Ajker Patrika

জাপানের বিপক্ষে হেরে বরখাস্ত জার্মানির কোচ

জাপানের বিপক্ষে হেরে বরখাস্ত জার্মানির কোচ

দলের বাজে পারফরম্যান্সের জন্য বরখাস্ত হয়েছেন জার্মানির কোচ হ্যানসি ফ্লিক। আজ খবরটি নিশ্চিত করেছে বিবিসি। 

গতকাল রাতে নিজেদের মাঠে প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ৪-১ গোলে হারে জার্মানরা। দলের এমন পারফরম্যান্সে যারপরনাই হতাশ হলেও নিজেকে এখনো জার্মানির জন্য ‘সঠিক কোচ’ মনে করছেন ফ্লিক, ‘আমি খুবই হতাশ এবং স্বীকার করতে হবে জাপান ভালো দল। এক সঙ্গে আমরা ভালো কাজই করছি এবং মনে করি এই কাজের জন্য আমিই যোগ্য ব্যক্তি।’ জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানও এমনটায় মনে করেন। 

কিন্তু শিষ্যের সমর্থন পেয়েও চাকরিটা বাঁচাতে পারলেন না ফ্লিক। গত পাঁচ ম্যাচের চারটিতে হারের দায় নিয়ে চাকরিচ্যুত হলেন জার্মান কোচ। বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগে জেতানোর পর ২০২১ সালে আগস্টে জার্মান দলে জোয়াকিম লোর স্থলাভিষিক্ত হয়েছিলেন ফ্লিক। তাঁর অধীনে জার্মানি ২৫ ম্যাচে জিতেছে ১২ ম্যাচ। 

আগামী বছর ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে জার্মানি। এ জন্য ইউরো বাছাই খেলতে হচ্ছে না তাদের। কিন্তু প্রীতি ম্যাচে যেভাবে পারফরম্যান্স করছে সেটি সন্তুষ্ট হওয়ার নয়। ২০১৮ বিশ্বকাপের প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর থেকে উল্টোরথে চারবারের চ্যাম্পিয়নরা। ২০২২ বিশ্বকাপেও নকআউট পর্বে খেলা হয়নি তাদের। 

 ৫৮ বছর বয়সী ফ্লিক জার্মানির প্রধান কোচ হওয়ার আগে ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত দলটির সহকারী কোচ কোচের দায়িত্বে ছিলেন। তাঁর অধ্যায়ের শুরুতে টানা আট ম্যাচ জিতেছিল জার্মানরা। কিন্তু পরিস্থিতি খারাপ হতে থাকে গত বিশ্বকাপ থেকে গ্রুপ পর্ব থেকে বিদায়ে। গত ১২ জার্মানি জিতেছে শুধু ওমান, কোস্টারিকা ও পেরুর বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত