Ajker Patrika

সেমিতে পৌঁছে খুশি রোনালদো

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৮: ০৪
সেমিতে পৌঁছে খুশি রোনালদো

নকআউট রাউন্ডে কীভাবে পারফর্ম করার মন্ত্র আল-নাসরের ভালোই জানা। আভাকে ৩-১ গোলে হারিয়ে কিংস কাপ অব চ্যাম্পিয়নসের সেমিফাইনালে পৌঁছেছে আল-নাসর। দলের দুর্দান্ত জয়ে অভিনন্দন জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো।

গতকাল মারসুল পার্কে কিংস কাপ অব চ্যাম্পিয়নসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আল নাসর ও আভা। ম্যাচের ১ মিনিটে সামি আল নাজেইয়ের গোলে এগিয়ে যায় আল-নাসর।

২১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন আব্দুল্লাহ আল খাইবারি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে অল্প সময়ে আরও একটি গোল করে এগিয়ে যায় আল-নাসর। ৪৯ মিনিটে মোহাম্মদ মারান করেন তৃতীয় গোল। ৩ গোল হজমের পর ৬৯ মিনিটে গোলের দেখা পায় আভা। দুর্দান্ত জয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর সামাজিকমাধ্যমে আল-নাসরকে অভিনন্দন জানিয়েছেন। পর্তুগিজ তারকা ফুটবলার টুইট করেন, ‘দুর্দান্ত জয়। আমরা সেমিতে পৌঁছে গেছি। ‘

গতকাল রোনালদো অবশ্য পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। গোল তো করতে পারেননি, এমনকি অ্যাসিস্টও করতে পারেননি তিনি। বরং হলুদ কার্ড দেখেছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৮ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত