করিম বেনজেমার মাত্র ১৮ মিনিটের জাদু! আর তাতেই শেষ প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দীর্ঘদিনের লালিত স্বপ্ন। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং নেইমারের মতো একঝাঁক তারকা নিয়ে খেলতে এসেও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর বাধা পেরোতে পারল না পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে পিএসজি।
টিকে থাকার লড়াইয়ে হ্যাটট্রিক করে বেনজেমা একাই হারিয়ে দিয়েছেন পিএসজিকে। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড়ও এখন তিনি। দারুণ এই নৈপুণ্যের পর প্রশংসায় ভাসছেন এই ফরাসি স্ট্রাইকার। কেউ কেউ তো বেনজেমাকে সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন বলেও স্বীকৃতি দিয়েছেন।
বেনজেমার সঙ্গে অনেক দিন একসঙ্গে খেলেছেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। বেনজেমা জাদুর পর এক টুইট বার্তায় ওজিল লেখেন, ‘কী দারুণ খেলা…বেনজি এখনো সেরা নাম্বার ৯।’ সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকার অবশ্য আরেকটু বাড়িয়ে লিখলেন। তিনি লিখেছেন, ‘করিম বেনজেমা অবিসংবাদিতভাবে সর্বকালের সেরা নাম্বার নাইনদের একজন।’ ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি লিখেছেন, ‘বিশ্বমানের বেনজেমা।’
বেনজেমার পারফম্যান্স দেখে উচ্ছ্বাসে ভেসেছেন আরেক ইংলিশ কিংবদন্তি মাইকেল ওয়েনও। তিনি লেখেন, ‘আশা করি, আপনারা এটা দেখছেন! বেনজেমা, অভিবাদন গ্রহণ করো।’ স্বদেশি প্যাটট্রিক এভরা লিখেছেন, ‘বেনজেমা, এই নাম্বার নাইনকে আমার পছন্দ।’
করিম বেনজেমার মাত্র ১৮ মিনিটের জাদু! আর তাতেই শেষ প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দীর্ঘদিনের লালিত স্বপ্ন। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং নেইমারের মতো একঝাঁক তারকা নিয়ে খেলতে এসেও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর বাধা পেরোতে পারল না পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে পিএসজি।
টিকে থাকার লড়াইয়ে হ্যাটট্রিক করে বেনজেমা একাই হারিয়ে দিয়েছেন পিএসজিকে। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড়ও এখন তিনি। দারুণ এই নৈপুণ্যের পর প্রশংসায় ভাসছেন এই ফরাসি স্ট্রাইকার। কেউ কেউ তো বেনজেমাকে সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন বলেও স্বীকৃতি দিয়েছেন।
বেনজেমার সঙ্গে অনেক দিন একসঙ্গে খেলেছেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। বেনজেমা জাদুর পর এক টুইট বার্তায় ওজিল লেখেন, ‘কী দারুণ খেলা…বেনজি এখনো সেরা নাম্বার ৯।’ সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকার অবশ্য আরেকটু বাড়িয়ে লিখলেন। তিনি লিখেছেন, ‘করিম বেনজেমা অবিসংবাদিতভাবে সর্বকালের সেরা নাম্বার নাইনদের একজন।’ ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি লিখেছেন, ‘বিশ্বমানের বেনজেমা।’
বেনজেমার পারফম্যান্স দেখে উচ্ছ্বাসে ভেসেছেন আরেক ইংলিশ কিংবদন্তি মাইকেল ওয়েনও। তিনি লেখেন, ‘আশা করি, আপনারা এটা দেখছেন! বেনজেমা, অভিবাদন গ্রহণ করো।’ স্বদেশি প্যাটট্রিক এভরা লিখেছেন, ‘বেনজেমা, এই নাম্বার নাইনকে আমার পছন্দ।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে