Ajker Patrika

ভবিষ্যতে আর্জেন্টিনায় না-ও ফিরতে পারেন মেসি 

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৯: ১৪
ভবিষ্যতে আর্জেন্টিনায় না-ও ফিরতে পারেন মেসি 

রোজারিওতে লিওনেল মেসির এক আত্মীয়ের দোকানে হামলার পর থেকেই চলছে আলাপ-আলোচনা। যে দোকানে হামলা হয়েছে, তা মেসির বাড়ি থেকে খুব কাছে। এই হামলার পর জন্মভূমিতে ভবিষ্যতে মেসি ফিরবেন কি না, তা নিয়ে শঙ্কা কাজ করছে।

ভবিষ্যতে রোজারিওতে মেসির ফেরা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন গ্যাব্রিয়েল হেইঞ্জ। হেইঞ্জ বর্তমানে নিওয়েলস ওল্ড বয়েজের কোচের দায়িত্ব পালন করছেন। মেসির সাবেক সতীর্থ বলেছেন, ‘এই আক্রমণ সবকিছুর ওপর আক্রমণ। এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। কারণ, এটা শুধু লিও না, আরও অনেকে আছে যারা আর্জেন্টিনায় ফিরতে চাইবে না।’

গত পরশু রোজারিওর একটি সুপারশপে হামলা চালিয়েছিল একদল মাদক পাচারকারী। আর্জেন্টিনার ‘কাদেনা থ্রি’ নামের এক সংবাদমাধ্যম জানিয়েছিল, সুপারশপটির মালিক মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর আত্মীয় (কাজিন)। সুপারশপে ১৪টি গুলি ছুড়েছিল হামলাকারীরা। মেসিকে হত্যার হুমকিও দিয়েছিল তারা। দুর্বৃত্তরা সুপারশপকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর একটি চিরকুটে মেসিকে হুমকি দিয়ে লিখেছে, ‘আমরা তোমার জন্য অপেক্ষা করছি মেসি। জাকিনও মাদক ব্যবসায়ী। জাকিন তোমার কোনো খেয়াল রাখবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত