রোজারিওতে লিওনেল মেসির এক আত্মীয়ের দোকানে হামলার পর থেকেই চলছে আলাপ-আলোচনা। যে দোকানে হামলা হয়েছে, তা মেসির বাড়ি থেকে খুব কাছে। এই হামলার পর জন্মভূমিতে ভবিষ্যতে মেসি ফিরবেন কি না, তা নিয়ে শঙ্কা কাজ করছে।
ভবিষ্যতে রোজারিওতে মেসির ফেরা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন গ্যাব্রিয়েল হেইঞ্জ। হেইঞ্জ বর্তমানে নিওয়েলস ওল্ড বয়েজের কোচের দায়িত্ব পালন করছেন। মেসির সাবেক সতীর্থ বলেছেন, ‘এই আক্রমণ সবকিছুর ওপর আক্রমণ। এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। কারণ, এটা শুধু লিও না, আরও অনেকে আছে যারা আর্জেন্টিনায় ফিরতে চাইবে না।’
গত পরশু রোজারিওর একটি সুপারশপে হামলা চালিয়েছিল একদল মাদক পাচারকারী। আর্জেন্টিনার ‘কাদেনা থ্রি’ নামের এক সংবাদমাধ্যম জানিয়েছিল, সুপারশপটির মালিক মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর আত্মীয় (কাজিন)। সুপারশপে ১৪টি গুলি ছুড়েছিল হামলাকারীরা। মেসিকে হত্যার হুমকিও দিয়েছিল তারা। দুর্বৃত্তরা সুপারশপকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর একটি চিরকুটে মেসিকে হুমকি দিয়ে লিখেছে, ‘আমরা তোমার জন্য অপেক্ষা করছি মেসি। জাকিনও মাদক ব্যবসায়ী। জাকিন তোমার কোনো খেয়াল রাখবে না।’
রোজারিওতে লিওনেল মেসির এক আত্মীয়ের দোকানে হামলার পর থেকেই চলছে আলাপ-আলোচনা। যে দোকানে হামলা হয়েছে, তা মেসির বাড়ি থেকে খুব কাছে। এই হামলার পর জন্মভূমিতে ভবিষ্যতে মেসি ফিরবেন কি না, তা নিয়ে শঙ্কা কাজ করছে।
ভবিষ্যতে রোজারিওতে মেসির ফেরা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন গ্যাব্রিয়েল হেইঞ্জ। হেইঞ্জ বর্তমানে নিওয়েলস ওল্ড বয়েজের কোচের দায়িত্ব পালন করছেন। মেসির সাবেক সতীর্থ বলেছেন, ‘এই আক্রমণ সবকিছুর ওপর আক্রমণ। এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। কারণ, এটা শুধু লিও না, আরও অনেকে আছে যারা আর্জেন্টিনায় ফিরতে চাইবে না।’
গত পরশু রোজারিওর একটি সুপারশপে হামলা চালিয়েছিল একদল মাদক পাচারকারী। আর্জেন্টিনার ‘কাদেনা থ্রি’ নামের এক সংবাদমাধ্যম জানিয়েছিল, সুপারশপটির মালিক মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর আত্মীয় (কাজিন)। সুপারশপে ১৪টি গুলি ছুড়েছিল হামলাকারীরা। মেসিকে হত্যার হুমকিও দিয়েছিল তারা। দুর্বৃত্তরা সুপারশপকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর একটি চিরকুটে মেসিকে হুমকি দিয়ে লিখেছে, ‘আমরা তোমার জন্য অপেক্ষা করছি মেসি। জাকিনও মাদক ব্যবসায়ী। জাকিন তোমার কোনো খেয়াল রাখবে না।’
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৫ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
৩৫ মিনিট আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে