Ajker Patrika

জাদুকরী শটের পরিকল্পনা রিচার্লিসনের আগেই ছিল

জাদুকরী শটের পরিকল্পনা রিচার্লিসনের আগেই ছিল

সার্বিয়ার গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। নেইমার-রাফিনিয়াদের একেকটা শট চৌম্বক হাতে রোবটের মতোই যেন ধরছিলেন তুরিনোর এই গোলরক্ষক। প্রথমার্ধের নায়কই ছিলেন সাভিচ।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন তিতের শিষ্যরা। তবু গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। তখনই অসাধারণ কিছুর প্রয়োজন দেখা দেয়। সেই অসাধারণ কাজটি জাদুকরের মতোই যেন করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।

ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ৬২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে করেন প্রথম গোল। ৭৩ মিনিটে করেছেন অবিশ্বাস্য এক গোল। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুসের পাস দারুণভাবে রিসিভ করে চকিতে আলতো পায়ের টোকায় বল একটু ওপরে তুলে নিয়ে খেললেন বাইসাইকেল কিক। এই শট ঠেকানোর উপায় জানা ছিল না সার্বিয়ার গোলরক্ষকের কাছে।

দর্শক-সমর্থকদের চমকে দেওয়া ওই গোলটি নিয়েই এখন বেশি শোর গোল হচ্ছে। ইএসপিএন এফসি জানিয়েছে, সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই ‘বাইসাইকেল কিক’ নিয়ে অনুশীলন করেছেন রিচার্লিসন। মাঠে স্রেফ সেটির বাস্তবে প্রতিফলন ঘটিয়েছেন।

ইএসপিএনের পোস্ট করা ছবিতে দেখা যায়, বাইসাইকেল কিক নিয়ে আলাদাভাবে অনুশীলন করছেন টটেনহাম হটস্পারের এই ফরোয়ার্ড। আগামী সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবেন নেইমার-রিচার্লিসনরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত