আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক ইউটিউবারকে মাঠে নামানো নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। কারণ,‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ফুটবল সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। এখন তিনি বেটিং কাণ্ডের সঙ্গে যুক্ত কি না, সে ব্যাপারে সৃষ্টি হয়েছে সন্দেহ।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আগামীকাল বাছাইপর্বের ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে আসুনসিওনে খেলতে নামবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবল নিয়ে স্কালোনি এখন ব্যস্ত থাকলেও প্রযুক্তির উৎকর্ষতার যুগে কোনো কিছু যে মানুষের দৃষ্টি এড়ায় না। বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল তাঁকে প্রশ্ন করা হয়েছে ঘরোয়া লিগের ইউটিউবার কাণ্ড নিয়ে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘এথিকস কমিটি এই ব্যাপারে কাজ করবে। আমি মনে করি এটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আশা করি, এমনটা আর ঘটবে না। ফুটবলের স্বার্থে এটা আর হতে পারে না। আমার জায়গা থেকে মনে হচ্ছে এখানেই শেষ।’
স্পিনকে ৫০ সেকেন্ডের জন্য সোমবার মাঠে নামিয়েছিল বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা। সেই ম্যাচে রেইসত্রার প্রতিপক্ষ ছিল ভেলেজ সার্সফিল্ড। রেইস্ত্রা ক্লাবটি এভাবেই অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত। এ ব্যাপারে স্কালোনি বলেন, ‘যতটা সম্ভব সৎ হওয়া দরকার বলে মনে করি। আমার ধারণা সবাই এমনটা ভাবছেন। প্রথম ডিভিশনে আমার অভিষেকের ঘটনা এখনো মনে করতে পারছি।সেটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’
স্প্রিন ছদ্মনামের সেই ইউটিউবারের নাম ইভান বুহাজেরুক। ইউটিউবে তাঁর অনুসারী ৭০ লাখের মতো। ফুটবল সম্পর্কে কম জ্ঞানসম্পন্ন এমন কাউকে ১ মিনিটের মধ্যেই তুলে নেওয়ায় রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি পড়েছেন সমালোচনার মুখে। এরই মধ্যে পরশু ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। ফাব্বিয়ানি ও বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরুর কথা নিশ্চিত করেছে সরকারি কৌঁসুলিদের অফিস।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন । এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ।
আরও পড়ুন:
আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক ইউটিউবারকে মাঠে নামানো নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। কারণ,‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ফুটবল সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। এখন তিনি বেটিং কাণ্ডের সঙ্গে যুক্ত কি না, সে ব্যাপারে সৃষ্টি হয়েছে সন্দেহ।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আগামীকাল বাছাইপর্বের ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে আসুনসিওনে খেলতে নামবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবল নিয়ে স্কালোনি এখন ব্যস্ত থাকলেও প্রযুক্তির উৎকর্ষতার যুগে কোনো কিছু যে মানুষের দৃষ্টি এড়ায় না। বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল তাঁকে প্রশ্ন করা হয়েছে ঘরোয়া লিগের ইউটিউবার কাণ্ড নিয়ে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘এথিকস কমিটি এই ব্যাপারে কাজ করবে। আমি মনে করি এটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আশা করি, এমনটা আর ঘটবে না। ফুটবলের স্বার্থে এটা আর হতে পারে না। আমার জায়গা থেকে মনে হচ্ছে এখানেই শেষ।’
স্পিনকে ৫০ সেকেন্ডের জন্য সোমবার মাঠে নামিয়েছিল বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা। সেই ম্যাচে রেইসত্রার প্রতিপক্ষ ছিল ভেলেজ সার্সফিল্ড। রেইস্ত্রা ক্লাবটি এভাবেই অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত। এ ব্যাপারে স্কালোনি বলেন, ‘যতটা সম্ভব সৎ হওয়া দরকার বলে মনে করি। আমার ধারণা সবাই এমনটা ভাবছেন। প্রথম ডিভিশনে আমার অভিষেকের ঘটনা এখনো মনে করতে পারছি।সেটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’
স্প্রিন ছদ্মনামের সেই ইউটিউবারের নাম ইভান বুহাজেরুক। ইউটিউবে তাঁর অনুসারী ৭০ লাখের মতো। ফুটবল সম্পর্কে কম জ্ঞানসম্পন্ন এমন কাউকে ১ মিনিটের মধ্যেই তুলে নেওয়ায় রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি পড়েছেন সমালোচনার মুখে। এরই মধ্যে পরশু ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। ফাব্বিয়ানি ও বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরুর কথা নিশ্চিত করেছে সরকারি কৌঁসুলিদের অফিস।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন । এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ।
আরও পড়ুন:
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে