Ajker Patrika

বিদায়ের আগে ডিনার পার্টি সেরে নিলেন মেসি

বিদায়ের আগে ডিনার পার্টি সেরে নিলেন মেসি

বিদায়ের ক্ষণ চলেই এল। বার্সেলোনা থেকে লিওনেল মেসির বিদায়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পরই শুরু হচ্ছে মেসির বিদায়ী সংবাদ সম্মেলনে। এ সংবাদ সম্মেলন দিয়েই শেষ হচ্ছে বার্সা-মেসি ২১ বছরের পথচলার। এর আগে কাল রাতেই সতীর্থদের নিয়ে বাসায় ডিনার পার্টি করেছেন এই আর্জেন্টাইন তারকা। 

মেসির এই বিদায়ী ডিনারে উপস্থিত ছিলেন সার্জিও বুসকেটস ও জর্ডি আলবাসহ একাধিক তারকা ফুটবলার। প্রিয় বন্ধু মেসির সঙ্গে বার্সাতে খেলবেন বলে সিটি ছেড়ে এসেছেন সার্জিও আগুয়েরো। আগুয়েরোর সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। তবে কাল ডিনারে উপস্থিত ছিলেন তিনিও। বন্ধুকে বিদায় জানানোর আগে শেষ মুহূর্তে মেসিকে সঙ্গ দিয়েছেন তিনি। কিছু সময়ের জন্য বান্ধবী শাকিরাকে নিয়ে মেসির বাসায় আসেন জেরার্ড পিকেও।

বার্সা থেকে বিদায়ের আগে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মেসি। সবাই তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু না কিছু বলেছেন। সবচেয়ে আবেগী বার্তাটা সম্ভবত বার্সায় মেসির দীর্ঘদিনের বন্ধু পিকেই দিয়েছেন। আজ মেসির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে পিকে লিখেছেন, ‘কোনো কিছুই আর আগের মতো থাকবে না। ন্যু ক্যাম্পে, বার্সেলোনা শহর ও আমাদের দল–কোনো কিছুই আর আগের মতো থাকবে না। ২০ বছরের বেশি সময় পর তুমি আর বার্সেলোনার জার্সি পরবে না। বাস্তবতা কখনো কখনো অনেক কঠিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত