জেতা তো দূরে থাক, ইন্টার মায়ামিকে চোখ রাঙাচ্ছিল নিশ্চিত পরাজয়। তবে যে মায়ামিতে আছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকারা, সেই দল কি হাল ছেড়ে দেবে? কেউ না কেউ মায়ামির শেষ মুহূর্তে উদ্ধারকর্তা হিসেবে কাজ করেই যাচ্ছেন। এবার দলটির উদ্ধারকর্তা হিসেবে কাজ করলেন সুয়ারেজ।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলোর প্রথম লেগে আজ মুখোমুখি হয়েছে ন্যাশভিল ও মায়ামি। এই ম্যাচের আগে ন্যাশভিল থেকে এক বিবৃতি দেওয়া হয়েছিল যাতে গিওদিস পার্ক স্টেডিয়ামের এক অংশে মায়ামির জার্সি পড়ে কেউ ঢুকতে না পারেন। তবু গিওদিস পার্কে ম্যাচটি ছিল নাটকীয়কতায় পূর্ণ। মাঠের লড়াইয়ে দাপট দেখিয়ে খেলে মায়ামি। ৭১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৬ শট। অন্যদিকে বাতিল হয়ে যায় ন্যাশভিলের গোল। শেষ পর্যন্ত ন্যাশভিল-মায়ামি ম্যাচ ড্র হয় ২-২ গোলে।
ম্যাচে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ৪ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ন্যাশভিল স্ট্রাইকার জ্যাকব শ্যাফেলবার্গ। ন্যাশভিলের এগিয়ে যাওয়ার গোলে অ্যাসিস্ট করেছেন শাক মুর। এরপর ১৩ মিনিটেই সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। নোয়া অ্যালেনের পাস থেকে বরাবরের মতো বা পায়েই শট নেন মেসি। তবে আর্জেন্টাইন তারকা ফুটবলার এবার লক্ষ্যভেদ করতে পারেননি। ১৮ মিনিটে অবশ্য ব্যবধান বাড়ানোর যাওয়ার সুযোগ পেয়েছিল ন্যাশভিল। তবে শ্যাফেলবার্গের ক্রস থেকে পাওয়া ক্রসে ঠিকমতো মাথা ছোয়াতে পারেননি ন্যাশফিল ফরোয়ার্ড অ্যালেক্স মুইল। এরপর ২৩ মিনিটে ন্যাশভিলকে আরও একটু এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন হ্যানি মুখতার। তবে সেই আক্রমণ প্রতিহত করেছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।
আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় মায়ামিকে এগিয়ে নেওয়ার সুযোগ পান মেসিই। তবে ৩৭ মিনিটে তাঁর (মেসি) আক্রমণ প্রতিহত করেছেন ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস। এরপর ৪৫মিনিটে মায়ামিকে সমতায় ফেরানোর সুযোগ পান ফেদেরিকো রেদোন্দো। এবার তাঁর মাথা ছোয়ানো শট প্রতিহত করেন ন্যাশভিল গোলরক্ষক উইলিস। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ন্যাশভিল।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ২-০ গোলে এগিয়ে যায় ন্যাশভিল। ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন শ্যাফেলবার্গ। ম্যাচে ব্যবধান কমাতে খুব একটা সময় নেননি মেসি। ৫২ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মেসি। এক পর্যায়ে ৩-১ গোলে এগিয়ে গিয়েও এগোনো হয়নি ন্যাশভিলের। ৮৫ মিনিটে গোল ন্যাশভিলের মুর। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিআর) দেখে সেই গোলটি বাতিল করা হয়। এরপর ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে সমতায় ফেরে মায়ামি। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে বুসকেতসের ক্রস থেকে হেডে গোল করেন সুয়ারেজ। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে ন্যাশভিল-মায়ামি ।
জেতা তো দূরে থাক, ইন্টার মায়ামিকে চোখ রাঙাচ্ছিল নিশ্চিত পরাজয়। তবে যে মায়ামিতে আছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকারা, সেই দল কি হাল ছেড়ে দেবে? কেউ না কেউ মায়ামির শেষ মুহূর্তে উদ্ধারকর্তা হিসেবে কাজ করেই যাচ্ছেন। এবার দলটির উদ্ধারকর্তা হিসেবে কাজ করলেন সুয়ারেজ।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলোর প্রথম লেগে আজ মুখোমুখি হয়েছে ন্যাশভিল ও মায়ামি। এই ম্যাচের আগে ন্যাশভিল থেকে এক বিবৃতি দেওয়া হয়েছিল যাতে গিওদিস পার্ক স্টেডিয়ামের এক অংশে মায়ামির জার্সি পড়ে কেউ ঢুকতে না পারেন। তবু গিওদিস পার্কে ম্যাচটি ছিল নাটকীয়কতায় পূর্ণ। মাঠের লড়াইয়ে দাপট দেখিয়ে খেলে মায়ামি। ৭১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৬ শট। অন্যদিকে বাতিল হয়ে যায় ন্যাশভিলের গোল। শেষ পর্যন্ত ন্যাশভিল-মায়ামি ম্যাচ ড্র হয় ২-২ গোলে।
ম্যাচে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ৪ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ন্যাশভিল স্ট্রাইকার জ্যাকব শ্যাফেলবার্গ। ন্যাশভিলের এগিয়ে যাওয়ার গোলে অ্যাসিস্ট করেছেন শাক মুর। এরপর ১৩ মিনিটেই সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। নোয়া অ্যালেনের পাস থেকে বরাবরের মতো বা পায়েই শট নেন মেসি। তবে আর্জেন্টাইন তারকা ফুটবলার এবার লক্ষ্যভেদ করতে পারেননি। ১৮ মিনিটে অবশ্য ব্যবধান বাড়ানোর যাওয়ার সুযোগ পেয়েছিল ন্যাশভিল। তবে শ্যাফেলবার্গের ক্রস থেকে পাওয়া ক্রসে ঠিকমতো মাথা ছোয়াতে পারেননি ন্যাশফিল ফরোয়ার্ড অ্যালেক্স মুইল। এরপর ২৩ মিনিটে ন্যাশভিলকে আরও একটু এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন হ্যানি মুখতার। তবে সেই আক্রমণ প্রতিহত করেছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।
আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় মায়ামিকে এগিয়ে নেওয়ার সুযোগ পান মেসিই। তবে ৩৭ মিনিটে তাঁর (মেসি) আক্রমণ প্রতিহত করেছেন ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস। এরপর ৪৫মিনিটে মায়ামিকে সমতায় ফেরানোর সুযোগ পান ফেদেরিকো রেদোন্দো। এবার তাঁর মাথা ছোয়ানো শট প্রতিহত করেন ন্যাশভিল গোলরক্ষক উইলিস। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ন্যাশভিল।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ২-০ গোলে এগিয়ে যায় ন্যাশভিল। ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন শ্যাফেলবার্গ। ম্যাচে ব্যবধান কমাতে খুব একটা সময় নেননি মেসি। ৫২ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মেসি। এক পর্যায়ে ৩-১ গোলে এগিয়ে গিয়েও এগোনো হয়নি ন্যাশভিলের। ৮৫ মিনিটে গোল ন্যাশভিলের মুর। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিআর) দেখে সেই গোলটি বাতিল করা হয়। এরপর ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে সমতায় ফেরে মায়ামি। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে বুসকেতসের ক্রস থেকে হেডে গোল করেন সুয়ারেজ। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে ন্যাশভিল-মায়ামি ।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৮ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে