Ajker Patrika

মেসি মাঠে নামার আগেই টিকিট বিক্রি শেষ

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১: ০১
মেসি মাঠে নামার আগেই টিকিট বিক্রি শেষ

লিওনেল মেসি যোগ দেওয়ার পর লিগ ওয়ানে দুটো ম্যাচ খেলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে এখনো মাঠে নামা হয়নি মেসির। কবে মাঠে নামবেন সেটিও নিশ্চিত নয়। যদিও ধারণা করা হচ্ছে, আগামী রোববার রাঁসের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টাইন সুপারস্টার।

পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর কথায়ও একই আভাস পাওয়া গিয়েছিল। আর তাতেই ম্যাচের ১০ দিন আগেই শেষ হয়ে গেছে সব টিকিট! ম্যাচটিতে ফরাসি জায়ান্ট পিএসজিকে আতিথেয়তা দেবে রাঁস। এর মধ্যে রাঁসের ঘরের মাঠের ২০৫৪৬ টিকিট বিক্রি হয়ে গেছে। স্টেডিয়ামের বাইরে ১০ দিন আগে থেকেই তাই ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘নো টিকিট’ এর সাইনবোর্ড। 

এক পলক মেসিকে দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকিট কিনেছেন সমর্থকেরা। ফরাসি জাতীয় ক্রীড়া দৈনিক ‘লেকিপেকে’ রাঁসের টিকিট অফিসের প্রধান আলেক্সান্দার জেয়ানিন জানিয়েছেন, অনলাইনে চিলি, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মিশর থেকেও কেনা হয়েছে টিকিট। 

শুধু সমর্থকেরা যে হুমড়ি খেয়ে পড়েছে তা নয়। পিএসজির জার্সিতে মেসির অভিষেকের দিনটি মাঠ থেকে কাভার করতে উঠেপড়ে লেগেছে সংবাদমাধ্যমগুলোও। অ্যাক্রেডিটেশনের চাপ বেড়েছে আগের থেকে কয়েক গুণ। লেকিপের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ১২০টি আবেদন জমা পড়েছে। এর আগে অ্যাক্রেডিটেশনের জন্য এত আবেদন পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাঁসের এক অফিশিয়াল। 

ঘরের মাঠে রাঁসের ম্যাচে অ্যাক্রেডিটেশনের আগের রেকর্ড ছিল ১১৩টি। যেখানে অন্তর্ভুক্ত ছিলেন ফটোগ্রাফাররাও। সেটি ঘটেছিল ২০১৩ সালের ২ মার্চ যখন ডেভিড বেকহাম ও জ্লাতান ইব্রাহিমোভিচ যখন পিএসজির হয়ে এই মাঠে খেলতে নেমেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত