Ajker Patrika

২০২২ বিশ্বকাপই নেইমারের শেষ বিশ্বকাপ! 

২০২২ বিশ্বকাপই নেইমারের শেষ বিশ্বকাপ! 

৩৬ বছর বয়সেও ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে ছাপিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ৩৫-এ পা দেওয়া সময়ের আরেক মহাতারকা মেসিও আলো ছড়াচ্ছেন একইভাবে। বিশ্ব ফুটবলের এই দুই তারকা যখন একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে উন্মুখ তখন ২৯ বছর বয়সী আরেক তারকা নেইমার বলছেন, ২০২২ কাতার বিশ্বকাপই হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। 

সম্প্রতি ডিএজেডএন নামের অলনাইন স্ট্রিমিং সাইটে ‘নেইমার জুনিয়র অ্যান্ড দ্য লাইন অফ কিংস’ নামে একটি ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে। সেখানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। নেইমার বলেছেন, ‘আমার মনে হচ্ছে এটাই (২০২২ কাতার) আমার শেষ বিশ্বকাপ। কাতার বিশ্বকাপকে আমার শেষ বিশ্বকাপ হিসেবে দেখছি। কারণ আমি জানি না এরপর ফুটবল খেলার মতো মানসিক অবস্থা আমার থাকবে কি না।’ 

আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলেছেন নেইমার। ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা এনে দেওয়ার লক্ষ্যে ২০১৪ সালে ঘরের মাঠে নিজের প্রথম বিশ্বকাপে নেমেছিলেন নেইমার। সেবার ব্রাজিলের বিশ্বকাপ মিশন থেমেছিল সেমিফাইনালে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নেইমার ব্রাজিলকে শেষ চারেও নিতে পারেনি। ২০২২ বিশ্বকাপে তাই আগের দুই বিশ্বকাপের আক্ষেপ দূর করে দিতে চান তিনি, ‘দেশকে শিরোপা জেতাতে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেব। যে স্বপ্ন আমি অনেক আগে থেকে দেখে আসছি। আমি আশা করছি সেটি আমি করতে পারব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত