীর্ঘ সময় ধরে ক্লাবের আশা–ভরসার প্রতীক মেসিকে ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা অবশ্য সহজ হবে না বার্সার জন্য। তবে মেসিকে ছাড়াই এগিয়ে যেতে প্রত্যয়ী বার্সা কোচ রোনাল্ড কোমান। 

গত কয়েক মৌসুম ধরে মেসির ওপর এককভাবে নির্ভর হয়ে পড়েছিল বার্সা। দলের জয় ও মেসির ভালো খেলা হয়ে দাঁড়িয়েছিল সমার্থক। কিন্তু সামনের পথটা মেসিকে ছাড়াই এগোতে হবে দলটিকে। মেসিকে ছাড়া বার্সা কীভাবে এগোবে এই প্রশ্নের উত্তরে কোমান বলেন, ‘মেসির মতো একজন খেলোয়াড় ক্লাব ছেড়ে যাওয়ার বিষয়টি মেনে নেওয়া সবার জন্য কষ্টকর। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে কারণ এই পরিস্থিতি বদলানোর ক্ষমতা আমাদের হাতে নেই।’ 

সামনের পথচলায় সাফল্য পেতে হলে নিজেদের আরও কঠিন পরিশ্রম করতে হবে বলেও মন্তব্য করেন বার্সা কোচ, ‘আমাদের ভালো খেলতে হবে, জিততে হবে এবং আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। দলে আরও খেলোয়াড় আছে যারা তার (মেসির) জায়গায় খেলতে পারে। পাশাপাশি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতে হবে। যদিও লিও (মেসি) আমাদের সঙ্গে নেই। তবু আমাদের এগিয়ে যেতে হবে।’ 

এ সময় দলে নতুন যোগ দেওয়া মেমফিস ডিপাইয়ের প্রশংসা করে কোমান বলেন, ‘আমরা মেমফিস ডিপাইকে দলে টেনেছি। সে দলের জন্য নিজের কার্যকারিতা প্রমাণ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত