ক্রীড়া ডেস্ক
সময়ের সঙ্গে সঙ্গে কত কিছুরই তো পরিবর্তন হয়। খেলোয়াড়দের জার্সির ক্ষেত্রে সেটা তো খুব স্বাভাবিক। জার্সির ডিজাইন, রংসহ বিভিন্ন কিছুতেই পরিবর্তন আনা হয় প্রায় সময়ই। লিওনেল মেসির ইন্টার মায়ামি নতুন মৌসুম শুরুর আগে জার্সিতে এনেছে ভিন্নতা।
২০২৫ মৌসুম শুরুর আগে গত রাতে ইন্টার মায়ামি তাদের ‘ফর্টিটিউড’ জার্সি উন্মোচন করেছে। স্লিক প্যাটার্নের শার্টে কালো ও ধূসর দুই ধরনের রং রয়েছে। পাশাপাশি ক্লাবটির আইকনিং গোলাপি রং জার্সির ক্রেস্ট, পৃষ্ঠপোষক ও হাতায় রয়েছে। নতুন এই জার্সিকে ক্লাবটি এক বিবৃতিতে অস্ত্রের প্রতীক হিসেবে বিবেচনা করছে। ইন্টার মায়ামি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে। জার্সির প্রচারণামূলক ভিডিওতে মেসিকে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে দেখা গেছে।
The 🐐 is looking good in our new Fortitude kit 🖤💗😮💨
— Inter Miami CF (@InterMiamiCF) December 12, 2024
Get it now: https://t.co/Ab9l8gy4iB pic.twitter.com/OKUv8SsNlM
ফর্টিটিউড নামটা কীভাবে এসেছে, সে ব্যাপারে ক্লাবটি এক বিবৃতিতে ব্যাখ্যাও দিয়েছে। লাতিন ফোর্টিস এবং স্প্যানিশ ফোর্টালেজা—এই দুই শব্দ মিলে হয়েছে ফর্টিটিউড। ফোর্টিসের অর্থ শক্তি এবং ফোর্টালেজ শব্দ দিয়ে দৃঢ়তা ও সংকল্প বোঝায়। দুই শব্দ একত্রিত হয়ে ক্লাব, ভক্ত-সমর্থক ও ইন্টার মায়ামি সম্প্রদায়ের হৃদয়ের প্রতিনিধিত্ব করে।
২০২৫ সালে ফোর্ট লডারডেলে মায়ামি নিজেদের সবশেষ কোনো মৌসুম খেলবে। এরপর তারা মায়ামি ফ্রিডম পার্কে চলে যাবে। ফর্টিটিউড জার্সিটি ক্লাবটির ওপর শহর কতটা প্রভাব ফেলে সেটার প্রতিনিধিত্ব করে।
২০২৩ সালে মেসি পিএসজি ছেড়ে পাড়ি জমান ইন্টার মায়ামিতে। প্রথম মৌসুমেই মায়ামির জার্সিতে জেতেন লিগস কাপের শিরোপা। ক্লাবটির ইতিহাসে এটা মেজর কোনো শিরোপা। এরপর ২০২৪ সালে মেসি জেতেন লিগস কাপের শিরোপা। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার ৩৯ ম্যাচে করেন ৩৪ গোল। অ্যাসিস্ট করেন ১৮ গোলে।
ইন্টার মায়ামি যেন বার্সেলোনার সাবেক ফুটবলারদের মিলনমেলা। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে মেসির সঙ্গে আছেন লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস, জর্দি আলবার মতো বার্সা তারকারাও আছেন। বার্সার আরেক তারকা হাভিয়ের ফার্নান্দেজ মায়ামির প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কয়েক দিন আগে।
সময়ের সঙ্গে সঙ্গে কত কিছুরই তো পরিবর্তন হয়। খেলোয়াড়দের জার্সির ক্ষেত্রে সেটা তো খুব স্বাভাবিক। জার্সির ডিজাইন, রংসহ বিভিন্ন কিছুতেই পরিবর্তন আনা হয় প্রায় সময়ই। লিওনেল মেসির ইন্টার মায়ামি নতুন মৌসুম শুরুর আগে জার্সিতে এনেছে ভিন্নতা।
২০২৫ মৌসুম শুরুর আগে গত রাতে ইন্টার মায়ামি তাদের ‘ফর্টিটিউড’ জার্সি উন্মোচন করেছে। স্লিক প্যাটার্নের শার্টে কালো ও ধূসর দুই ধরনের রং রয়েছে। পাশাপাশি ক্লাবটির আইকনিং গোলাপি রং জার্সির ক্রেস্ট, পৃষ্ঠপোষক ও হাতায় রয়েছে। নতুন এই জার্সিকে ক্লাবটি এক বিবৃতিতে অস্ত্রের প্রতীক হিসেবে বিবেচনা করছে। ইন্টার মায়ামি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে। জার্সির প্রচারণামূলক ভিডিওতে মেসিকে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে দেখা গেছে।
The 🐐 is looking good in our new Fortitude kit 🖤💗😮💨
— Inter Miami CF (@InterMiamiCF) December 12, 2024
Get it now: https://t.co/Ab9l8gy4iB pic.twitter.com/OKUv8SsNlM
ফর্টিটিউড নামটা কীভাবে এসেছে, সে ব্যাপারে ক্লাবটি এক বিবৃতিতে ব্যাখ্যাও দিয়েছে। লাতিন ফোর্টিস এবং স্প্যানিশ ফোর্টালেজা—এই দুই শব্দ মিলে হয়েছে ফর্টিটিউড। ফোর্টিসের অর্থ শক্তি এবং ফোর্টালেজ শব্দ দিয়ে দৃঢ়তা ও সংকল্প বোঝায়। দুই শব্দ একত্রিত হয়ে ক্লাব, ভক্ত-সমর্থক ও ইন্টার মায়ামি সম্প্রদায়ের হৃদয়ের প্রতিনিধিত্ব করে।
২০২৫ সালে ফোর্ট লডারডেলে মায়ামি নিজেদের সবশেষ কোনো মৌসুম খেলবে। এরপর তারা মায়ামি ফ্রিডম পার্কে চলে যাবে। ফর্টিটিউড জার্সিটি ক্লাবটির ওপর শহর কতটা প্রভাব ফেলে সেটার প্রতিনিধিত্ব করে।
২০২৩ সালে মেসি পিএসজি ছেড়ে পাড়ি জমান ইন্টার মায়ামিতে। প্রথম মৌসুমেই মায়ামির জার্সিতে জেতেন লিগস কাপের শিরোপা। ক্লাবটির ইতিহাসে এটা মেজর কোনো শিরোপা। এরপর ২০২৪ সালে মেসি জেতেন লিগস কাপের শিরোপা। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার ৩৯ ম্যাচে করেন ৩৪ গোল। অ্যাসিস্ট করেন ১৮ গোলে।
ইন্টার মায়ামি যেন বার্সেলোনার সাবেক ফুটবলারদের মিলনমেলা। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে মেসির সঙ্গে আছেন লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস, জর্দি আলবার মতো বার্সা তারকারাও আছেন। বার্সার আরেক তারকা হাভিয়ের ফার্নান্দেজ মায়ামির প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কয়েক দিন আগে।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৮ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে