Ajker Patrika

বার্সায় মেসি-অধ্যায় শেষ করতে বলছেন কোমান

বার্সায় মেসি-অধ্যায় শেষ করতে বলছেন কোমান

আজ শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। ১৭ বছর পর প্রথমবার লিওনেল মেসিকে ছাড়াই নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। এর মধ্যে অবশ্য মেসিবিহীন বার্সেলোনা ৩-০ গোলে জুভেন্টাসকে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতেছে। বার্সা কোচ রোনাল্ড কোমান বলছেন, মেসি-অধ্যায় ভুলে এবার সামনে এগোতে হবে। 

২১ বছর আগে রোজারিও থেকে বার্সেলোনায় এসেছিলেন মেসি। প্রথম তিন বছর বয়সভিত্তিক দলে খেলে ২০০৩ সালে মূল দলে অভিষেক হয়েছিল মেসির। মাঝের এই সময়ে বার্সার জার্সিতে মেসি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেই পথচলা থেমেছে কদিন আগে। 

বার্সায় মেসির এই বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে পিএসজিতে যাওয়ার বিষয়টি দিন শেষে স্বাভাবিকভাবে দেখছেন কোমান। বলেছেন ‘আমাদের বুঝতে হবে একজন খেলোয়াড়ের সবকিছুরই শেষ আছে। এখন এই অধ্যায় (মেসি অধ্যায়) শেষ করে আমাদের সামনে এগোতে হবে। আমাদের নতুন খেলোয়াড়রা এসেছে তাদের নিয়ে নতুন লক্ষ্যে এগোতে হবে।’ 

নতুন মৌসুমে কোমানের আস্থা দলের তরুণদের ওপর। মেসির বার্সা ছাড়া নিয়ে আর না ভেবে মাঠে খেলায় মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন ৫৮ বছর বয়সী এই কোচ। এ নিয়ে কোমান বলেছেন, ‘এ মৌসুমে দলে কিছু তরুণ খেলোয়াড়দের পেয়েছি। আমরা এখন ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আমরা কাজ করছি। এসব দিকেই মনোযোগ দেওয়া এখন বেশি গুরুত্বপূর্ণ, গত কয়েক দিনে কী হয়েছে সেটা আমাদের ভুলতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত